ETV Bharat / sports

'এক গোল খেলে দু'গোল করতে হবে', চোট-কাঁটায় জর্জরিত বাগানকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ফেরান্দোর - রক্ষণের সাবলীল ভাব

Juan Ferrando on MBSG vs KBFC Match: রক্ষণের সাবলীল ভাব ফিরিয়ে আনতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট ৷ চোট সমস্যা কাটিয়ে কীভাবে কামব্যাক করতে তারা সেটাই দেখার ৷ তবে কোচ জুয়ান ফেরান্দোর মতে, জয়টাই একমাত্র লক্ষ্য ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 11:00 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর: রক্ষণের ফুটিফাটা সারিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াটাই লক্ষ্য জুয়ান ফেরান্দোর । মুম্বই সিটি এফসির পরে এফসি গোয়ার বিরুদ্ধে মর্মান্তিক পরাজয় মোহনবাগান সুপার জায়ান্টের ভারসাম্যটা টলিয়ে দিয়েছে । এতদিন কার্ড সমস্যা সঙ্গী ছিল তাঁর । এবার কার্ড সমস্যা এবং চোট সমস্যার যৌথ ধাক্কা সবুজ মেরুন ব্রিগেডের কঙ্কালসার চেহারা সামনে নিয়ে এসেছে । বিশেষ করে রক্ষণের ছবিটা এতটাই হতশ্রী যে উত্তর খুঁজতে ফেরান্দোকে কার্যত চুল ছিঁড়তে হচ্ছে ।

আনোয়ার আলির দীর্ঘকালীন চোট নিয়ে অস্বস্তি ছিল । এবার ব্রেন্ডন হ্যামিলের হ্যামস্ট্রিংয়ের চোট সেই অস্বস্তি আরও দ্বিগুণ করেছে । গোয়ার বিরুদ্ধে কার্ড সমস্যায় হেক্টর ইউস্তে না থাকায় নাস্তানবুদ হতে হয়েছে । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইউস্তের প্রত্যাবর্তন হলেও চোটে ছিটকে গিয়েছেন হ্যামিল । ফলে সমস্যা একই জায়গায় রয়ে গিয়েছে । এই অবস্থায় বাড়তি হিসেবে যোগ হয়েছে পরিবর্ত ফুটবলার না থাকা । চলতি আইএসএলের সবচেয়ে বড় বাজেটের দল মোহনবাগান সুপারজায়ান্ট । তাদের ডাগ আউটের এই ফুটিফাটা অবস্থা টিম ম্যানেজমেন্টের অদূরদর্শীতা প্রমাণ করে ।

মরশুমের শুরুতে যাঁদের ম্যানেজমেন্ট কুলোর বাতাস দিয়ে বিদায় করেছিল তারাই এখন সবুজ মেরুনের ত্রাতা । এফসি গোয়া ম্যাচের সেরা কার্ল ম্যাকহিউ বড় উদাহরণ । প্রীতম কোটাল সেই প্রাক্তনী যাঁকে না ছাড়লে হয়তো এখন ফেরান্দোকে চুল ছিঁড়তে হত না । মঙ্গলবার অনুশীলনে দেখা গেল হ্যামিল বাইরে বসে রয়েছেন । তার পাশে বসে সাহাল আব্দুল সামাদ । শাস্তির কবলে পড়ে 4 ম্যাচে নেই লিস্টন কোলাসো। ফলে মুম্বই সিটি এফসিকে হারিয়ে কলকাতায় পা দেওয়া কেরালা ব্লাস্টার্স যে বুধ সন্ধ্যায় পয়েন্ট টেবিলে অবস্থান জোরালো করতে মরিয়া হবে ধরে নেওয়া যায় ।

তবে কেরল শিবিরে একটি খারাপ খবর আড্রিয়ান লুনা নেই । যা জেনে কোচের পাশে বসে ইউস্তে জানিয়েছেন,"ফুটবলারদের চোট পাওয়া দেখতে ভালো লাগে না। লুনা ভালো ফুটবলার। আমাদের দলেও চোট আঘাত সমস্যা রয়েছে। পেশাদার ফুটবলে এই সমস্যাগুলো থাকবে । সেগুলো নিয়েই তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে হবে ।" প্রায় একই সঙ্গে যোগ করেন,"রক্ষণে বারবার সঙ্গী বদল হলে সমস্যা হয় । যখন আপনি পরস্পরের খেলা বোঝার চেষ্টা করছেন তখন এই ছিটকে যাওয়া সমস্যা তৈরি করে বৈকি । তবে ফুটবলে এই সমস্যা হয়ে থাকে । কোচ বলেছেন আমরা কয়েকটি বাজে সিদ্ধান্তের শিকার হয়েছি । তবে সেগুলো নিয়ে না ভেবে আমরা কতটা শক্তিশালী তা দেখানোর সময় এসেছে ।"

