ETV Bharat / sports

Durand Cup 2023: রবিবার ডুরান্ডে কঠিন লড়াই, মুম্বই গাঁট পেরতে মরিয়া মোহনবাগান

আইএসএল কিংবা ডুরান্ড কাপ, মুম্বইয়ের বিরুদ্ধে জিততে পারেনি মেরিনার্সরা । সেদিক থেকে রবিবার সন্ধ্যার ডুরান্ড কোয়ার্টার ফাইনালের ম্যাচে জয় পাওয়ার অর্থ মুম্বইয়ের বিরুদ্ধে সাফল্যের খাতা খোলা ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 10:59 PM IST

কলকাতা, 26 অগস্ট: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসির ফুটবল দ্বৈরথ । ভারতীয় ফুটবলে আইএসএল পরবর্তী সময়ে এই দুই পাওয়ার হাউজের টক্কর মানেই ফুটবল সমর্থকদের মনে বাড়তি উদ্দীপনা । চলতি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জুয়ান ফেরান্দোর দল রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের মুখোমুখি হবে । নক-আউটে লড়াই অর্থাৎ সুযোগের হাতছাড়া করা মানেই বিদায়ের খাঁড়া নেমে আসা । বিষয়টি মাথায় রেখে জুয়ান ফেরান্দো এবং তাঁর দল সতর্ক ।

আইএসএল কিংবা ডুরান্ড কাপ, মুম্বইয়ের বিরুদ্ধে জিততে পারেনি মেরিনার্সরা । সেদিক থেকে রবিবার সন্ধ্যার ডুরান্ড কোয়ার্টার ফাইনালের ম্যাচে জয় পাওয়ার অর্থ মুম্বইয়ের বিরুদ্ধে সাফল্যের খাতা খোলা । এই ব্যাপারে মোহনবাগানের অনুপ্রেরণা ইস্টবেঙ্গলের সাড়ে চারবছর পরে ডার্বিতে সাফল্যের পরিসংখ্যান । যদিও মেরিনার্স শিবির থেকে বলা হচ্ছে, ডুরান্ড কাপ প্রাক মরসুমের প্রস্তুতির টুর্নামেন্ট । তবে জয় ছাড়া অন্য কোনও ভাবনাকে আমল দেওয়া হচ্ছে না । শক্তিশালী মুম্বইকে হারিয়ে সেমিফাইনালে যাওয়া সবুজ-মেরুন ব্রিগেডের পাখির চোখ । জুয়ান ফেরান্দো এবং তাঁর দল সমান্তরালভাবে দু’টো টুর্নামেন্টে অংশ নিচ্ছে । ডুরান্ড যদি প্রস্তুতির টুর্নামেন্ট হয় তাহলে এএফসি কাপ মোহনবাগান সুপার জায়ান্টের প্রাধান্যের তালিকায় সবার ওপরে ।

Mohun Bagan
জুয়ান ফেরান্দো এবং তাঁর দল সমান্তরালভাবে দু’টো টুর্নামেন্টে অংশ নিচ্ছে

ইতিমধ্যে নেপাল এবং বাংলাদেশের ক্লাব দলকে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট আত্মবিশ্বাসী । যা তারা কাজে লাগাতে চাইছে ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে । যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে বন্ধ দরজার আড়ালে রবিবারের ম্যাচের প্রস্তুতি সারলেন ফেরান্দো । মূলত রক্ষণের বোঝাপড়ায় জোর দিলেন । অনুশীলনে হুগো বুমোসের তোলা সেটপিসে কামিন্স, সাদিকু এবং দিমিত্রি পেত্রাতোসকে গোল করার জন্য মরিয়া হতে দেখা গেল । ব্র্যান্ডন হামিলের চোট সেরেছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে । তবে নবাগত স্প্যানিশ ডিফেণ্ডার হেক্টর ইউস্তে এএফসি কাপের ম্যাচে ঢাকা আবাহনীর বিরুদ্ধে ভালো খেলায় চিন্তা কমেছে জুয়ান ফেরান্দোর ।

