ETV Bharat / sports

CFL 2023: কিবুর দলকে হারিয়ে মধুর বদলা, কলকাতা লিগ জয়ের আরও কাছে মহামেডান - সিএফএল 2023

গ্যালারিতে উপচে পড়া ভিড় ৷ মঙ্গলবার যেন আশির দশকের সোনালি বিকেল দেখল ফুটবলপ্রেমীরা ৷ কিবু ভিকুনার দলকে হারিয়ে কলকাতা ফুটবল লিগের আরও কাছে পৌঁছল মহামেডান স্পোর্টিং ৷

Etv Bharat
মহামেডান স্পোর্টিং ও ডায়মন্ডহারবার হারবারের খেলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 9:11 PM IST

মহামেডান স্পোর্টিংয়ের কোচের বক্তব্য

কলকাতা, 26 সেপ্টেম্বর: সময়টা দারুণ যাচ্ছে মহামেডান স্পোর্টিংয়ের । মধুর বদলার পাশাপাশি কলকাতা ফুটবল লিগ জয়ের হ্যাটট্রিকের আরও কাছে পৌঁছল তারা । মুখ্যমন্ত্রী আইএসএল খেলার ইনভেস্টর ঠিক করে দিচ্ছেন । ফুটবলাররা দাপট দেখাচ্ছে মাঠে । সাদা-কালো গ্যালারিতে তাই উপচে পড়া ভিড় । যেন আশির দশকের সোনালি বিকেল ।

কিশোরভারতী স্টেডিয়ামে কিবু ভিকুনার ডায়মন্ড হারবারকে 2-0 গোলে হারিয়ে দিল সাদা-কালো ব্রিগেড । গোলদাতা আঙ্গুসানা এবং ডেভিড । এই নিয়ে মিজো স্ট্রাইকারের গোলসংখ্যা 16 ম্যাচে 20 । এই জয়ের ফলে শেষ হাসি মহামেডান স্পোর্টিং হাসতে পারছে না কারণ ইস্টবেঙ্গলের নজির গড়ে জয় । তবে তারাও ট্রফি জয়ের দৌড়ে চিন্তামুক্ত নয় ।

খিদিরপুরকে 10-1 গোলে হারালেও ইমামি ইস্টবেঙ্গলকে ট্রফি তুলতে বিনো জর্জের ছেলেদের অনেক পারমুটেশন কম্বিনেশনের উপর নির্ভর করতে হবে । সেক্ষেত্রে কলকাতা লিগ চ্যাম্পিয়ন ট্রফি হাতে তোলা নির্ভর করবে মহামেডান-মোহনবাগান ম্যাচের ফলাফলের উপর । সেই ম্যাচে মহামেডান জিতে গেলে পরপর তিনবার কলকাতা লিগ নিজেদের ঘরে তুলে নেবে ।

অন্যদিকে ইস্টবেঙ্গলও যদি সম্মানের ডার্বি জিততে পারে তাহলে আরও আকর্ষণীয় হয়ে উঠবে খেতাব নির্ণায়ক হিসেবে । কারণ কলকাতা লিগের নিয়ম অনুসারে সেক্ষেত্রে কোন দল কত বেশি গোল দিয়েছে তা প্রথমে দেখা হবে । তাহলে সেক্ষেত্রে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল । নচেৎ ট্রফির দোরগোড়ায় মহামেডান স্পোর্টিং । পয়েন্ট তালিকায় চোখ বোলালে দেখা যাচ্ছে সুপার সিক্সে এই মুহূর্তে শীর্ষে রয়েছে মহামেডান স্পোর্টিং । লিগের 12 ম্যাচ ও সুপার সিক্সের চার ম্যাচ খেলে তাদের মোট পয়েন্ট 41 । দুই নম্বরে থাকা ইস্টবেঙ্গল লিগ পর্বে 12 ম্যাচের পর সুপার সিক্সে খেলেছে 2টি ম্যাচ । তারা দাঁড়িয়ে 33 পয়েন্টে । ডায়মন্ড হারবার এফসি সুপার সিক্সের 2টি ম্যাচ খেলেছে । তাদের পয়েন্ট 32 । ভবানীপুর সুপার সিক্সের 1টি ম্যাচ খেলে রয়েছে 27 পয়েন্টে । খিদিরপুরের পয়েন্ট 24 আর এখনও সুপার সিক্সের ম্যাচ না খেলা মোহনবাগান সুপার জায়েন্ট 24 পয়েন্টে রয়েছে । আগামী 29 সেপ্টেম্বর কল্যাণী স্টেডিয়ামে সুপার সিক্সের শেষ ম্যাচে মোহনবাগানের মুখোমুখি হবে মহামেডান ৷