বর্তমান পরিস্থিতিতে দলের একমাত্র বিদেশির এই কথা নিশ্চিতভাবে অনুপ্রেরণা যোগায়। কিন্তু পুরো দলের শরীরি আচরণে তার প্রতিফলন নেই । এতদিন মোহনবাগান সুপারজায়ান্টের প্র্যাকটিসে যে মরিয়া ছবিটা ফুটে উঠত তা মঙ্গলবারের অনুশীলনে অনুপস্থিত । হারের হ্যাটট্রিকের সামনে দল । কয়েকদিন আগেও যে দলটিকে অশ্বমেধের ঘোড়া মনে হচ্ছিল তারাই এখন অদৃশ্য আতঙ্কে জুবুথুবু । কোচ জুয়ান ফেরান্দো বলেন,"আমার ওপরে বা আমাদের ওপরে কোনও চাপ নেই । আমার হাতে যারা আছে তাদের নিয়েই সেরা দল নামানোর চেষ্টা করব । প্রতিটি ম্যাচেই আমাদের যে দৃষ্টিভঙ্গি থাকে এই ম্যাচেও সেটাই থাকবে । আমরা তিন পয়েন্টের জন্য ঝাঁপাবো ।"

চোট আঘাত কার্ড সমস্যার মধ্যে ভালো খবর আশিষ রাই ফিরছেন । ফেরান্দো মেনে নিচ্ছেন প্রতিপক্ষ তাদের শেষ ম্যাচ জিতে থাকায় ভালো জায়গায় রয়েছে । দল হিসেবেও কেরালা যথেষ্ট ভালো । গোয়া ম্যাচের পরেই দলকে ঘুরে দাঁড় করানোর জন্য তৈরি করতে হয়েছে । তবে প্রতিপক্ষের গুণাগুণ বিশ্লেষন নিয়ে চিন্তার চেয়ে নিজের সেরা দল বেছে নেওয়া প্রধান কাজ সেটা ফেরান্দো স্বীকার করছেন । চলতি বছরে এটাই শেষ ম্যাচ মোহনবাগান সুপারজায়ান্টের । ফলেল অনুপ্রাণিত করতে ফেরান্দো বলেন, "ফুটবলে ভালো খারাপ দু'টোই থাকবে । আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি । এই মুহূর্তে মানসিকভাবে উদ্বুদ্ধ করাই বড় চ্যালেঞ্জ । আমি এই পরিস্থিতিতে আমার ফুটবলার,আমার দলের ওপর আস্থা রাখছি । বিপদে পড়লে লোকেরা কান্নাকাটি করে না,অজুহাত খোঁজে না । বরং সমাধানের পথ খোঁজে ।"

টানা হার,চোট আঘাত কার্ড সমস্যার মধ্যে সবুজ মেরুন ব্রিগেডের ভাবনায় গোল হজম করতে না হওয়া প্রাধান্য পাবে? প্রশ্ন শেষ করার আগেই ফেরান্দো বলেন,"আমাদের লক্ষ্য তিন পয়েন্ট । যদি এক গোল হজম করি তাহলে দুই গোল করতে হবে । দুই গোল হজম করলে তিন গোল করতে হবে । আমি গোল হজম করার চেয়েও জয়ের ব্যাপারে বেশি চিন্তা করছি । তার জন্য যা করতে হবে সেটাই করব । আমার কাছে গোলের সুযোগ তৈরি হচ্ছে কি না তা গুরুত্ব পায় । আমরা গোল হজম করেছি । তবে তা নিয়ে চিন্তা করার চেয়ে কিভাবে জয় আসবে সেটাই চিন্তা করছি । তার জন্য কোনও অজুহাত দিতে চাই না ।"

আরও পড়ুন:

  1. সাক্ষী বজরংয়ের পর ভিনেশ! খেলরত্ন অর্জুন ফেরাতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি কুস্তিগীরের
  2. ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনে সরকারি হস্তক্ষেপ', পাঁচবারের বিশ্বজয়ীদের সাসপেন্ডের হুঁশিয়ারি ফিফার
  3. ঘরের মাঠে দুর্গ রক্ষা লাল-হলুদের, গোলশূন্য শেষ হল ওড়িশা-ইস্টবেঙ্গল লড়াই

কলকাতা, 26 ডিসেম্বর: রক্ষণের ফুটিফাটা সারিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াটাই লক্ষ্য জুয়ান ফেরান্দোর । মুম্বই সিটি এফসির পরে এফসি গোয়ার বিরুদ্ধে মর্মান্তিক পরাজয় মোহনবাগান সুপার জায়ান্টের ভারসাম্যটা টলিয়ে দিয়েছে । এতদিন কার্ড সমস্যা সঙ্গী ছিল তাঁর । এবার কার্ড সমস্যা এবং চোট সমস্যার যৌথ ধাক্কা সবুজ মেরুন ব্রিগেডের কঙ্কালসার চেহারা সামনে নিয়ে এসেছে । বিশেষ করে রক্ষণের ছবিটা এতটাই হতশ্রী যে উত্তর খুঁজতে ফেরান্দোকে কার্যত চুল ছিঁড়তে হচ্ছে ।

আনোয়ার আলির দীর্ঘকালীন চোট নিয়ে অস্বস্তি ছিল । এবার ব্রেন্ডন হ্যামিলের হ্যামস্ট্রিংয়ের চোট সেই অস্বস্তি আরও দ্বিগুণ করেছে । গোয়ার বিরুদ্ধে কার্ড সমস্যায় হেক্টর ইউস্তে না থাকায় নাস্তানবুদ হতে হয়েছে । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইউস্তের প্রত্যাবর্তন হলেও চোটে ছিটকে গিয়েছেন হ্যামিল । ফলে সমস্যা একই জায়গায় রয়ে গিয়েছে । এই অবস্থায় বাড়তি হিসেবে যোগ হয়েছে পরিবর্ত ফুটবলার না থাকা । চলতি আইএসএলের সবচেয়ে বড় বাজেটের দল মোহনবাগান সুপারজায়ান্ট । তাদের ডাগ আউটের এই ফুটিফাটা অবস্থা টিম ম্যানেজমেন্টের অদূরদর্শীতা প্রমাণ করে ।

মরশুমের শুরুতে যাঁদের ম্যানেজমেন্ট কুলোর বাতাস দিয়ে বিদায় করেছিল তারাই এখন সবুজ মেরুনের ত্রাতা । এফসি গোয়া ম্যাচের সেরা কার্ল ম্যাকহিউ বড় উদাহরণ । প্রীতম কোটাল সেই প্রাক্তনী যাঁকে না ছাড়লে হয়তো এখন ফেরান্দোকে চুল ছিঁড়তে হত না । মঙ্গলবার অনুশীলনে দেখা গেল হ্যামিল বাইরে বসে রয়েছেন । তার পাশে বসে সাহাল আব্দুল সামাদ । শাস্তির কবলে পড়ে 4 ম্যাচে নেই লিস্টন কোলাসো। ফলে মুম্বই সিটি এফসিকে হারিয়ে কলকাতায় পা দেওয়া কেরালা ব্লাস্টার্স যে বুধ সন্ধ্যায় পয়েন্ট টেবিলে অবস্থান জোরালো করতে মরিয়া হবে ধরে নেওয়া যায় ।

তবে কেরল শিবিরে একটি খারাপ খবর আড্রিয়ান লুনা নেই । যা জেনে কোচের পাশে বসে ইউস্তে জানিয়েছেন,"ফুটবলারদের চোট পাওয়া দেখতে ভালো লাগে না। লুনা ভালো ফুটবলার। আমাদের দলেও চোট আঘাত সমস্যা রয়েছে। পেশাদার ফুটবলে এই সমস্যাগুলো থাকবে । সেগুলো নিয়েই তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে হবে ।" প্রায় একই সঙ্গে যোগ করেন,"রক্ষণে বারবার সঙ্গী বদল হলে সমস্যা হয় । যখন আপনি পরস্পরের খেলা বোঝার চেষ্টা করছেন তখন এই ছিটকে যাওয়া সমস্যা তৈরি করে বৈকি । তবে ফুটবলে এই সমস্যা হয়ে থাকে । কোচ বলেছেন আমরা কয়েকটি বাজে সিদ্ধান্তের শিকার হয়েছি । তবে সেগুলো নিয়ে না ভেবে আমরা কতটা শক্তিশালী তা দেখানোর সময় এসেছে ।"