এদিকে অনুর্ধ্ব-23 ভারতীয় দলের জন্য সুমিত রাঠি, মিডফিল্ডার হামতে, স্ট্রাইকার সুহেল বাট এবং গোলরক্ষক অর্শদীপকে ছেড়ে দিয়েছে মোহনবাগান । তা সত্ত্বেও মেরিনার্স থিঙ্কট্যাঙ্ক ডুরান্ড কোয়ার্টার ফাইনালে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী । প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি নিয়ে সমীহ সবুজ-মেরুন কোচের গলায় । জুয়ান বলেন, “মুম্বই চ্যাম্পিয়ন্স লিগের জন্য দল তৈরি করেছে । প্রস্তুতি নিচ্ছে । আমরা এএফসি কাপের জন্য তৈরি হচ্ছি । দু’দলের কাছেই এই ম্যাচটি দারুণ প্রস্তুতি ম্যাচ হতে চলেছে । মুম্বই শক্তিশালী । ওদের দু’টো উইং বিশেষভাবে কার্যকরী । বিশেষ করে বিপিন, ছাংতে, মেহতাব সিং, আকাশরা প্রত্যেকেই ভালো মানের ভারতীয় ফুটবলার । গ্রেগ স্টুয়ার্টের মতো ভালোমানের বিদেশি ফুটবলার রয়েছে । তবে আমরা তৈরি । তবে মুম্বই কোয়ার্টার ফাইনালে নামার আগে দশদিন বিশ্রাম পেয়েছে । আমরা তিনদিন ।”

এএফসি কাপে ঢাকা আবাহনী ম্যাচের পরে সবুজ-মেরুন হেডস্যার বলেছিলেন, তাঁর দল পঞ্চাশ শতাংশ ম্যাচ ফিট । একাধিকবার তিনি বলেছেন, তাঁদের প্রাধান্যের তালিকায় এএফসি কাপ সবার ওপরে । মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ডুরান্ড কোয়ার্টার ফাইনালে নামার আগেও জুয়ান ফেরান্দো বলেন, “আমাদের আসল লক্ষ্য এএফসি কাপে ভালো ফল করা । সেজন্য চোট-আঘাত বাঁচিয়ে আমরা খেলব । প্রাক-মরশুম প্রস্তুতি চলছে । দলটা নতুন । তাই বোঝাপড়া গড়ে উঠতে সময় দরকার । শেষ দু’টো ম্যাচে উন্নতি দেখা গিয়েছে । গুছিয়ে নিয়েছি আমরা । তবে আরও উন্নতি দরকার । তার অর্থ এই নয় যে আমরা মুম্বইকে হারানোর মত জায়গায় নেই । আমরা মুম্বইয়ের বিরুদ্ধে অতীতে সফল হইনি বলে কোনও মানসিক অস্থিরতা নেই । বরং নতুন দলের নতুন ফুটবলাররা মুম্বইকে হারানোর ব্যাপারে মরিয়া ।”

এদিকে এএফসি কাপের গ্ৰুপ পর্বের ম্যাচ আয়োজন নিয়ে সমস্যায় মোহনবাগান সুপার জায়েন্ট । দূর্গাপুজোর দশমীর দিন মোহনবাগান বনাম বসুন্ধ্ররা কিংস এএফসি গ্ৰুপ পর্বের ম্যাচ । কলকাতায় তখন ভরা উৎসবের মরশুম । সেক্ষেত্রে নিরাপত্তার আয়োজন কঠিন হবে পুলিশের পক্ষে । এই নিয়ে এএফসি-র কাছে চিঠিও দিয়েছে সবুজ-মেরুন । ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে । একে দূর্গাপুজোর দশমী, তার ওপর ক্রিকেট বিশ্বকাপ শহরে । এই দু’য়ের চাপে পর্যাপ্ত পুলিশ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে । এই ব্যাপারে সিএবি যেভাবে বিশ্বকাপের ম্যাচ একদিন এগিয়ে নিয়ে এসেছে দীপাবলীর উৎসবকে সামনে রেখে,সেই উদাহরণ মোহনবাগান সুপার জায়ান্টের হাতিয়ার । সেই জন্যই এমন আবেদন জানানো হয়েছে । তবে এএফসি এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি । ঢাকা আবাহনীকে হারিয়ে টানা তিনবার এএফসি গ্ৰুপ পর্বে উঠেছে । মোহনবাগানের সঙ্গে একই গ্ৰুপে রয়েছে মাজিয়া এফসি ও বসুন্ধরা কিংস ।

