প্যারিস, 31 অক্টোবর: প্রাপ্তির ঝুলিটা ভরেছিল অনেক আগেই ৷ 2022 সালের 18 ডিসেম্বর বিশ্বকাপ ধরা দিয়েছিল ‘চেরি অন দ্য কেক’ হিসেবে ৷ যা শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিল লিওনেল আন্দ্রেস মেসিকে ৷ এবার মুকুটে পালকের সংখ্যা আরেকটা বাড়িয়ে ফেললেন তিনি ৷ অষ্টমবারের জন্য ব্যালন ডি’অর গেল আর্জেন্তাইন মহাতারকার ঘরে ৷
গতকাল ছিল 30 অক্টোবর ৷ ডিয়েগো আর্মান্দো মারাদোনার জন্মদিন ৷ 2022-এর আগে আর্জেন্তিনার হয়ে শেষবার বিশ্বকাপ ঘরে তুলেছিলেন নীল-সাদাদের 10 নম্বর ওই জার্সিধারী, দিয়েগো আর্মান্দো মারাদোনা ৷ তিন যুগ, আটটি বিশ্বকাপের পর ফের সেই ট্রফি ঘরে তুলেছেন লিও ৷ ঘটনাচক্রে যারও জার্সি নম্বর 10 এবং দিয়েগোর যোগ্য উত্তরসূরি ৷
পরিসংখ্যান বলছে, ব্যক্তিগত সাফল্যের নিরিখে মেসির আসেপাশে আর কেউ নেই ৷ বিশ্ব ফুটবলের ইতিহাসে এতবার এই সাফল্য কেউ লাভ করেনি ৷ 8টি ব্যালন ডি’অর ছাড়াও 2টি ফিফা দ্য বেস্ট সম্মান, 6 বার ইউরোপিয়ান গোল্ডেন বুট এবং 2বার বিশ্বকাপের মঞ্চে গোল্ডেন বুট জিতেছেন লিওনেল মেসি ৷
2008 বেজিং অলিম্পিকসে সোনাজয়ী লা-আলবিসেলেস্তে'র সদস্য হয়েছিলেন তিনি ৷ 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে উঠলেও জার্মানির বিরুদ্ধে 1-0 গোলে হারতে হয়েছিল ৷ অবসরের কথা ঘোষণা করে দিয়েছিলেন মেসি ৷ অবসর ভেঙে ফিরেও আসেন ৷ ফিফা খেতাব না-জেতার যাবতীয় গ্লানি মিটিয়েছেন গত 5 বছরে ৷ 2021 সালে প্রথমবার কোপা আমেরিকা দিয়ে সেই না জেতার অপেক্ষার সমাপ্তি হয় ৷ এরপর 2022 সালে লা ফাইনালিসিমা ট্রফি জেতেন আর্জেন্তিনার অধিনায়ক ৷ 2022 সালের 18 ডিসেম্বর কেরিয়ারের সবচেয়ে কাঙ্খিত সাফল্য অর্জন পেয়েছেন লিও ৷ অধিনায়ক হিসেবে কাতার বিশ্বকাপ জেতেন তিনি ৷
-
LIONEL MESSI ❤️❤️❤️❤️❤️❤️@BALLON_DOR9#BallonDorpic.twitter.com/IqhTu52f4B
— BALLON D'OR (@BALLON_DOR9) October 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">LIONEL MESSI ❤️❤️❤️❤️❤️❤️@BALLON_DOR9#BallonDorpic.twitter.com/IqhTu52f4B
— BALLON D'OR (@BALLON_DOR9) October 30, 2023LIONEL MESSI ❤️❤️❤️❤️❤️❤️@BALLON_DOR9#BallonDorpic.twitter.com/IqhTu52f4B
— BALLON D'OR (@BALLON_DOR9) October 30, 2023
মেয়েদের ফুটবলে ব্যালন ডি’অর গিয়েছে স্পেনের আইতানা বোনমাতির ঝুলিতে ৷ সদ্য বিশ্বকাপ জেতা বছর পঁচিশের সেন্ট্রাল মিডফিল্ডার খেলেন বার্সেলোনার জার্সিতে ৷ যে জার্সি কেরিয়ারের সেরা সময়ে শুধু নয়, লিও নামক বটবৃক্ষের শিকড়ে জল ঢালার কাজটা করেছিল ৷ মহিলাদের ফুটবলে সেরা ক্লাবের খেতাব গিয়েছে বার্সার ঝুলিতেই, পুরুষদের ফুটবলে সেরা ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি ৷ কোপা ট্রফি জিতেছেন জুড বেলিংহাম, ইয়াসিন ট্রফি গিয়েছে এমিলিয়ানো মার্তিনেজের ঝুলিতে ৷ গার্ড মুলার ট্রফি জিতেছেন আর্লিং হালান্ড, ভিনিসিয়াস জুনিয়র পেলেন সক্রেটিস ট্রফি ৷
আরও পড়ুন: