ETV Bharat / sports

Fifa Mens Player Award 2021 : ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে মেসি-সালাহ-লেওনডস্কি - Mohamed Salah Nominate for Fifa Mens Player Award

ফিফার বর্ষসেরা ফুটবলার 2021’র (Fifa Mens Player Award 2021) জন্য 3 ফুটবলারের নাম ঘোষণা করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ৷ যে তালিকায় রয়েছেন লিওনেল মেসি, মহম্মদ সালাহ এবং রবার্ট লেওনডস্কি (Leonel Messi Nominate for Fifa Mens Player Award) ৷

Fifa Mens Player Award 2021
Fifa Mens Player Award 2021
author img

By

Published : Jan 8, 2022, 1:24 PM IST

দুবাই, 8 জানুয়ারি : ফিফা বর্ষসেরা ফুটবলার 2021’র (Fifa Mens Player Award 2021) জন্য মনোনীত হলেন লিওনেল মেসি ৷ সেইসঙ্গে এই তালিকায় রয়েছেন ইজিপশিয়ান তারকা ফুটবলার মহম্মদ সালাহ এবং পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেওনডস্কি ৷ তবে, ফিফার বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে জায়গা পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (No Place for Cristiano Ronaldo in Fifa Mens Player Award) ৷

ফুটবলার জীবনে অনেক পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি (Leonel Messi Nominate for Fifa Mens Player Award) ৷ কেবল ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়া হয়ে ওঠেনি তাঁর ৷ এবার সেই প্রতীক্ষার অবসান হতে পারে ৷ অবশেষে তাঁর নাম সেরা 3 মনোনীত ফুটবলারদের মধ্যে এল ৷ 2021 এর ফিফার সেরা ফুটবলারের জন্য মনোনীত হয়েছেন তিনি ৷ আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো এবং ক্লাব স্তরে প্যারিস সেন্ট জার্মেইনে এসে দুর্দান্ত সব পারফর্মেন্সই তাঁকে এই লড়াইয়ে নিয়ে এসেছে ৷ এ বছর ফুটবলার মেসির জীবন সবচেয়ে ঘটনাবহুল ছিল ৷ প্রথমবার দেশকে কোনও ট্রফি জিতিয়েছেন ৷ তার পর দীর্ঘ 20 বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা থেকে প্যারিসের সেরা ক্লাবে গিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Messi Tests Covid Positive : করোনা আক্রান্ত মেসি, সংক্রামিত আরও তিন সতীর্থ

ফিফার বর্ষসেরার দৌড়ে থাকা আরেক তারকা মহম্মদ সালাহ এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে রয়েছেন (Mohamed Salah Nominate for Fifa Mens Player Award) ৷ তিনি আফ্রিকা কাপ অফ ন্যাশনসের জন্য জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন ৷ তিনি এবছর ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করছেন ৷ এই মুহূর্তে লিগের সর্বোচ্চ গোলদাতা মহম্মদ সালাহ ৷ তিনি মোট 16টি গোল করেছেন এখনও পর্যন্ত ৷ প্রসঙ্গত, সালাহ কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : SC East Bengal vs Mumbai City FC : লাল-হলুদ রক্ষণের জাঁতাকলে দিগভ্রষ্ট চ্যাম্পিয়নরা

অন্যদিকে, প্রতিবার সেরার দৌড়ে থেকেও খালি হাতে ফেরা পোলিশ ফরওর্য়াড রবার্ট লেওনডস্কি এবার ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে রয়েছেন (Robert Lewandowski Nominate for Fifa Mens Player Award) ৷ বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত বছর কাটিয়েছেন তিনি ৷ 2020-21 সালে বুন্দেশলিগায় 41 গোল করেছেন তিনি ৷ যার পর 1971-72 সালে প্রয়াত জার্মান তারকা গার্ড মুলারের রেকর্ড ছুঁয়েছেন লেওনডস্কি ৷

