ETV Bharat / sports

CFL 2023: সংযুক্তি সময়ে গোল, বিতর্ক গায়ে মেখে জয়ে ফিরল মহামেডান

প্রথম পাঁচ মিনিটে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল মহামেডান স্পোর্টিং ৷ সিএফএলে পিয়ারলেসের বিরুদ্ধে আজ মাঠে নামে মহামেডান স্পোর্টিং ৷ ম্যাচের ফল 2-1 ৷

Etv Bharat
জয়ে ফিরল মহামেডান স্পোর্টিং
author img

By

Published : Jul 30, 2023, 8:43 PM IST

কলকাতা, 30 জুলাই: জয় এল মহমেডান স্পোর্টিংয়ে তবে বিতর্কের গন্ধ মেখে। পিছিয়ে পড়েও কষ্টার্জিত জয় পেল সাদা-কালো ব্রিগেড। কিন্তু সংযুক্তি সময় পেরিয়ে যাওয়ার পরেও ম্য়াচ খেলিয়েছেন রেফারি এবং তখনই গোল করে মহামেডান ম্যাচ জিতেছে বলে দাবি পিয়ারলেসের ৷ ম্যাচের ফল 2-1। মহমেডানের পক্ষে গোল ডেভিড এবং সামাদের । পিয়ারলেসের গোল ম্য়াচের চার মিনিটে । গোলদাতা ইসরাফিল দেওয়ান । প্রথম পাঁচ মিনিটে পিছিয়ে পড়ার ধাক্কায় মহমেডান স্পোর্টিং দিশেহারা হয়ে পড়ে । শেষ ম্যাচে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে হেরেছিল সাদাকালো ব্রিগেড । ফলে পিয়ারলেসের বিরুদ্ধে পিছিয়ে পড়ার ধাক্কায় মেহেরাজউদ্দিনের ছেলেরা প্রত্যাশিত ছন্দ খুঁজে পাচ্ছিল না ।

প্রতিপক্ষের ফুটবলারদের প্রেসিং ফুটবল মহমেডান স্পোর্টিংকে বিরতির আগে খেলার রাশ ধরতে দেয়নি । তবুও মহমেডান স্পোর্টিং 26 মিনিটে সমতায় ফেরে । ব্যারেটোর ক্রশ থেকে দলকে সমতায় ফেরান ডেভিড । সমতায় ফিরলেও ম্যাচের রাশ পায়নি মহমেডান স্পোর্টিং । বরং ফের গোল করে এগিয়ে যাওয়ার লক্ষ্যে পিয়ারলেস চাপ বাড়াতে থাকে । এই সময় বেশ কয়েকবার গোলের মুখ খুলে ফেলেছিল তারা । কিন্তু গোল মুখে ব্যর্থতা তাদের এগিয়ে যেতে দেয়নি । সুযোগ নষ্টের খেসারত দিনের শেষে মাঠেই দিয়ে এল পিয়ারলেস ।

আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম এখন কলকাতায় । এই গরমে টানা একই গতিতে ফুটবল খেলে যাওয়া কষ্টসাধ্য । সেখানেই পিছিয়ে পড়ে পিয়ারলেস । বিরতির পরে পিয়ারলেস ফুটবলারা অনেকটাই বেদম হয়ে পড়ে । বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের ফুটবলাররা দমের ঘাটতিতে ভুগলেন । প্রতিপক্ষের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যাচের রাশ তুলে নেয় মহমেডান স্পোর্টিং ।

আরও পড়ুন : সুযোগ নষ্টের প্রদর্শনীতেও 4 গোলে জয়, সুহেলের ছন্দে ফুল ফুটল বাগানে

ভালো খেললেন সামাদ । দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ পায়ে থাকলেও জয়সূচক গোল আসছিল না । ফলে পয়েন্ট খোয়ানোর শঙ্কা সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে । একই সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা । এই সময় মাঠে দর্শকরা বোতল ছুড়লে খেলা সাময়িক বন্ধ থাকে । উত্তেজনা থামাতে প্রয়োজন হয় পুলিশি হস্তক্ষেপের । অবশেষে সামাদের পা থেকে জয়সূচক গোল পায় মহমেডান স্পোর্টিং । নয় মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন রেফারি । কিন্তু তা শেষ হয় 14 মিনিটে । এমনকী গোলটি সংযুক্তি সময়ের 12 মিনিটে হয়েছে বলে অভিযোগ পিয়ারলেসের ।

সবমিলিয়ে বিতর্ক গায়ে মেখেই জয়ের সরণিতে ফিরল 'ব্ল্যাক প্যান্থার্স' ৷ রবিবার কলকাতা পৌরনিগম অ্যাম্বুলেন্স তুলে দিল আইএফএ'র হাতে । হাফ টাইমে এই অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম । তিনি গাড়ির চাবি আইএফএ সচিব অনির্বাণ দত্তর হাতে তুলে দেন ।

কলকাতা, 30 জুলাই: জয় এল মহমেডান স্পোর্টিংয়ে তবে বিতর্কের গন্ধ মেখে। পিছিয়ে পড়েও কষ্টার্জিত জয় পেল সাদা-কালো ব্রিগেড। কিন্তু সংযুক্তি সময় পেরিয়ে যাওয়ার পরেও ম্য়াচ খেলিয়েছেন রেফারি এবং তখনই গোল করে মহামেডান ম্যাচ জিতেছে বলে দাবি পিয়ারলেসের ৷ ম্যাচের ফল 2-1। মহমেডানের পক্ষে গোল ডেভিড এবং সামাদের । পিয়ারলেসের গোল ম্য়াচের চার মিনিটে । গোলদাতা ইসরাফিল দেওয়ান । প্রথম পাঁচ মিনিটে পিছিয়ে পড়ার ধাক্কায় মহমেডান স্পোর্টিং দিশেহারা হয়ে পড়ে । শেষ ম্যাচে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে হেরেছিল সাদাকালো ব্রিগেড । ফলে পিয়ারলেসের বিরুদ্ধে পিছিয়ে পড়ার ধাক্কায় মেহেরাজউদ্দিনের ছেলেরা প্রত্যাশিত ছন্দ খুঁজে পাচ্ছিল না ।

প্রতিপক্ষের ফুটবলারদের প্রেসিং ফুটবল মহমেডান স্পোর্টিংকে বিরতির আগে খেলার রাশ ধরতে দেয়নি । তবুও মহমেডান স্পোর্টিং 26 মিনিটে সমতায় ফেরে । ব্যারেটোর ক্রশ থেকে দলকে সমতায় ফেরান ডেভিড । সমতায় ফিরলেও ম্যাচের রাশ পায়নি মহমেডান স্পোর্টিং । বরং ফের গোল করে এগিয়ে যাওয়ার লক্ষ্যে পিয়ারলেস চাপ বাড়াতে থাকে । এই সময় বেশ কয়েকবার গোলের মুখ খুলে ফেলেছিল তারা । কিন্তু গোল মুখে ব্যর্থতা তাদের এগিয়ে যেতে দেয়নি । সুযোগ নষ্টের খেসারত দিনের শেষে মাঠেই দিয়ে এল পিয়ারলেস ।

আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম এখন কলকাতায় । এই গরমে টানা একই গতিতে ফুটবল খেলে যাওয়া কষ্টসাধ্য । সেখানেই পিছিয়ে পড়ে পিয়ারলেস । বিরতির পরে পিয়ারলেস ফুটবলারা অনেকটাই বেদম হয়ে পড়ে । বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের ফুটবলাররা দমের ঘাটতিতে ভুগলেন । প্রতিপক্ষের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যাচের রাশ তুলে নেয় মহমেডান স্পোর্টিং ।

আরও পড়ুন : সুযোগ নষ্টের প্রদর্শনীতেও 4 গোলে জয়, সুহেলের ছন্দে ফুল ফুটল বাগানে

ভালো খেললেন সামাদ । দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ পায়ে থাকলেও জয়সূচক গোল আসছিল না । ফলে পয়েন্ট খোয়ানোর শঙ্কা সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে । একই সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা । এই সময় মাঠে দর্শকরা বোতল ছুড়লে খেলা সাময়িক বন্ধ থাকে । উত্তেজনা থামাতে প্রয়োজন হয় পুলিশি হস্তক্ষেপের । অবশেষে সামাদের পা থেকে জয়সূচক গোল পায় মহমেডান স্পোর্টিং । নয় মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন রেফারি । কিন্তু তা শেষ হয় 14 মিনিটে । এমনকী গোলটি সংযুক্তি সময়ের 12 মিনিটে হয়েছে বলে অভিযোগ পিয়ারলেসের ।

সবমিলিয়ে বিতর্ক গায়ে মেখেই জয়ের সরণিতে ফিরল 'ব্ল্যাক প্যান্থার্স' ৷ রবিবার কলকাতা পৌরনিগম অ্যাম্বুলেন্স তুলে দিল আইএফএ'র হাতে । হাফ টাইমে এই অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম । তিনি গাড়ির চাবি আইএফএ সচিব অনির্বাণ দত্তর হাতে তুলে দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.