ETV Bharat / sports

FIFA Awards 2022: ফিফার বর্ষসেরা ফুটবলারের মনোনয়নে মেসি ও এমবাপে - লিওনেল মেসি

লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে ৷ বিশ্ব ফুটবলের সবচেয়ে বেশি আলোচিত দুই তারকা এবার ফিফার বর্ষসেরা ফুটবলারের (FIFA Best Player Prize) মনোনয়নে নিজেদের জায়গা করে নিলেন ৷

FIFA Awards 2022 ETV BHARAT
FIFA Awards 2022
author img

By

Published : Jan 13, 2023, 8:27 PM IST

জুরিখ, 13 জানুয়ারি: ফিফার বর্ষসেরা ফুটবলার 2022-এর জন্য মনোনীত হলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) ৷ আর তাঁর সঙ্গেই মনোনয়নে রয়েছেন এবারের বিশ্বকাপে রানার-আপ হওয়া ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ৷ শুক্রবার ফিফা তার বর্ষসেরা ফুটবলার প্রতিযোগিতার তালিকায় থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে ৷ সেখানে মেসি এবং এমবাপে ছাড়াও রয়েছেন, করিম বেঞ্জিমা, এরলিং হোলান্দ, রবার্ট লেভানডস্কি এবং সাদিয়ো মানে ৷

ফুটবল বিশেষজ্ঞদের মতে, লিওনেল মেসি এবারের ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন ৷ আর তাঁর একমাত্র কারণ, বিশ্বকাপ খেতাব ৷ 5টি বিশ্বকাপের দীর্ঘ প্রতীক্ষার পর এই খেতাব জিতেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার ৷ সেই সঙ্গে ক্লাবস্তরে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে লিগ ওয়ান 2021-22 এর খেতাব জিতেছেন মেসি ৷ এমনকি বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা হয়ে গোল্ডেন বল জিতেছেন লিও ৷

  • Voting for #TheBest FIFA Football Awards is now open! 🏆

    From coaches and footballers to the fans, the awards annually honour the most outstanding achievements of the world's most popular sport.

    Voting is open until February 3 on FIFA+:

    — FIFA (@FIFAcom) January 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর অন্যতম প্রতিপক্ষ তথা ক্লাব দলের সতীর্থ কিলিয়ান এমবাপে এই তালিকায় দু’নম্বরে রয়েছেন ৷ ফ্রান্স বিশ্ব চ্য়াম্পিয়নের খেতাব ধরে রাখতে না পারলেও, কিলিয়ান এমবাপে বিশ্বকাপে ব্যক্তিগত রেকর্ডের নিরিখে মেসিকেও ছাপিয়ে গিয়েছেন ৷ তিনি একটি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ৷ ফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে হ্যাটট্রিক করার পাশাপাশি, টুর্নামেন্টে 8 গোল করেছেন কিলিং কিলিয়ান ৷ 2022 কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ীও তিনি ৷ সেই সঙ্গে প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে লিগ ওয়ান জিতেছেন ৷ ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ 2021-22 এর সেরা দলেও জায়গা করে নিয়েছেন ৷

আরও পড়ুন: হকি বিশ্বকাপ অভিযানে নামছে ভারত, জাতীয় দলকে শুভেচ্ছা সচিন-বিরাট-ছেত্রীদের

অন্যদিকে, করিম বেঞ্জেমা ফ্রান্সের জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেছেন ৷ তবে, তার আগে স্প্যানিশ লিগ, লা লিগা 2021-22 ও চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে ৷ এই সাফল্যের দৌলতে 2022 সালের অক্টোবরে ব্যালন ডি’অর খেতাব তাঁর হাতে উঠেছে ৷ ম্যাঞ্চেস্টার সিটিতে আসার আগে বুন্দেশলিগায় 2021-22 মরশুমে সর্বোচ্চ গোলদাতার শিরোপা অর্জন করেছেন এরলিং হোলান্দ ৷ গার্ড মুলার সম্মান পেয়েছেন তিনি ৷ আর এই মরশুমে ম্যাঞ্চেস্টার সিটিতে এসে সবচেয়ে কম 8 ম্যাচ খেলে দু’বার হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন এরলিং হোলান্দ ৷

