ETV Bharat / sports

EPL 2021-22 : সাউদাম্পটনকে হারিয়ে খেতাবি লড়াই শেষ দিন পর্যন্ত জিইয়ে রাখল লিভারপুল - Man City will play against Aston Villa on final day

রবিবার লিগের শেষ ম্যাচে 90 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পেপ গুয়ার্দিয়োলার সিটি খেলবে অ্যাস্ট ভিলার বিরুদ্ধে (Man City will play against Aston Villa on final day) ৷ একইসময়ে 89 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান করা লিভারপুল মুখোমুখি হবে উলভসের ৷

EPL 2021 22 News
সাউদাম্পটনকে হারিয়ে খেতাবি লড়াই শেষ দিন পর্যন্ত জিইয়ে রাখল লিভারপুল
author img

By

Published : May 18, 2022, 8:49 AM IST

লন্ডন, 18 মে : সাউদাম্পটনের ঘরের মাঠে লিভারপুল কোনওভাবে পা-হড়কালে মঙ্গলবারই খেতাব উঠে যেত ম্যান সিটির হাতে ৷ কিন্তু এফএ কাপ জয়ের রেশ ধরে এদিন সাউদাম্পটনকে হারিয়ে প্রিমিয়র লিগের খেতাবি লড়াই লিগের শেষদিন পর্যন্ত জিইয়ে রাখল 'দ্য রেডস' (Liverpool beat Southampton to take title race to final day) ৷ পিছিয়ে পড়েও এদিন সাউদাম্পটনকে 2-1 গোলে হারাল জুর্গেন ক্লপের ছেলেরা (Liverpool beat Southampton by 2-1) ৷ একইসঙ্গে চলতি মরসুমে ঐতিহাসিক 'চতুর্মুকুট' জয়ের সম্ভাবনা জারি রইল তাদের ৷

পয়েন্ট হারালে খেতাব জয়ের সম্ভাবনা শেষ ৷ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দাঁড়িয়েও মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে রিজার্ভ দলে আস্থা রেখেছিলেন ক্লপ ৷ ম্যাচের 13 মিনিটে ন্যাথান রেডমন্ডের গোলে পিছিয়েও পড়ে লিভারপুল ৷ তবে 27 মিনিটে তাকুমি মিনোমিনোর গোলে জোরাল প্রত্যাবর্তন করে ক্লপের দল ৷

দ্বিতীয়ার্ধে জোয়েল মাটিপের গোলে ট্রফি জয়ের সম্ভাবনা জিইয়ে রাখে 19 বারের চ্যাম্পিয়নরা ৷ রবিবার লিগের শেষ ম্যাচে 90 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পেপ গুয়ার্দিয়োলার সিটি খেলবে অ্যাস্ট ভিলার বিরুদ্ধে (Man City will play against Aston Villa on final day) ৷ একইসময়ে 89 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান করা লিভারপুল মুখোমুখি হবে উলভসের (Liverpool will take on Wolves on Sunday) ৷

আরও পড়ুন : খামতি সামলে জয়ের খোঁজে ফেরান্দো

অর্থাৎ, শেষ ম্যাচে ভিলার বিরুদ্ধে ড্র করলেই খেতাব ধরে রাখবে 'স্কাই ব্লুজ' ৷ পক্ষান্তরে তিন মরসুমে দ্বিতীয়বারের জন্য প্রিমিয়র লিগ খেতাব ঘরে তুলতে লিভারপুলকে কেবল জিতলেই হবে না, ভিলার বিরুদ্ধে সিটির হারের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে ৷

লন্ডন, 18 মে : সাউদাম্পটনের ঘরের মাঠে লিভারপুল কোনওভাবে পা-হড়কালে মঙ্গলবারই খেতাব উঠে যেত ম্যান সিটির হাতে ৷ কিন্তু এফএ কাপ জয়ের রেশ ধরে এদিন সাউদাম্পটনকে হারিয়ে প্রিমিয়র লিগের খেতাবি লড়াই লিগের শেষদিন পর্যন্ত জিইয়ে রাখল 'দ্য রেডস' (Liverpool beat Southampton to take title race to final day) ৷ পিছিয়ে পড়েও এদিন সাউদাম্পটনকে 2-1 গোলে হারাল জুর্গেন ক্লপের ছেলেরা (Liverpool beat Southampton by 2-1) ৷ একইসঙ্গে চলতি মরসুমে ঐতিহাসিক 'চতুর্মুকুট' জয়ের সম্ভাবনা জারি রইল তাদের ৷

পয়েন্ট হারালে খেতাব জয়ের সম্ভাবনা শেষ ৷ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দাঁড়িয়েও মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে রিজার্ভ দলে আস্থা রেখেছিলেন ক্লপ ৷ ম্যাচের 13 মিনিটে ন্যাথান রেডমন্ডের গোলে পিছিয়েও পড়ে লিভারপুল ৷ তবে 27 মিনিটে তাকুমি মিনোমিনোর গোলে জোরাল প্রত্যাবর্তন করে ক্লপের দল ৷

দ্বিতীয়ার্ধে জোয়েল মাটিপের গোলে ট্রফি জয়ের সম্ভাবনা জিইয়ে রাখে 19 বারের চ্যাম্পিয়নরা ৷ রবিবার লিগের শেষ ম্যাচে 90 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পেপ গুয়ার্দিয়োলার সিটি খেলবে অ্যাস্ট ভিলার বিরুদ্ধে (Man City will play against Aston Villa on final day) ৷ একইসময়ে 89 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান করা লিভারপুল মুখোমুখি হবে উলভসের (Liverpool will take on Wolves on Sunday) ৷

আরও পড়ুন : খামতি সামলে জয়ের খোঁজে ফেরান্দো

অর্থাৎ, শেষ ম্যাচে ভিলার বিরুদ্ধে ড্র করলেই খেতাব ধরে রাখবে 'স্কাই ব্লুজ' ৷ পক্ষান্তরে তিন মরসুমে দ্বিতীয়বারের জন্য প্রিমিয়র লিগ খেতাব ঘরে তুলতে লিভারপুলকে কেবল জিতলেই হবে না, ভিলার বিরুদ্ধে সিটির হারের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.