এই তিন জনের থেকে সেরা ফুটবলার বেছে নেওয়ার জন্য বিশেষ প্রক্রিয়া রয়েছে ৷ ফিফার সদস্য এমন জাতীয় দলের কোচ এবং অধিনায়কদের নিয়ে গঠিত কমিটির সদস্যরা ৷ প্রতিটি দেশের একজন বিশেষজ্ঞ সাংবাদিক এবং ফিফার ওয়েব সাইটে রেজিস্ট্রার করা অনুরাগীরা ভোট প্রক্রিয়ায় অংশ নেবেন ৷ এই সব ভোটের বিচারেই 2021 এর ফিফার বর্ষসেরা ফুটবলার বাছা হবে ৷

দুবাই, 8 জানুয়ারি : ফিফা বর্ষসেরা ফুটবলার 2021’র (Fifa Mens Player Award 2021) জন্য মনোনীত হলেন লিওনেল মেসি ৷ সেইসঙ্গে এই তালিকায় রয়েছেন ইজিপশিয়ান তারকা ফুটবলার মহম্মদ সালাহ এবং পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেওনডস্কি ৷ তবে, ফিফার বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে জায়গা পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (No Place for Cristiano Ronaldo in Fifa Mens Player Award) ৷

ফুটবলার জীবনে অনেক পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি (Leonel Messi Nominate for Fifa Mens Player Award) ৷ কেবল ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়া হয়ে ওঠেনি তাঁর ৷ এবার সেই প্রতীক্ষার অবসান হতে পারে ৷ অবশেষে তাঁর নাম সেরা 3 মনোনীত ফুটবলারদের মধ্যে এল ৷ 2021 এর ফিফার সেরা ফুটবলারের জন্য মনোনীত হয়েছেন তিনি ৷ আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো এবং ক্লাব স্তরে প্যারিস সেন্ট জার্মেইনে এসে দুর্দান্ত সব পারফর্মেন্সই তাঁকে এই লড়াইয়ে নিয়ে এসেছে ৷ এ বছর ফুটবলার মেসির জীবন সবচেয়ে ঘটনাবহুল ছিল ৷ প্রথমবার দেশকে কোনও ট্রফি জিতিয়েছেন ৷ তার পর দীর্ঘ 20 বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা থেকে প্যারিসের সেরা ক্লাবে গিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Messi Tests Covid Positive : করোনা আক্রান্ত মেসি, সংক্রামিত আরও তিন সতীর্থ

ফিফার বর্ষসেরার দৌড়ে থাকা আরেক তারকা মহম্মদ সালাহ এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে রয়েছেন (Mohamed Salah Nominate for Fifa Mens Player Award) ৷ তিনি আফ্রিকা কাপ অফ ন্যাশনসের জন্য জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন ৷ তিনি এবছর ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স করছেন ৷ এই মুহূর্তে লিগের সর্বোচ্চ গোলদাতা মহম্মদ সালাহ ৷ তিনি মোট 16টি গোল করেছেন এখনও পর্যন্ত ৷ প্রসঙ্গত, সালাহ কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : SC East Bengal vs Mumbai City FC : লাল-হলুদ রক্ষণের জাঁতাকলে দিগভ্রষ্ট চ্যাম্পিয়নরা

অন্যদিকে, প্রতিবার সেরার দৌড়ে থেকেও খালি হাতে ফেরা পোলিশ ফরওর্য়াড রবার্ট লেওনডস্কি এবার ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে রয়েছেন (Robert Lewandowski Nominate for Fifa Mens Player Award) ৷ বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত বছর কাটিয়েছেন তিনি ৷ 2020-21 সালে বুন্দেশলিগায় 41 গোল করেছেন তিনি ৷ যার পর 1971-72 সালে প্রয়াত জার্মান তারকা গার্ড মুলারের রেকর্ড ছুঁয়েছেন লেওনডস্কি ৷

এই তিন জনের থেকে সেরা ফুটবলার বেছে নেওয়ার জন্য বিশেষ প্রক্রিয়া রয়েছে ৷ ফিফার সদস্য এমন জাতীয় দলের কোচ এবং অধিনায়কদের নিয়ে গঠিত কমিটির সদস্যরা ৷ প্রতিটি দেশের একজন বিশেষজ্ঞ সাংবাদিক এবং ফিফার ওয়েব সাইটে রেজিস্ট্রার করা অনুরাগীরা ভোট প্রক্রিয়ায় অংশ নেবেন ৷ এই সব ভোটের বিচারেই 2021 এর ফিফার বর্ষসেরা ফুটবলার বাছা হবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.