ETV Bharat / sports

করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে মিলখা সিং

করোনা আক্রান্ত হলেন মিলখা সিং ৷ তাঁর ছেলে এ কথা জানিয়েছেন ৷ বর্তমানে তিনি চণ্ডীগড়ের বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ৷

milkha-singh-tests-positive-for-covid-19
করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে মিলখা সিং
author img

By

Published : May 20, 2021, 4:52 PM IST

চণ্ডিগড়, 20 মে : করোনা আক্রান্ত হলেন কিংবদন্তী দৌড়বীর মিলখা সিং ৷ তাঁর ছেলে এই খবরটি নিশ্চিত করেছেন ৷ তিনি জানিয়েছেন, তাঁর বাবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তিনি এই মুহূর্তে চণ্ডীগড়ের বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ৷

আরও পড়ুন : চলতি বছরে ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজন করা বিপজ্জনক : হাসি

ফ্লাইং শিখ নামে খ্যাত ভারতের কিংবদন্তী দৌড়বীর মিলখা সিং একমাত্র ভারতীয় অ্যাথলিট যিনি এশিয়ান এবং কমনওয়েলথ গেমসে 400 মিটারের প্রতিযোগিতায় সোনা জিতেছেন ৷ 1958 এবং 1962 সালের এশিয়ান গেমসেও সোনা জিতেছেন তিনি ৷ এছাড়াও 1956 সালে মেলবোর্নে সামার অলিম্পিক, 1960 সালে রোমের সামার অলিম্পিক এবং 1964 সালে টোকিও সামার অলিম্পিকে অংশ নিয়েছিলেন মিলখা সিং ৷ তবে, করোনায় আক্রান্ত হলেও তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন ৷ চিকিৎসকদের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা যোগাযোগ রাখছেন ৷

চণ্ডিগড়, 20 মে : করোনা আক্রান্ত হলেন কিংবদন্তী দৌড়বীর মিলখা সিং ৷ তাঁর ছেলে এই খবরটি নিশ্চিত করেছেন ৷ তিনি জানিয়েছেন, তাঁর বাবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তিনি এই মুহূর্তে চণ্ডীগড়ের বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ৷

আরও পড়ুন : চলতি বছরে ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজন করা বিপজ্জনক : হাসি

ফ্লাইং শিখ নামে খ্যাত ভারতের কিংবদন্তী দৌড়বীর মিলখা সিং একমাত্র ভারতীয় অ্যাথলিট যিনি এশিয়ান এবং কমনওয়েলথ গেমসে 400 মিটারের প্রতিযোগিতায় সোনা জিতেছেন ৷ 1958 এবং 1962 সালের এশিয়ান গেমসেও সোনা জিতেছেন তিনি ৷ এছাড়াও 1956 সালে মেলবোর্নে সামার অলিম্পিক, 1960 সালে রোমের সামার অলিম্পিক এবং 1964 সালে টোকিও সামার অলিম্পিকে অংশ নিয়েছিলেন মিলখা সিং ৷ তবে, করোনায় আক্রান্ত হলেও তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন ৷ চিকিৎসকদের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা যোগাযোগ রাখছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.