ETV Bharat / sports

Lionel Messi: কাতার বিশ্বকাপই শেষ, জানিয়ে দিলেন লিও

author img

By

Published : Oct 6, 2022, 11:07 PM IST

2026 মার্কিন মুলুকে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপে (2026 Football WC) অংশগ্রহণের জন্য শরীর সায় দেবে না আর (Lionel Messi confirms Qatar will be his last World Cup) ৷ তাই কাতার বিশ্বকাপই শেষ ৷ চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন লিওনেল মেসি ৷

Lionel Messi
কাতার বিশ্বকাপই শেষ, জানিয়ে দিলেন লিও

বুয়েনস আইরস: কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন ৷ 2026 মার্কিন মুলুকে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য শরীর সায় দেবে না আর (Lionel Messi confirms Qatar will be his last World Cup) ৷ 2022 ফুটবলের বিশ্বযুদ্ধ শুরুর প্রাক্কালে ভবিষ্যত পরিকল্পনার কথা বলতে গিয়ে আর্জেন্তাইন ক্রীড়া সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলো-কে এমনটাই জানালেন লিওনেল মেসি ৷

2026 বিশ্বকাপে (2026 Football WC) মেসি ঢুকে পড়বেন চল্লিশের কোটায় ৷ ঊনচল্লিশে দাঁড়িয়ে মেসির শরীর যে আর বিশ্বকাপের ধকল নেবে না, তা ভালোই জানেন ফুটবল অনুরাগীরা ৷ তবু বাঁ-পায়ের জাদুকর নিজে মুখে যতক্ষণ না কিছু বলছেন, নেতিবাচক কিছু ভাবার পক্ষপাতী ছিলেন না তাঁর ভক্তরা ৷ শেষমেশ বিশ্বকাপের প্রাক্কালে তাঁর চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়ে অনুরাগীদের খানিক হতাশই করলেন আর্জেন্তাইন মায়েস্ত্রো ৷

সাম্প্রতিক সাক্ষাৎকারে মেসি বলেন, "যদি আপনারা জানতে চান এটা (কাতার) আমার শেষ বিশ্বকাপ কি না, তাহলে বলব হ্যাঁ ৷ নিশ্চিতভাবে এটা আমার শেষ বিশ্বকাপ ৷" যদিও একইসঙ্গে আসন্ন কাতার বিশ্বকাপে ভালো ফল করার ব্যাপারে যে তিনি দারুণভাবে আশাবাদী, সে কথা জানাতে ভোলেননি আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সর্বাধিক সক্রিয় গোলস্কোরার ৷

মেসি বলেন, "আমি আপাতত বিশ্বকাপের দিন গুনছি ৷ সত্যিটা হচ্ছে, আমার মধ্যে প্রচণ্ড উত্তেজনা কাজ করছে ৷ যদিও স্নায়ুগুলো আপাতত শিথিলই রয়েছে ৷" শেষ বিশ্বকাপে ভাল কিছু করতে বদ্ধপরিকর মেসি বলেন, "আমার কাতারে পৌঁছনোর তর আর সইছে না ৷ একইসঙ্গে মরিয়া সেখানে ভালো কিছু করে দেখাতে ৷"

আরও পড়ুন: আমরা কতটা ভালো তা প্রমাণ করার সময় এসেছে: কনস্ট্যানটাইন

দল হিসেবে কাতারে 'আলবিসেলেস্তে'-রা কেমন ? উত্তরে মেসি বলেন, "আমরা এই মুহূর্তে দারুণ ছন্দে ৷ আমাদের দলও যথেষ্ট শক্তিশালী ৷ তবে বিশ্বকাপে কী হয় কেউ জানে না ৷" এ বিষয়ে লিও-র ব্যাখ্যা, "বিশ্বকাপে সব ম্যাচই কঠিন ৷ আর বিশ্বকাপ সবসময় স্পেশাল কারণ, ফেভারিটরা সবসময় বিশ্বকাপে ট্রফি জিতে বা প্রত্যাশামতো ফলাফলে শেষ করতে পারে না ৷"

বুয়েনস আইরস: কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন ৷ 2026 মার্কিন মুলুকে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য শরীর সায় দেবে না আর (Lionel Messi confirms Qatar will be his last World Cup) ৷ 2022 ফুটবলের বিশ্বযুদ্ধ শুরুর প্রাক্কালে ভবিষ্যত পরিকল্পনার কথা বলতে গিয়ে আর্জেন্তাইন ক্রীড়া সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলো-কে এমনটাই জানালেন লিওনেল মেসি ৷

2026 বিশ্বকাপে (2026 Football WC) মেসি ঢুকে পড়বেন চল্লিশের কোটায় ৷ ঊনচল্লিশে দাঁড়িয়ে মেসির শরীর যে আর বিশ্বকাপের ধকল নেবে না, তা ভালোই জানেন ফুটবল অনুরাগীরা ৷ তবু বাঁ-পায়ের জাদুকর নিজে মুখে যতক্ষণ না কিছু বলছেন, নেতিবাচক কিছু ভাবার পক্ষপাতী ছিলেন না তাঁর ভক্তরা ৷ শেষমেশ বিশ্বকাপের প্রাক্কালে তাঁর চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়ে অনুরাগীদের খানিক হতাশই করলেন আর্জেন্তাইন মায়েস্ত্রো ৷

সাম্প্রতিক সাক্ষাৎকারে মেসি বলেন, "যদি আপনারা জানতে চান এটা (কাতার) আমার শেষ বিশ্বকাপ কি না, তাহলে বলব হ্যাঁ ৷ নিশ্চিতভাবে এটা আমার শেষ বিশ্বকাপ ৷" যদিও একইসঙ্গে আসন্ন কাতার বিশ্বকাপে ভালো ফল করার ব্যাপারে যে তিনি দারুণভাবে আশাবাদী, সে কথা জানাতে ভোলেননি আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সর্বাধিক সক্রিয় গোলস্কোরার ৷

মেসি বলেন, "আমি আপাতত বিশ্বকাপের দিন গুনছি ৷ সত্যিটা হচ্ছে, আমার মধ্যে প্রচণ্ড উত্তেজনা কাজ করছে ৷ যদিও স্নায়ুগুলো আপাতত শিথিলই রয়েছে ৷" শেষ বিশ্বকাপে ভাল কিছু করতে বদ্ধপরিকর মেসি বলেন, "আমার কাতারে পৌঁছনোর তর আর সইছে না ৷ একইসঙ্গে মরিয়া সেখানে ভালো কিছু করে দেখাতে ৷"

আরও পড়ুন: আমরা কতটা ভালো তা প্রমাণ করার সময় এসেছে: কনস্ট্যানটাইন

দল হিসেবে কাতারে 'আলবিসেলেস্তে'-রা কেমন ? উত্তরে মেসি বলেন, "আমরা এই মুহূর্তে দারুণ ছন্দে ৷ আমাদের দলও যথেষ্ট শক্তিশালী ৷ তবে বিশ্বকাপে কী হয় কেউ জানে না ৷" এ বিষয়ে লিও-র ব্যাখ্যা, "বিশ্বকাপে সব ম্যাচই কঠিন ৷ আর বিশ্বকাপ সবসময় স্পেশাল কারণ, ফেভারিটরা সবসময় বিশ্বকাপে ট্রফি জিতে বা প্রত্যাশামতো ফলাফলে শেষ করতে পারে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.