কলকাতা, 28 ডিসেম্বর: আইএসএলে প্রথমবার হারের হ্যাটট্রিকের তিক্ত স্বাদ মোহনবাগান সুপার জায়ান্টের । তবে প্রিয় দলের এই ক্রমাবনতিতে সমর্থকরা কার্যত তড়িতাহত । কেরালার স্বপ্নভঙ্গ হবে এইরকম লিখে নিয়ে এসেছিলেন সমর্থকরা । বদলে হারের লজ্জা নিয়ে ফিরতে হল । মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ম্যাচের সেরা জয়সূচক গোলদাতা দিয়ামানটোকোসকে পুরস্কৃত করলেন । কলকাতা লিগ থেকেই ক্লাবের বিচারে ম্যাচের সেরাকে আর্থিকভাবে পুরস্কৃত করছে মোহনবাগান ক্লাব ।
সবুজ মেরুন সমর্থকদের নিঃশ্চুপে মাঠ ছাড়ার দিনে কেরালা ব্লাস্টার্সের বাঙালি ফুটবলার প্রীতম কোটালের উচ্ছ্বাস সবুজ মেরুন সমর্থকদের কাটা ঘায়ে নুন ছেটালো । 2 হাজার দিন পরে অন্য রাজ্যের দলের হয়ে মাঠে নামলেন প্রীতম এবং জিতলেন । শেষবার সবুজ মেরুন জার্সিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নেমেও জয়ী হয়েই মাঠ ছেড়েছিলেন । বললেন, যুবভারতীতে থেকে ফের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরে খুশি । পরপর দুই ম্যাচে মুম্বই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মত বিত্তশালী দলকে হারাতে পেরে খুশি । এখন 12 ম্যাচে 26 পয়েন্ট পেয়ে এক নম্বরে দল । তা বজায় থাকলে আইএসএল লিগ শিল্ড জয় অসম্ভব নয় । যেভাবে দল খেলছে তাতে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া কঠিন নয় ।
প্রতিপক্ষ শিবিরের এই উচ্ছ্বাসের মধ্যে মোহনবাগান জুড়ে শ্মশানের নীরবতা । হারের হ্যাটট্রিকের ধাক্কায় মাঠেই কেঁদে ফেললেন হুগো বুমোস । দল যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা স্বীকার করেছেন মোহনবাগান সুপারজায়ান্ট কোচ জুয়ান ফেরান্দো । তাঁর কথায়,"প্রথমার্ধে দল কিছুই খেলতে পারেনি । দ্বিতীয়ার্ধে সবাই চেষ্টা করেছে । গোলের সুযোগ তৈরি হয়নি । একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে দল যাচ্ছে । সাতজন ফুটবলার চোটের জন্য বাইরে । রিকভারির জন্য সময় দরকার ।"
বারবার বলছেন ফুটবলাররা কঠিন সময়ে সেরাটা দিয়েছে । তবে পরিকল্পনা বদলের প্রয়োজন সেকথাও মনে করিয়ে দিয়েছেন । সামনেই দলবদলের দ্বিতীয় উইন্ডো । জুয়ান ফেরান্দোর কথায় হয়তো তারই ইঙ্গিত । যদিও তা সরাসরি মানলেন না । তাঁর বক্তব্য, "এই ব্যাপারে কথা বলার এটা সময় নয় । আগে দলের চোট পাওয়া ফুটবলারদের ফিট করে তোলা জরুরি । একই সঙ্গে ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করা জরুরি । তারপরেই দলে ফুটবলার বদলের প্রসঙ্গ আসবে ।"
আরও পড়ুন :
1 হারের হ্যাটট্রিকে লণ্ডভণ্ড বাগান, আইএসএল শীর্ষে প্রীতম-প্রবীরদের কেরালা
2 'এক গোল খেলে দু'গোল করতে হবে', চোট-কাঁটায় জর্জরিত বাগানকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ফেরান্দোর
3 চেন্নাইয়িনকে সমীহ করলেও জয়ের অভ্যাস ধরে রাখাই চ্যালেঞ্জ বাগান কোচের