সুপার সিক্সে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে । অর্থাৎ, মোহনবাগান সুপারজায়ান্ট বনাম মহামেডান স্পোর্টিংয়ের ম্যাচের পরেই লিগ খেতাবের ঠিকানা ঠিক হবে । অঙ্কের বিচারে মহামেডান এবং ইস্টবেঙ্গল শুধু নয়, চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে ডায়মন্ড হারবারের সামনেও । সেক্ষেত্রে গোল সংখ্যা বাড়ানোর দিকে জোর দিতে হবে । মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে, মহামেডানের বিরুদ্ধে 0-2 গোলে হার কিবু ভিকুনার দলের কাছে বড় ধাক্কা । অবস্থা সামাল দিতে বাকি সমস্ত ম্যাচ জিতলেই হবে না । তা বড় ব্যবধানে জিততে হবে ।

পাশাপাশি মোহনবাগান সুপারজায়ান্ট যদি মহামেডানকে হারিয়ে দেয় তাহলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের ঘরে ট্রফি ঢুকতে পারে। অন্যদিকে ইস্টবেঙ্গলের অঙ্ক সোজা কিন্তু কাজটা কঠিন। তাদের হারাতে হবে মোহনবাগান, ডায়মন্ডহারবার ও ভবানীপুরকে । অর্থাৎ, কড়া চ্যালেঞ্জ ও লড়াই হাড্ডাহাড্ডি । পাশাপাশি মিনি ডার্বির ফলাফলের দিকে নির্ভর করতে হবে । সবমিলিয়ে দুই প্রধান কলকাতা লিগে ফিরতে যে উন্মাদনা তৈরি হয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

বিদেশি ফুটবলার নেই। ভূমিপুত্র এবং ভিনরাজ্যের ফুটবলার নিয়ে দল গড়েছে অংশগ্রহণকারী সব দল। মোহনবাগান সুপারজায়ান্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের ফুটবলারদের দিয়ে খেলছে ৷ ইমামি ইস্টবেঙ্গলও তাই । ফলে নতুন প্রতিভার অন্বেষণ এবং তাদের ভালো খেলা দেখে যেভাবে লিগ জমে উঠেছে সেটাই আকর্ষণীয়।

আরও পড়ুন : বিষ্ণু-মহিতোষের জোড়া হ্যাটট্রিকে খিদিরপুকে 10 গোল লাল-হলুদের

মহামেডান স্পোর্টিংয়ের কোচের বক্তব্য

কলকাতা, 26 সেপ্টেম্বর: সময়টা দারুণ যাচ্ছে মহামেডান স্পোর্টিংয়ের । মধুর বদলার পাশাপাশি কলকাতা ফুটবল লিগ জয়ের হ্যাটট্রিকের আরও কাছে পৌঁছল তারা । মুখ্যমন্ত্রী আইএসএল খেলার ইনভেস্টর ঠিক করে দিচ্ছেন । ফুটবলাররা দাপট দেখাচ্ছে মাঠে । সাদা-কালো গ্যালারিতে তাই উপচে পড়া ভিড় । যেন আশির দশকের সোনালি বিকেল ।

কিশোরভারতী স্টেডিয়ামে কিবু ভিকুনার ডায়মন্ড হারবারকে 2-0 গোলে হারিয়ে দিল সাদা-কালো ব্রিগেড । গোলদাতা আঙ্গুসানা এবং ডেভিড । এই নিয়ে মিজো স্ট্রাইকারের গোলসংখ্যা 16 ম্যাচে 20 । এই জয়ের ফলে শেষ হাসি মহামেডান স্পোর্টিং হাসতে পারছে না কারণ ইস্টবেঙ্গলের নজির গড়ে জয় । তবে তারাও ট্রফি জয়ের দৌড়ে চিন্তামুক্ত নয় ।

খিদিরপুরকে 10-1 গোলে হারালেও ইমামি ইস্টবেঙ্গলকে ট্রফি তুলতে বিনো জর্জের ছেলেদের অনেক পারমুটেশন কম্বিনেশনের উপর নির্ভর করতে হবে । সেক্ষেত্রে কলকাতা লিগ চ্যাম্পিয়ন ট্রফি হাতে তোলা নির্ভর করবে মহামেডান-মোহনবাগান ম্যাচের ফলাফলের উপর । সেই ম্যাচে মহামেডান জিতে গেলে পরপর তিনবার কলকাতা লিগ নিজেদের ঘরে তুলে নেবে ।

