ETV Bharat / sports

Maria Sharapova: পুত্রসন্তানের মা হলেন মারিয়া শারাপোভা, নাম রাখলেন থিওডর

এপ্রিল মাসে গর্ভবতী হওয়ার খবর দিয়েছিলেন ৷ এ বার শোনালেন মা হওয়ার খবর ৷ মারিয়া শারাপোভা, তাঁর এবং আলেকজান্ডার গিলকেসের সন্তান হওয়ার খবর জানিয়েছে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন (Maria Sharapova Gives Birth To A Baby Boy Named Theodore) ৷

Maria Sharapova Gives Birth To A Baby Boy Named Theodore
Maria Sharapova Gives Birth To A Baby Boy Named Theodore
author img

By

Published : Jul 16, 2022, 12:51 PM IST

Updated : Jul 16, 2022, 2:19 PM IST

মস্কো, 16 জুলাই: পুত্রসন্তানের মা হলেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা (Maria Sharapova Gives Birth To A Baby Boy Named Theodore) ৷ গত 1 জুলাই তাঁর এবং ব্রিটিশ শিল্পপতি আলেকজান্ডার গিলকেসের (Alexander Gilkes) সন্তানের জন্ম হয় ৷ দম্পতি ছেলের নাম রেখেছেন থিওডর ৷ বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা এদিন তাঁর ইনস্টাগ্রামে সন্তান এবং স্বামী আলেকজান্ডারের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই খবর প্রকাশ্যে আনেন ৷

ইনস্টাগ্রামে শারাপোভা লেখেন, ‘‘আমাদের ছোট পরিবারের সবচেয়ে সুন্দর, চ্যালেঞ্জিং, এবং পুরস্কারস্বরূপ উপহার ৷’’ ছবির ক্যাপশেনে রোমান হরফে তাঁদের সন্তান থিওডরের জন্মের তারিখ লিখেছেন মারিয়া ৷ প্রসঙ্গত, করোনা অতিমারীর মধ্যেই 2020 সালে মারিয়া শারাপোভা ব্রিটিশ শিল্পপতি আকেজান্ডার গিলকেসের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন, বাগদানের ছবি প্রকাশ করে ৷ এর পর 2022 এর এপ্রিলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান প্রাক্তন রাশিয়ান টেনিস তারকা ৷

আরও পড়ুন: Saga of LaliTa: ‘রূপ কি রানি...!’ বলিউড-ক্রিকেটের অন্য-প্রেম

মারিয়া শারাপোভা সেই সব হাতেগোনা টেনিস তারকাদের মধ্যে একজন, যিনি টেনিসের চারটি ঐতিহ্যশালী গ্র্যান্ডস্ল্যামই জিতেছেন ৷ কেরিয়ারে মোট পাঁচটি গ্র্যান্ডস্ল্যাম তাঁর নামে রয়েছে ৷ 2004 সালে মাত্র 17 বছর বয়সে উম্বলডন জয় দিয়ে সূচনা করেছিলেন ৷ এর পর 2006 সালে যুক্তরাষ্ট্র ওপেন, 2008 সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং 2012 ও 2014 সালে ফ্রেঞ্চ ওপেন জেতেন শারাপোভা ৷ 2020 সালে 26 ফেব্রুয়ারি তিনি টেনিস ব়্যাকেট তুলে রাখার কথা ঘোষণা করেন ৷

মস্কো, 16 জুলাই: পুত্রসন্তানের মা হলেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা (Maria Sharapova Gives Birth To A Baby Boy Named Theodore) ৷ গত 1 জুলাই তাঁর এবং ব্রিটিশ শিল্পপতি আলেকজান্ডার গিলকেসের (Alexander Gilkes) সন্তানের জন্ম হয় ৷ দম্পতি ছেলের নাম রেখেছেন থিওডর ৷ বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা এদিন তাঁর ইনস্টাগ্রামে সন্তান এবং স্বামী আলেকজান্ডারের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই খবর প্রকাশ্যে আনেন ৷

ইনস্টাগ্রামে শারাপোভা লেখেন, ‘‘আমাদের ছোট পরিবারের সবচেয়ে সুন্দর, চ্যালেঞ্জিং, এবং পুরস্কারস্বরূপ উপহার ৷’’ ছবির ক্যাপশেনে রোমান হরফে তাঁদের সন্তান থিওডরের জন্মের তারিখ লিখেছেন মারিয়া ৷ প্রসঙ্গত, করোনা অতিমারীর মধ্যেই 2020 সালে মারিয়া শারাপোভা ব্রিটিশ শিল্পপতি আকেজান্ডার গিলকেসের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন, বাগদানের ছবি প্রকাশ করে ৷ এর পর 2022 এর এপ্রিলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান প্রাক্তন রাশিয়ান টেনিস তারকা ৷

আরও পড়ুন: Saga of LaliTa: ‘রূপ কি রানি...!’ বলিউড-ক্রিকেটের অন্য-প্রেম

মারিয়া শারাপোভা সেই সব হাতেগোনা টেনিস তারকাদের মধ্যে একজন, যিনি টেনিসের চারটি ঐতিহ্যশালী গ্র্যান্ডস্ল্যামই জিতেছেন ৷ কেরিয়ারে মোট পাঁচটি গ্র্যান্ডস্ল্যাম তাঁর নামে রয়েছে ৷ 2004 সালে মাত্র 17 বছর বয়সে উম্বলডন জয় দিয়ে সূচনা করেছিলেন ৷ এর পর 2006 সালে যুক্তরাষ্ট্র ওপেন, 2008 সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং 2012 ও 2014 সালে ফ্রেঞ্চ ওপেন জেতেন শারাপোভা ৷ 2020 সালে 26 ফেব্রুয়ারি তিনি টেনিস ব়্যাকেট তুলে রাখার কথা ঘোষণা করেন ৷

Last Updated : Jul 16, 2022, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.