ETV Bharat / sports

রাষ্ট্রপতির পার্টিতে যোগ দিয়ে কোয়ারান্টাইনের নিয়মভঙ্গ মেরি কমের

জর্ডনের আম্মন শহরে এশিয়া -ওশিয়ানিয়া অলিম্পিক যোগ্যতা নির্ণায়ক প্রতিযোগিতায় যোগ দিতে গিয়েছিলেন মেরি কম ৷ 13 মার্চ দেশে ফেরেন তিনি ৷ তারপরই 14 দিনের জন্য স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার কথা ছিল মেরির ৷ যদিও 18 মার্চ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে প্রাতরাশ পার্টিতে যোগ দেন তিনি ৷

author img

By

Published : Mar 21, 2020, 7:42 PM IST

দিল্লি, 21 মার্চ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা ঠিক করা কোয়ারান্টাইনের বিধি ভাঙার অভিযোগ উঠল ভারতীয় বক্সার মেরি কমের বিরুদ্ধে ৷ কোয়ারান্টাইনের জন্য নির্দিষ্ট 14 দিনের সময়সীমার আগেই রাষ্ট্রপতি আয়োজিত প্রাতরাশ পার্টিতে যোগ দেন তিনি৷ এমনই অভিযোগ রাজ্যসভার সাংসদ মেরি কমের বিরুদ্ধে ৷

জর্ডনের আম্মন শহরে এশিয়া -ওশিয়ানিয়া অলিম্পিক যোগ্যতা নির্ণায়ক প্রতিযোগিতায় যোগ দিতে গিয়েছিলেন তিনি ৷ 13 মার্চ দেশে ফেরেন তিনি ৷ তারপরই তাঁর 14 দিনের জন্য স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার কথা ছিল৷ যদিও 18 মার্চ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে প্রাতরাশ পার্টিতে যোগ দেন তিনি ৷

ভারতের রাষ্ট্রপতির অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে সেদিনের অনুষ্ঠানের চারটি ছবি প্রকাশ করা হয় ৷ সেখানেই একটি ছবিতে দেখা যায় মেরি কমকে ৷ একই পার্টিতে দেখা যায় BJP সাংসদ দুষ্যন্ত সিংকে ৷ যাঁকে সম্প্রতি কোরোনা আক্রান্ত বলিউড গায়িকা কণিকা কাপুরের সঙ্গে দেখা গিয়েছিল ৷ যদিও এখন তিনি স্বেচ্ছা আইসোলেশনে আছেন ৷

  • President Kovind hosted Members of Parliament from Uttar Pradesh and Rajasthan for breakfast at Rashtrapati Bhavan this morning. pic.twitter.com/Rou6GLrSHH

    — President of India (@rashtrapatibhvn) March 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বক্সিং কোচ সান্তিয়াগো নেইভা শুক্রবার বলেন, ‘‘ জর্ডনে প্রতিযোগিতায় অংশগ্রহনণকারী সমস্ত বক্সারকে আবশ্যিক 14 দিনের জন্য কোয়ারান্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ আমরা প্রথম দিন এটা 10 দিন করার পরিকল্পনা করেছিলাম ৷ কিন্তু পরে এটা 14 দিন করা হয় ৷ যদি এর মধ্যে এই সমস্যার সমাধান না হয় তাহলে দিনক্ষণ আরও বাড়ানো হতে পারে ৷’’

যদিও বক্সার মেরি কম স্বীকার করে নেন যে তিনি রাষ্ট্রপতির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ একটি বিবৃতিতে মেরির দাবি, ‘‘জর্ডন থেকে ফেরার পর বাড়িতেই ছিলাম ৷ আমি শুধুমাত্র রাষ্ট্রপতির ইভেন্টে যোগ দিই ৷ কিন্তু দুষ্যন্ত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ হয়নি ৷ জর্ডন থেকে ফেরার পর আমার কোয়ারান্টাইনের সময়সীমা শেষ, তবু আমি আরও 3-4 দিন বাড়িতেই থাকব ৷’’

দিল্লি, 21 মার্চ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা ঠিক করা কোয়ারান্টাইনের বিধি ভাঙার অভিযোগ উঠল ভারতীয় বক্সার মেরি কমের বিরুদ্ধে ৷ কোয়ারান্টাইনের জন্য নির্দিষ্ট 14 দিনের সময়সীমার আগেই রাষ্ট্রপতি আয়োজিত প্রাতরাশ পার্টিতে যোগ দেন তিনি৷ এমনই অভিযোগ রাজ্যসভার সাংসদ মেরি কমের বিরুদ্ধে ৷

জর্ডনের আম্মন শহরে এশিয়া -ওশিয়ানিয়া অলিম্পিক যোগ্যতা নির্ণায়ক প্রতিযোগিতায় যোগ দিতে গিয়েছিলেন তিনি ৷ 13 মার্চ দেশে ফেরেন তিনি ৷ তারপরই তাঁর 14 দিনের জন্য স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার কথা ছিল৷ যদিও 18 মার্চ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে প্রাতরাশ পার্টিতে যোগ দেন তিনি ৷

ভারতের রাষ্ট্রপতির অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে সেদিনের অনুষ্ঠানের চারটি ছবি প্রকাশ করা হয় ৷ সেখানেই একটি ছবিতে দেখা যায় মেরি কমকে ৷ একই পার্টিতে দেখা যায় BJP সাংসদ দুষ্যন্ত সিংকে ৷ যাঁকে সম্প্রতি কোরোনা আক্রান্ত বলিউড গায়িকা কণিকা কাপুরের সঙ্গে দেখা গিয়েছিল ৷ যদিও এখন তিনি স্বেচ্ছা আইসোলেশনে আছেন ৷

  • President Kovind hosted Members of Parliament from Uttar Pradesh and Rajasthan for breakfast at Rashtrapati Bhavan this morning. pic.twitter.com/Rou6GLrSHH

    — President of India (@rashtrapatibhvn) March 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বক্সিং কোচ সান্তিয়াগো নেইভা শুক্রবার বলেন, ‘‘ জর্ডনে প্রতিযোগিতায় অংশগ্রহনণকারী সমস্ত বক্সারকে আবশ্যিক 14 দিনের জন্য কোয়ারান্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ আমরা প্রথম দিন এটা 10 দিন করার পরিকল্পনা করেছিলাম ৷ কিন্তু পরে এটা 14 দিন করা হয় ৷ যদি এর মধ্যে এই সমস্যার সমাধান না হয় তাহলে দিনক্ষণ আরও বাড়ানো হতে পারে ৷’’

যদিও বক্সার মেরি কম স্বীকার করে নেন যে তিনি রাষ্ট্রপতির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ একটি বিবৃতিতে মেরির দাবি, ‘‘জর্ডন থেকে ফেরার পর বাড়িতেই ছিলাম ৷ আমি শুধুমাত্র রাষ্ট্রপতির ইভেন্টে যোগ দিই ৷ কিন্তু দুষ্যন্ত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ হয়নি ৷ জর্ডন থেকে ফেরার পর আমার কোয়ারান্টাইনের সময়সীমা শেষ, তবু আমি আরও 3-4 দিন বাড়িতেই থাকব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.