অন্যদিকে ইস্টবেঙ্গলও যদি সম্মানের ডার্বি জিততে পারে তাহলে আরও আকর্ষণীয় হয়ে উঠবে খেতাব নির্ণায়ক হিসেবে । কারণ কলকাতা লিগের নিয়ম অনুসারে সেক্ষেত্রে কোন দল কত বেশি গোল দিয়েছে তা প্রথমে দেখা হবে । তাহলে সেক্ষেত্রে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল । নচেৎ ট্রফির দোরগোড়ায় মহামেডান স্পোর্টিং । পয়েন্ট তালিকায় চোখ বোলালে দেখা যাচ্ছে সুপার সিক্সে এই মুহূর্তে শীর্ষে রয়েছে মহামেডান স্পোর্টিং । লিগের 12 ম্যাচ ও সুপার সিক্সের চার ম্যাচ খেলে তাদের মোট পয়েন্ট 41 । দুই নম্বরে থাকা ইস্টবেঙ্গল লিগ পর্বে 12 ম্যাচের পর সুপার সিক্সে খেলেছে 2টি ম্যাচ । তারা দাঁড়িয়ে 33 পয়েন্টে । ডায়মন্ড হারবার এফসি সুপার সিক্সের 2টি ম্যাচ খেলেছে । তাদের পয়েন্ট 32 । ভবানীপুর সুপার সিক্সের 1টি ম্যাচ খেলে রয়েছে 27 পয়েন্টে । খিদিরপুরের পয়েন্ট 24 আর এখনও সুপার সিক্সের ম্যাচ না খেলা মোহনবাগান সুপার জায়েন্ট 24 পয়েন্টে রয়েছে । আগামী 29 সেপ্টেম্বর কল্যাণী স্টেডিয়ামে সুপার সিক্সের শেষ ম্যাচে মোহনবাগানের মুখোমুখি হবে মহামেডান ৷

সুপার সিক্সে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে । অর্থাৎ, মোহনবাগান সুপারজায়ান্ট বনাম মহামেডান স্পোর্টিংয়ের ম্যাচের পরেই লিগ খেতাবের ঠিকানা ঠিক হবে । অঙ্কের বিচারে মহামেডান এবং ইস্টবেঙ্গল শুধু নয়, চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে ডায়মন্ড হারবারের সামনেও । সেক্ষেত্রে গোল সংখ্যা বাড়ানোর দিকে জোর দিতে হবে । মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে, মহামেডানের বিরুদ্ধে 0-2 গোলে হার কিবু ভিকুনার দলের কাছে বড় ধাক্কা । অবস্থা সামাল দিতে বাকি সমস্ত ম্যাচ জিতলেই হবে না । তা বড় ব্যবধানে জিততে হবে ।

পাশাপাশি মোহনবাগান সুপারজায়ান্ট যদি মহামেডানকে হারিয়ে দেয় তাহলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের ঘরে ট্রফি ঢুকতে পারে। অন্যদিকে ইস্টবেঙ্গলের অঙ্ক সোজা কিন্তু কাজটা কঠিন। তাদের হারাতে হবে মোহনবাগান, ডায়মন্ডহারবার ও ভবানীপুরকে । অর্থাৎ, কড়া চ্যালেঞ্জ ও লড়াই হাড্ডাহাড্ডি । পাশাপাশি মিনি ডার্বির ফলাফলের দিকে নির্ভর করতে হবে । সবমিলিয়ে দুই প্রধান কলকাতা লিগে ফিরতে যে উন্মাদনা তৈরি হয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

বিদেশি ফুটবলার নেই। ভূমিপুত্র এবং ভিনরাজ্যের ফুটবলার নিয়ে দল গড়েছে অংশগ্রহণকারী সব দল। মোহনবাগান সুপারজায়ান্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের ফুটবলারদের দিয়ে খেলছে ৷ ইমামি ইস্টবেঙ্গলও তাই । ফলে নতুন প্রতিভার অন্বেষণ এবং তাদের ভালো খেলা দেখে যেভাবে লিগ জমে উঠেছে সেটাই আকর্ষণীয়।

আরও পড়ুন : বিষ্ণু-মহিতোষের জোড়া হ্যাটট্রিকে খিদিরপুকে 10 গোল লাল-হলুদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.