ETV Bharat / sports

Mohun Bagan: নয়া মোহনবাগান তাঁবু উদ্বোধনে মুখ্যমন্ত্রী, আমন্ত্রণ পেয়েও নেই সঞ্জীব গোয়েঙ্কা - নয়া মোহনবাগান তাবু উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভর সন্ধ্যায় মোহনবাগান ক্লাবে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । উদ্দেশ্য মোহনবাগানের নবনির্মিত ক্লাব তাবু উদ্বোধন উপলক্ষ্যে 10 অগস্টের অনুষ্ঠানের ব্যবস্থাপনা খতিয়ে দেখা (Mohun Bagan)। সেই অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

Mohun Bagan News
নয়া মোহনবাগান তাবু উদ্বোধনে মুখ্যমন্ত্রী
author img

By

Published : Aug 9, 2022, 1:16 PM IST

কলকাতা, 9 অগস্ট: ভর সন্ধ্যায় মোহনবাগান ক্লাবে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Mohun Bagan)। উদ্দেশ্য মোহনবাগানের নবনির্মিত ক্লাব তাঁবু উদ্বোধন উপলক্ষ্যে 10 অগস্টের অনুষ্ঠানের ব্যবস্থাপনা খতিয়ে দেখা । সেই অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিকেল সাড়ে তিনটের সময় উদ্বোধন হবে ।

সেজে উঠছে মোহনবাগান তাঁবু । 29 জুলাইয়ের পরে ফের উৎসবের আবহ গঙ্গাপাড়ের সবুজ মেরুন ক্লাবে । তবে এই অনুষ্ঠানে আমন্ত্রণ পত্র পাঠানো হলেও উপস্থিত থাকবেন না এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ।

উৎসবের আবহের পাশাপাশি অনুশীলনে ব্যস্ত মোহনবাগান । নৈহাটিতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার পরে সোমবার অনুশীলনে সবুজ-মেরুন । জনি কাউকো প্র্যাকটিসেও একই রকম উজ্জ্বল । কোচ জুয়ান ফেরান্দো এদিন ফ্লোরেন্টিন পোগবা এবং সদ্য যোগ দেওয়া ব্র্যান্ডন হামিলকে রেখে দলকে অনুশীলন করালেন ।

আরও পড়ুন: কৃষ্ণা-উইলিয়ামস জুটিতে কলিঙ্গ জয়ের ছক এটিকে মোহনবাগানের

দিন গড়ানোর সঙ্গে ফ্লোরেন্টিন অনেক বেশি উজ্জ্বল । তুলনায় ব্র্যান্ডন হামিল অনেক জড়সড় । প্র্যাকটিসে মূলত সঠিক পাসের ওপর জোর দেন সবুজ-মেরুনের হেডস্যর । সামনেই ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ । তারপর এএফসি কাপের সেমিফাইনাল এবং আইএসএল । শেষের দুটো টুর্নামেন্টই পাখির চোখ লিস্টন কোলাসো,জনি কাউকো, হুগো বুমোসদের । তাই অনুশীলনের প্রথম দিন থেকেই কোনও খামতি রাখতে রাজি নন জুয়ান ফেরান্দো ।

কলকাতা, 9 অগস্ট: ভর সন্ধ্যায় মোহনবাগান ক্লাবে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Mohun Bagan)। উদ্দেশ্য মোহনবাগানের নবনির্মিত ক্লাব তাঁবু উদ্বোধন উপলক্ষ্যে 10 অগস্টের অনুষ্ঠানের ব্যবস্থাপনা খতিয়ে দেখা । সেই অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিকেল সাড়ে তিনটের সময় উদ্বোধন হবে ।

সেজে উঠছে মোহনবাগান তাঁবু । 29 জুলাইয়ের পরে ফের উৎসবের আবহ গঙ্গাপাড়ের সবুজ মেরুন ক্লাবে । তবে এই অনুষ্ঠানে আমন্ত্রণ পত্র পাঠানো হলেও উপস্থিত থাকবেন না এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ।

উৎসবের আবহের পাশাপাশি অনুশীলনে ব্যস্ত মোহনবাগান । নৈহাটিতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার পরে সোমবার অনুশীলনে সবুজ-মেরুন । জনি কাউকো প্র্যাকটিসেও একই রকম উজ্জ্বল । কোচ জুয়ান ফেরান্দো এদিন ফ্লোরেন্টিন পোগবা এবং সদ্য যোগ দেওয়া ব্র্যান্ডন হামিলকে রেখে দলকে অনুশীলন করালেন ।

আরও পড়ুন: কৃষ্ণা-উইলিয়ামস জুটিতে কলিঙ্গ জয়ের ছক এটিকে মোহনবাগানের

দিন গড়ানোর সঙ্গে ফ্লোরেন্টিন অনেক বেশি উজ্জ্বল । তুলনায় ব্র্যান্ডন হামিল অনেক জড়সড় । প্র্যাকটিসে মূলত সঠিক পাসের ওপর জোর দেন সবুজ-মেরুনের হেডস্যর । সামনেই ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ । তারপর এএফসি কাপের সেমিফাইনাল এবং আইএসএল । শেষের দুটো টুর্নামেন্টই পাখির চোখ লিস্টন কোলাসো,জনি কাউকো, হুগো বুমোসদের । তাই অনুশীলনের প্রথম দিন থেকেই কোনও খামতি রাখতে রাজি নন জুয়ান ফেরান্দো ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.