ETV Bharat / sports

FIFA World Cup 2022: বিশ্বকাপ ফাইনালে দল, সমালোচকদের জবাব ‘অ্যাক্সিডেন্টাল কোচ’ স্কালোনির - লিওনেল মেসি

আর্জেন্তিনাকে বিশ্বকাপ ফাইনালে (FIFA World Cup 2022) তুলেছেন লিওনেল স্কালোনি ৷ আর্জেন্তাইন জাতীয় দলের কোচের এটাই তাঁর সমালোচকদের প্রতি জবাব হয়ে থাকল (Lionel Scaloni Answers Critics With Argentinas World Cup Final Run) ৷

Lionel Scaloni Answers Critics With Argentinas World Cup Final Run ETV BHARAT
Lionel Scaloni in Semifinal Match Against Croatia
author img

By

Published : Dec 18, 2022, 1:55 PM IST

দোহা, 18 ডিসেম্বর: 2018 সালে রাউন্ড 16-এর ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল আর্জেন্তিনা ৷ সেই হারের পর লিওনেল স্কালোনি (Lionel Scaloni)-কে আর্জেন্তিনা দলের কোচের দায়িত্বে নিয়ে আসা হয় ৷ সেই সময় দিগ্গজ ফুটবল বিশেষজ্ঞ এমনকি বহু প্রাক্তন ফুটবলার আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের সমালোচনা করেছিলেন ৷ লিওনেল স্কালোনিকে সেই সময় অযোগ্য বলা হয়েছিল ৷ বহুক্ষেত্রে তাঁকে ‘অ্যাক্সিডেন্টাল কোচ’ (Accidental Coach) বলেও উল্লেখ করা হয় ৷ এমনও বলা হয়েছিল, ক্লাব স্তরে কোচিং করার অভিজ্ঞতা নেই এমন একজন কীভাবে আর্জেন্তিনার মতো দেশের জাতীয় দলের কোচ হন ? যেখানে বিশ্বের অন্যতম সেরা মহাতারকা ফুটবলারকে সামলাতে হবে তাঁকে ৷

ব্যাক টু ফিফা বিশ্বকাপ 2022 (FIFA World Cup 2022) ৷ 4 বছর পর সেই ‘অ্যাক্সিডেন্টাল কোচ’ তথা অযোগ্য কোচের নেতৃত্বে আরও একটি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনা ৷ লিওনেল মেসি (Lionel Messi)-কে কেন্দ্র করে প্রতিটি ম্যাচের ঘুঁটি সাজিয়ে আরেক লিওনেল তাঁর দেশকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন ৷ লিও মেসিকে সামলে নয়, তাঁকে সঙ্গে নিয়ে পরিকল্পনা তৈরি করে আজ আর্জেন্তিনার মতো দেশের জাতীয় দলকে ফাইনালে তুলেছেন লিও স্কালোনি (Lionel Scaloni Answers Critics With Argentinas World Cup Final Run) ৷ যাঁর কোনও ক্লাব স্তরে কোচিংয়ের অভিজ্ঞতা নেই ৷ কিন্তু, একটা কোপা আমেরিকা জেতার রেকর্ড তাঁর কোচিং সিভিতে আগেই জুড়ে গিয়েছিল ৷

Lionel Scaloni Answers Critics With Argentinas World Cup Final Run
ফাইনালে উঠে লিওনেল মেসিকে আলিঙ্গন লিওনেল স্কালোনি

এই মুহূর্তে জাতীয় দলকে বিশ্বকাপ ফাইনালে তোলার সাফল্য সিভিতে জুড়ে গিয়েছে ৷ আর আজকের ফাইনাল জিতলে, বিশ্বকাপ জয়ের সম্মানীয় সাফল্য লিওনেল স্কালোনির সিভিতে জুড়বে ৷ তবে, এত সমালোচিত হওয়া সত্ত্বেও জাতীয় দলকে সাফল্য এনে দেওয়া স্কালোনি কী বলছেন ? তাঁর কথায়, ‘‘সমালোচনা আমার সঙ্গী ৷ যে দিন থেকে আমি জাতীয় দলের দায়িত্ব নিয়েছি ৷ আর সেটা আজও একইভাবে হয়ে আসছে ৷ সবকিছুই তোমার দিকে চুম্বকের আকর্ষণের মতো চলে আসবে, যখন তুমি আর্জেন্তিনার মতো একটা দলের হেড কোচ হবে ৷ তবে, আমি আমার কাজ করে যাব ৷ জাতীয় দলের জন্য নিজের সেরাটা দেব ৷ সমালোচনা আমাকে কখনও ভাবায়নি ৷’’

আরও পড়ুন: মেসির কাঁধে ভর করেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছে অ্যালবেসেলেস্তা