আরও পড়ুন: জাতীয় শিবির থেকে ফুটবলাররা না-ফিরলে কলকাতা লিগে খেলবে না মোহনবাগান

কলকাতা, 26 অগস্ট: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসির ফুটবল দ্বৈরথ । ভারতীয় ফুটবলে আইএসএল পরবর্তী সময়ে এই দুই পাওয়ার হাউজের টক্কর মানেই ফুটবল সমর্থকদের মনে বাড়তি উদ্দীপনা । চলতি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জুয়ান ফেরান্দোর দল রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের মুখোমুখি হবে । নক-আউটে লড়াই অর্থাৎ সুযোগের হাতছাড়া করা মানেই বিদায়ের খাঁড়া নেমে আসা । বিষয়টি মাথায় রেখে জুয়ান ফেরান্দো এবং তাঁর দল সতর্ক ।

আইএসএল কিংবা ডুরান্ড কাপ, মুম্বইয়ের বিরুদ্ধে জিততে পারেনি মেরিনার্সরা । সেদিক থেকে রবিবার সন্ধ্যার ডুরান্ড কোয়ার্টার ফাইনালের ম্যাচে জয় পাওয়ার অর্থ মুম্বইয়ের বিরুদ্ধে সাফল্যের খাতা খোলা । এই ব্যাপারে মোহনবাগানের অনুপ্রেরণা ইস্টবেঙ্গলের সাড়ে চারবছর পরে ডার্বিতে সাফল্যের পরিসংখ্যান । যদিও মেরিনার্স শিবির থেকে বলা হচ্ছে, ডুরান্ড কাপ প্রাক মরসুমের প্রস্তুতির টুর্নামেন্ট । তবে জয় ছাড়া অন্য কোনও ভাবনাকে আমল দেওয়া হচ্ছে না । শক্তিশালী মুম্বইকে হারিয়ে সেমিফাইনালে যাওয়া সবুজ-মেরুন ব্রিগেডের পাখির চোখ । জুয়ান ফেরান্দো এবং তাঁর দল সমান্তরালভাবে দু’টো টুর্নামেন্টে অংশ নিচ্ছে । ডুরান্ড যদি প্রস্তুতির টুর্নামেন্ট হয় তাহলে এএফসি কাপ মোহনবাগান সুপার জায়ান্টের প্রাধান্যের তালিকায় সবার ওপরে ।

Mohun Bagan
জুয়ান ফেরান্দো এবং তাঁর দল সমান্তরালভাবে দু’টো টুর্নামেন্টে অংশ নিচ্ছে

ইতিমধ্যে নেপাল এবং বাংলাদেশের ক্লাব দলকে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট আত্মবিশ্বাসী । যা তারা কাজে লাগাতে চাইছে ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে । যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে বন্ধ দরজার আড়ালে রবিবারের ম্যাচের প্রস্তুতি সারলেন ফেরান্দো । মূলত রক্ষণের বোঝাপড়ায় জোর দিলেন । অনুশীলনে হুগো বুমোসের তোলা সেটপিসে কামিন্স, সাদিকু এবং দিমিত্রি পেত্রাতোসকে গোল করার জন্য মরিয়া হতে দেখা গেল । ব্র্যান্ডন হামিলের চোট সেরেছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে । তবে নবাগত স্প্যানিশ ডিফেণ্ডার হেক্টর ইউস্তে এএফসি কাপের ম্যাচে ঢাকা আবাহনীর বিরুদ্ধে ভালো খেলায় চিন্তা কমেছে জুয়ান ফেরান্দোর ।