বর্তমান পরিস্থিতিতে দলের একমাত্র বিদেশির এই কথা নিশ্চিতভাবে অনুপ্রেরণা যোগায়। কিন্তু পুরো দলের শরীরি আচরণে তার প্রতিফলন নেই । এতদিন মোহনবাগান সুপারজায়ান্টের প্র্যাকটিসে যে মরিয়া ছবিটা ফুটে উঠত তা মঙ্গলবারের অনুশীলনে অনুপস্থিত । হারের হ্যাটট্রিকের সামনে দল । কয়েকদিন আগেও যে দলটিকে অশ্বমেধের ঘোড়া মনে হচ্ছিল তারাই এখন অদৃশ্য আতঙ্কে জুবুথুবু । কোচ জুয়ান ফেরান্দো বলেন,"আমার ওপরে বা আমাদের ওপরে কোনও চাপ নেই । আমার হাতে যারা আছে তাদের নিয়েই সেরা দল নামানোর চেষ্টা করব । প্রতিটি ম্যাচেই আমাদের যে দৃষ্টিভঙ্গি থাকে এই ম্যাচেও সেটাই থাকবে । আমরা তিন পয়েন্টের জন্য ঝাঁপাবো ।"

চোট আঘাত কার্ড সমস্যার মধ্যে ভালো খবর আশিষ রাই ফিরছেন । ফেরান্দো মেনে নিচ্ছেন প্রতিপক্ষ তাদের শেষ ম্যাচ জিতে থাকায় ভালো জায়গায় রয়েছে । দল হিসেবেও কেরালা যথেষ্ট ভালো । গোয়া ম্যাচের পরেই দলকে ঘুরে দাঁড় করানোর জন্য তৈরি করতে হয়েছে । তবে প্রতিপক্ষের গুণাগুণ বিশ্লেষন নিয়ে চিন্তার চেয়ে নিজের সেরা দল বেছে নেওয়া প্রধান কাজ সেটা ফেরান্দো স্বীকার করছেন । চলতি বছরে এটাই শেষ ম্যাচ মোহনবাগান সুপারজায়ান্টের । ফলেল অনুপ্রাণিত করতে ফেরান্দো বলেন, "ফুটবলে ভালো খারাপ দু'টোই থাকবে । আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি । এই মুহূর্তে মানসিকভাবে উদ্বুদ্ধ করাই বড় চ্যালেঞ্জ । আমি এই পরিস্থিতিতে আমার ফুটবলার,আমার দলের ওপর আস্থা রাখছি । বিপদে পড়লে লোকেরা কান্নাকাটি করে না,অজুহাত খোঁজে না । বরং সমাধানের পথ খোঁজে ।"

টানা হার,চোট আঘাত কার্ড সমস্যার মধ্যে সবুজ মেরুন ব্রিগেডের ভাবনায় গোল হজম করতে না হওয়া প্রাধান্য পাবে? প্রশ্ন শেষ করার আগেই ফেরান্দো বলেন,"আমাদের লক্ষ্য তিন পয়েন্ট । যদি এক গোল হজম করি তাহলে দুই গোল করতে হবে । দুই গোল হজম করলে তিন গোল করতে হবে । আমি গোল হজম করার চেয়েও জয়ের ব্যাপারে বেশি চিন্তা করছি । তার জন্য যা করতে হবে সেটাই করব । আমার কাছে গোলের সুযোগ তৈরি হচ্ছে কি না তা গুরুত্ব পায় । আমরা গোল হজম করেছি । তবে তা নিয়ে চিন্তা করার চেয়ে কিভাবে জয় আসবে সেটাই চিন্তা করছি । তার জন্য কোনও অজুহাত দিতে চাই না ।"

আরও পড়ুন:

  1. সাক্ষী বজরংয়ের পর ভিনেশ! খেলরত্ন অর্জুন ফেরাতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি কুস্তিগীরের
  2. ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনে সরকারি হস্তক্ষেপ', পাঁচবারের বিশ্বজয়ীদের সাসপেন্ডের হুঁশিয়ারি ফিফার
  3. ঘরের মাঠে দুর্গ রক্ষা লাল-হলুদের, গোলশূন্য শেষ হল ওড়িশা-ইস্টবেঙ্গল লড়াই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.