ETV Bharat / sports

Man Utd Footballer Arrest : ধর্ষণের অভিযোগে গ্রেফতার ম্যাঞ্চেস্টার ইউনাউটেডের তারকা ফুটবলার - ম্যাঞ্চেস্টার ইউনাউটেডের তারকা খেলোয়াড়

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত অনুশীলন বা ম্যাচে নামতে পারবেন না ম্যাসন গ্রিনউড । কারণ, কোনওরকম হিংসাকে প্রশ্রয় দেয় না ক্লাব (Manchester United suspend Mason Greenwood) ৷

Man Utd Footballer Arrest
ধর্ষণের অভিযোগে গ্রেফতার রেড ডেভিসদের তারকা খেলোয়াড়
author img

By

Published : Jan 31, 2022, 10:34 AM IST

ম্যাঞ্চেস্টার, 31 জানুয়ারি : বান্ধবীকে ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগে গ্রেফতার ম্যান ইউ-য়ের তারকা ফুটবলার ম্যাসন গ্রিনউড ৷ তাঁর বান্ধবী হ্যারিয়েট রবসন সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে অভিযোগ তোলার পরেই রেড ডেভিলসের এই উঠতি তারকাকে গ্রেফতার করে পুলিশ (Greenwood arrested over rape claim) ৷

গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ জানিয়েছে, ‘‘এক মহিলার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি এবং ভিডিওর ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷’’ গ্রিনউডের নাম সরাসরি উল্লেখ না করলেও ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘20 বছর বয়সি এক ব্যক্তিকে ধর্ষণ ও নির্যাতনের সন্দেহে গ্রেফতার করা হয়েছে । তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে ।’’

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত অনুশীলন বা ম্যাচে নামতে পারবেন না তিনি । কারণ, কোনওরকম হিংসাকে প্রশ্রয় দেয় না ক্লাব (Manchester United suspend Mason Greenwood) ৷

  • Sick, vile and unacceptable are only a few words to describe Mason Greenwood’s actions here. Harriet is so brave to come out with this. Man U should revoke his contract immediately. Disgusting behaviour. He should never kick a ball again. pic.twitter.com/Bz5cbUWZlg

    — BenDonnelly (@BenDon779) January 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Man United vs Liverpool : সালাহর হ্যাটট্রিকে ঘরের মাঠে লজ্জার রাত রোনাল্ডোদের

বেন ডন্নেল্লি নামের এক মহিলা একটি ভিডিও পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘‘এখানে ম্যাসন গ্রিনউডের ক্রিয়াকলাপের বর্ণনা করা হল ৷ ও অসুস্থ, জঘন্য এবং অগ্রহণযোগ্য । হ্যারিয়েট অসামান্য সাহসী বলে এই ঘটনা প্রকাশ্যে নিয়ে এসেছে ৷ অবিলম্বে ম্যান ইউ-য়ের তাঁর (পড়ুন গ্রিনউডের) চুক্তি প্রত্যাহার করা উচিত ৷ ওকে আর কখনও মাঠে নামতে দেওয়াও উচিত নয় ।’’ ওই ভিডিওতে দেখা যাচ্ছে হ্যারিয়েটের চোখে, ঠোঁটে একাধিক আঘাতের চিহ্ন ৷ একইসঙ্গে ভাইরাল হয়েছে একটি অডিও'ও ৷ যেখানে এক যুবককে জোর করে শারিরীক সম্পর্কে লিপ্ত হতে শোনা যাচ্ছে ৷ দাবি করা হচ্ছে, ওই গলাটি গ্রিনউডের ৷

2018 থেকে ম্যান ইউ-য়ের সিনিয়র দলে খেলছেন গ্রিনউড ৷ 83টি ম্যাচে 22টি গোলও রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থের ৷

ম্যাঞ্চেস্টার, 31 জানুয়ারি : বান্ধবীকে ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগে গ্রেফতার ম্যান ইউ-য়ের তারকা ফুটবলার ম্যাসন গ্রিনউড ৷ তাঁর বান্ধবী হ্যারিয়েট রবসন সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে অভিযোগ তোলার পরেই রেড ডেভিলসের এই উঠতি তারকাকে গ্রেফতার করে পুলিশ (Greenwood arrested over rape claim) ৷

গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ জানিয়েছে, ‘‘এক মহিলার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি এবং ভিডিওর ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷’’ গ্রিনউডের নাম সরাসরি উল্লেখ না করলেও ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘20 বছর বয়সি এক ব্যক্তিকে ধর্ষণ ও নির্যাতনের সন্দেহে গ্রেফতার করা হয়েছে । তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে ।’’

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত অনুশীলন বা ম্যাচে নামতে পারবেন না তিনি । কারণ, কোনওরকম হিংসাকে প্রশ্রয় দেয় না ক্লাব (Manchester United suspend Mason Greenwood) ৷

  • Sick, vile and unacceptable are only a few words to describe Mason Greenwood’s actions here. Harriet is so brave to come out with this. Man U should revoke his contract immediately. Disgusting behaviour. He should never kick a ball again. pic.twitter.com/Bz5cbUWZlg

    — BenDonnelly (@BenDon779) January 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Man United vs Liverpool : সালাহর হ্যাটট্রিকে ঘরের মাঠে লজ্জার রাত রোনাল্ডোদের

বেন ডন্নেল্লি নামের এক মহিলা একটি ভিডিও পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘‘এখানে ম্যাসন গ্রিনউডের ক্রিয়াকলাপের বর্ণনা করা হল ৷ ও অসুস্থ, জঘন্য এবং অগ্রহণযোগ্য । হ্যারিয়েট অসামান্য সাহসী বলে এই ঘটনা প্রকাশ্যে নিয়ে এসেছে ৷ অবিলম্বে ম্যান ইউ-য়ের তাঁর (পড়ুন গ্রিনউডের) চুক্তি প্রত্যাহার করা উচিত ৷ ওকে আর কখনও মাঠে নামতে দেওয়াও উচিত নয় ।’’ ওই ভিডিওতে দেখা যাচ্ছে হ্যারিয়েটের চোখে, ঠোঁটে একাধিক আঘাতের চিহ্ন ৷ একইসঙ্গে ভাইরাল হয়েছে একটি অডিও'ও ৷ যেখানে এক যুবককে জোর করে শারিরীক সম্পর্কে লিপ্ত হতে শোনা যাচ্ছে ৷ দাবি করা হচ্ছে, ওই গলাটি গ্রিনউডের ৷

2018 থেকে ম্যান ইউ-য়ের সিনিয়র দলে খেলছেন গ্রিনউড ৷ 83টি ম্যাচে 22টি গোলও রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থের ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.