এদিকে অনুর্ধ্ব-23 ভারতীয় দলের জন্য সুমিত রাঠি, মিডফিল্ডার হামতে, স্ট্রাইকার সুহেল বাট এবং গোলরক্ষক অর্শদীপকে ছেড়ে দিয়েছে মোহনবাগান । তা সত্ত্বেও মেরিনার্স থিঙ্কট্যাঙ্ক ডুরান্ড কোয়ার্টার ফাইনালে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী । প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি নিয়ে সমীহ সবুজ-মেরুন কোচের গলায় । জুয়ান বলেন, “মুম্বই চ্যাম্পিয়ন্স লিগের জন্য দল তৈরি করেছে । প্রস্তুতি নিচ্ছে । আমরা এএফসি কাপের জন্য তৈরি হচ্ছি । দু’দলের কাছেই এই ম্যাচটি দারুণ প্রস্তুতি ম্যাচ হতে চলেছে । মুম্বই শক্তিশালী । ওদের দু’টো উইং বিশেষভাবে কার্যকরী । বিশেষ করে বিপিন, ছাংতে, মেহতাব সিং, আকাশরা প্রত্যেকেই ভালো মানের ভারতীয় ফুটবলার । গ্রেগ স্টুয়ার্টের মতো ভালোমানের বিদেশি ফুটবলার রয়েছে । তবে আমরা তৈরি । তবে মুম্বই কোয়ার্টার ফাইনালে নামার আগে দশদিন বিশ্রাম পেয়েছে । আমরা তিনদিন ।”

এএফসি কাপে ঢাকা আবাহনী ম্যাচের পরে সবুজ-মেরুন হেডস্যার বলেছিলেন, তাঁর দল পঞ্চাশ শতাংশ ম্যাচ ফিট । একাধিকবার তিনি বলেছেন, তাঁদের প্রাধান্যের তালিকায় এএফসি কাপ সবার ওপরে । মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ডুরান্ড কোয়ার্টার ফাইনালে নামার আগেও জুয়ান ফেরান্দো বলেন, “আমাদের আসল লক্ষ্য এএফসি কাপে ভালো ফল করা । সেজন্য চোট-আঘাত বাঁচিয়ে আমরা খেলব । প্রাক-মরশুম প্রস্তুতি চলছে । দলটা নতুন । তাই বোঝাপড়া গড়ে উঠতে সময় দরকার । শেষ দু’টো ম্যাচে উন্নতি দেখা গিয়েছে । গুছিয়ে নিয়েছি আমরা । তবে আরও উন্নতি দরকার । তার অর্থ এই নয় যে আমরা মুম্বইকে হারানোর মত জায়গায় নেই । আমরা মুম্বইয়ের বিরুদ্ধে অতীতে সফল হইনি বলে কোনও মানসিক অস্থিরতা নেই । বরং নতুন দলের নতুন ফুটবলাররা মুম্বইকে হারানোর ব্যাপারে মরিয়া ।”

এদিকে এএফসি কাপের গ্ৰুপ পর্বের ম্যাচ আয়োজন নিয়ে সমস্যায় মোহনবাগান সুপার জায়েন্ট । দূর্গাপুজোর দশমীর দিন মোহনবাগান বনাম বসুন্ধ্ররা কিংস এএফসি গ্ৰুপ পর্বের ম্যাচ । কলকাতায় তখন ভরা উৎসবের মরশুম । সেক্ষেত্রে নিরাপত্তার আয়োজন কঠিন হবে পুলিশের পক্ষে । এই নিয়ে এএফসি-র কাছে চিঠিও দিয়েছে সবুজ-মেরুন । ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে । একে দূর্গাপুজোর দশমী, তার ওপর ক্রিকেট বিশ্বকাপ শহরে । এই দু’য়ের চাপে পর্যাপ্ত পুলিশ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে । এই ব্যাপারে সিএবি যেভাবে বিশ্বকাপের ম্যাচ একদিন এগিয়ে নিয়ে এসেছে দীপাবলীর উৎসবকে সামনে রেখে,সেই উদাহরণ মোহনবাগান সুপার জায়ান্টের হাতিয়ার । সেই জন্যই এমন আবেদন জানানো হয়েছে । তবে এএফসি এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি । ঢাকা আবাহনীকে হারিয়ে টানা তিনবার এএফসি গ্ৰুপ পর্বে উঠেছে । মোহনবাগানের সঙ্গে একই গ্ৰুপে রয়েছে মাজিয়া এফসি ও বসুন্ধরা কিংস ।

আরও পড়ুন: জাতীয় শিবির থেকে ফুটবলাররা না-ফিরলে কলকাতা লিগে খেলবে না মোহনবাগান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.