আজ রাতে লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারাতে পারলে, আর্জেন্তিনার সর্বকালের সেরা কোচদের তালিকায় নাম চলে আসবে লিওনেল স্কালোনির ৷ তখন তাঁর অভিজ্ঞতা, দক্ষতা নিয়ে আর কেউ প্রশ্ন তোলার সাহস খুব একটা দেখাবেও না ৷ কারণ, সবকিছুর হয়তো একটাই জবাব দেবেন স্কালোনি - ‘36 বছর পর আর্জেন্তিনা দলকে বিশ্বকাপ জিতিয়েছি’ ৷

দোহা, 18 ডিসেম্বর: 2018 সালে রাউন্ড 16-এর ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল আর্জেন্তিনা ৷ সেই হারের পর লিওনেল স্কালোনি (Lionel Scaloni)-কে আর্জেন্তিনা দলের কোচের দায়িত্বে নিয়ে আসা হয় ৷ সেই সময় দিগ্গজ ফুটবল বিশেষজ্ঞ এমনকি বহু প্রাক্তন ফুটবলার আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের সমালোচনা করেছিলেন ৷ লিওনেল স্কালোনিকে সেই সময় অযোগ্য বলা হয়েছিল ৷ বহুক্ষেত্রে তাঁকে ‘অ্যাক্সিডেন্টাল কোচ’ (Accidental Coach) বলেও উল্লেখ করা হয় ৷ এমনও বলা হয়েছিল, ক্লাব স্তরে কোচিং করার অভিজ্ঞতা নেই এমন একজন কীভাবে আর্জেন্তিনার মতো দেশের জাতীয় দলের কোচ হন ? যেখানে বিশ্বের অন্যতম সেরা মহাতারকা ফুটবলারকে সামলাতে হবে তাঁকে ৷

ব্যাক টু ফিফা বিশ্বকাপ 2022 (FIFA World Cup 2022) ৷ 4 বছর পর সেই ‘অ্যাক্সিডেন্টাল কোচ’ তথা অযোগ্য কোচের নেতৃত্বে আরও একটি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনা ৷ লিওনেল মেসি (Lionel Messi)-কে কেন্দ্র করে প্রতিটি ম্যাচের ঘুঁটি সাজিয়ে আরেক লিওনেল তাঁর দেশকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন ৷ লিও মেসিকে সামলে নয়, তাঁকে সঙ্গে নিয়ে পরিকল্পনা তৈরি করে আজ আর্জেন্তিনার মতো দেশের জাতীয় দলকে ফাইনালে তুলেছেন লিও স্কালোনি (Lionel Scaloni Answers Critics With Argentinas World Cup Final Run) ৷ যাঁর কোনও ক্লাব স্তরে কোচিংয়ের অভিজ্ঞতা নেই ৷ কিন্তু, একটা কোপা আমেরিকা জেতার রেকর্ড তাঁর কোচিং সিভিতে আগেই জুড়ে গিয়েছিল ৷

Lionel Scaloni Answers Critics With Argentinas World Cup Final Run
ফাইনালে উঠে লিওনেল মেসিকে আলিঙ্গন লিওনেল স্কালোনি

এই মুহূর্তে জাতীয় দলকে বিশ্বকাপ ফাইনালে তোলার সাফল্য সিভিতে জুড়ে গিয়েছে ৷ আর আজকের ফাইনাল জিতলে, বিশ্বকাপ জয়ের সম্মানীয় সাফল্য লিওনেল স্কালোনির সিভিতে জুড়বে ৷ তবে, এত সমালোচিত হওয়া সত্ত্বেও জাতীয় দলকে সাফল্য এনে দেওয়া স্কালোনি কী বলছেন ? তাঁর কথায়, ‘‘সমালোচনা আমার সঙ্গী ৷ যে দিন থেকে আমি জাতীয় দলের দায়িত্ব নিয়েছি ৷ আর সেটা আজও একইভাবে হয়ে আসছে ৷ সবকিছুই তোমার দিকে চুম্বকের আকর্ষণের মতো চলে আসবে, যখন তুমি আর্জেন্তিনার মতো একটা দলের হেড কোচ হবে ৷ তবে, আমি আমার কাজ করে যাব ৷ জাতীয় দলের জন্য নিজের সেরাটা দেব ৷ সমালোচনা আমাকে কখনও ভাবায়নি ৷’’

আরও পড়ুন: মেসির কাঁধে ভর করেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছে অ্যালবেসেলেস্তা

আজ রাতে লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারাতে পারলে, আর্জেন্তিনার সর্বকালের সেরা কোচদের তালিকায় নাম চলে আসবে লিওনেল স্কালোনির ৷ তখন তাঁর অভিজ্ঞতা, দক্ষতা নিয়ে আর কেউ প্রশ্ন তোলার সাহস খুব একটা দেখাবেও না ৷ কারণ, সবকিছুর হয়তো একটাই জবাব দেবেন স্কালোনি - ‘36 বছর পর আর্জেন্তিনা দলকে বিশ্বকাপ জিতিয়েছি’ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.