জুরিখ, 13 জানুয়ারি: ফিফার বর্ষসেরা ফুটবলার 2022-এর জন্য মনোনীত হলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) ৷ আর তাঁর সঙ্গেই মনোনয়নে রয়েছেন এবারের বিশ্বকাপে রানার-আপ হওয়া ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ৷ শুক্রবার ফিফা তার বর্ষসেরা ফুটবলার প্রতিযোগিতার তালিকায় থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে ৷ সেখানে মেসি এবং এমবাপে ছাড়াও রয়েছেন, করিম বেঞ্জিমা, এরলিং হোলান্দ, রবার্ট লেভানডস্কি এবং সাদিয়ো মানে ৷

ফুটবল বিশেষজ্ঞদের মতে, লিওনেল মেসি এবারের ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন ৷ আর তাঁর একমাত্র কারণ, বিশ্বকাপ খেতাব ৷ 5টি বিশ্বকাপের দীর্ঘ প্রতীক্ষার পর এই খেতাব জিতেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার ৷ সেই সঙ্গে ক্লাবস্তরে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে লিগ ওয়ান 2021-22 এর খেতাব জিতেছেন মেসি ৷ এমনকি বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা হয়ে গোল্ডেন বল জিতেছেন লিও ৷

  • Voting for #TheBest FIFA Football Awards is now open! 🏆

    From coaches and footballers to the fans, the awards annually honour the most outstanding achievements of the world's most popular sport.

    Voting is open until February 3 on FIFA+:

    — FIFA (@FIFAcom) January 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর অন্যতম প্রতিপক্ষ তথা ক্লাব দলের সতীর্থ কিলিয়ান এমবাপে এই তালিকায় দু’নম্বরে রয়েছেন ৷ ফ্রান্স বিশ্ব চ্য়াম্পিয়নের খেতাব ধরে রাখতে না পারলেও, কিলিয়ান এমবাপে বিশ্বকাপে ব্যক্তিগত রেকর্ডের নিরিখে মেসিকেও ছাপিয়ে গিয়েছেন ৷ তিনি একটি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ৷ ফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে হ্যাটট্রিক করার পাশাপাশি, টুর্নামেন্টে 8 গোল করেছেন কিলিং কিলিয়ান ৷ 2022 কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ীও তিনি ৷ সেই সঙ্গে প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে লিগ ওয়ান জিতেছেন ৷ ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ 2021-22 এর সেরা দলেও জায়গা করে নিয়েছেন ৷

আরও পড়ুন: হকি বিশ্বকাপ অভিযানে নামছে ভারত, জাতীয় দলকে শুভেচ্ছা সচিন-বিরাট-ছেত্রীদের

অন্যদিকে, করিম বেঞ্জেমা ফ্রান্সের জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেছেন ৷ তবে, তার আগে স্প্যানিশ লিগ, লা লিগা 2021-22 ও চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে ৷ এই সাফল্যের দৌলতে 2022 সালের অক্টোবরে ব্যালন ডি’অর খেতাব তাঁর হাতে উঠেছে ৷ ম্যাঞ্চেস্টার সিটিতে আসার আগে বুন্দেশলিগায় 2021-22 মরশুমে সর্বোচ্চ গোলদাতার শিরোপা অর্জন করেছেন এরলিং হোলান্দ ৷ গার্ড মুলার সম্মান পেয়েছেন তিনি ৷ আর এই মরশুমে ম্যাঞ্চেস্টার সিটিতে এসে সবচেয়ে কম 8 ম্যাচ খেলে দু’বার হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন এরলিং হোলান্দ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.