ETV Bharat / sports

Messi Mania in Argentina: কেরিয়ারের 800তম গোল, মেসি ম্যানিয়ায় ভাসল 'লা অ্যালবিসেলেস্তে' - বিশ্ব চ্যাম্পিয়ন

আবারও আর্জেন্তিনার জার্সিতে মাঠে নামলেন লিওনেল মেসি ৷ বিশ্বকাপের পর এই প্রথম ৷ আর সেই ম্যাচেই কেরিয়ারের 800 নম্বর গোল করে ফেললেন তিনি (Leo Messi Scores 800th Goals) ৷

Leo Messi Scores 800th Goals ETV BHARAT
Leo Messi Scores 800th Goals ETV BHARAT
author img

By

Published : Mar 24, 2023, 6:24 PM IST

বুয়েনস আইরেস (আর্জেন্তিনা), 24 মার্চ: বিশ্বকাপ ফাইনালের পর বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে পানামার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলতে নেমেছিলেন লিওনেল মেসি ৷ যে ম্যাচে কেরিয়ারের 800 তম গোল করলেন আর্জেন্তাইন মহাতারকা (Leo Messi Scores 800th Career Goals) ৷ ম্যাচের 89 মিনিটে ফ্রি-কিকে গোল করে এই রেকর্ড গড়লেন তিনি ৷ পানামার বিরুদ্ধে এই ফিফা ফ্রেন্ডলি 2-0 গোল জিতেছে আর্জেন্তিনা ৷ ম্যাচের 78 মিনিটে থিয়াগো আলমাডা প্রথম গোলটি করেন ৷ এদিন আর্জেন্তিনার ঘরের মাঠে এই ম্যাচে মেসিকে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷

বুয়েনস আইরেস বৃহস্পতিবার রাতে মেসি ম্যানিয়ায় মজেছিল ৷ বিশ্বকাপের পর আবার জাতীয় দলকে নেতৃত্ব দিলেন আর্জেন্তিনার এই মহাতারকা (First Appearances for Argentina As World Champion) ৷ এদিনের এই ম্যাচ মূলত ছিল গত ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের উদযাপন ৷ ম্যাচ শুরুর আগে মাঠে ট্রফি হাতে নামেন লিও মেসি ৷ পুলিশি নিরাপত্তায় ফুটবলাররা বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন ৷ ছিলেন বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি ৷ মেসিকে নিয়ে এই উন্মাদনা শুধু গতকাল রাতে ছিল ৷ তার কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল ৷

Leo Messi Scores 800th Goals ETV BHARAT
বুয়েনস আইরিসে অনুশীলনের খোশ মেজাজে মেসি
Leo Messi Scores 800th Goals ETV BHARAT
গাড়িতে মেসি ম্যানিয়ার ছোঁয়া

হঠাৎই খবর ছড়িয়ে পড়ে বুয়েনস আইরিসের পাশের শহর পালেরমোতে একটি কাবাবের রেঁস্তোরায় মেসি নৈশভোজ করছেন ৷ সেই খবর পেতেই শতাধিক মেসি ভক্ত সেই রেঁস্তরাটিকে ঘিরে ধরেন ৷ সেখানে মেসির নিরাপত্তা বিশাল পুলিশ পাঠানো হয় ৷ তাঁকে এসকর্ট করে সেখান থেকে বের করা হয় ৷ কিন্তু, এ সবের মধ্যেও মেসিকে দেখে সকলের চোখে মুখে ছিল আনন্দ ৷ কেউ বলছেন, ‘আমি তোমাকে ভালোবাসি মেসি’ ৷ তো কেউ বলছেন, ‘তোমাকে ধন্যবাদ, লিও’ ৷ এ এক অকৃত্রিম ভালোবাসা ৷ যা মেসির মনকেও হয়তো সেদিন ছুঁয়ে গিয়েছিল ৷

Leo Messi Scores 800th Goals ETV BHARAT
মেসিতে মাতোয়ারা বুয়েনস আইরিস
Leo Messi Scores 800th Goals ETV BHARAT
মেসির ট্যাটুতে জায়গা করে নিল বিশ্বকাপ জয়ের তারিখ

এমনকি শহরের রাস্তায় একটি গাড়িকে নিজেদের পাশে দেখতে পান অনেকেই ৷ পরে তাঁরা চিনতে পারেন ওই গাড়িতে মেসি রয়েছেন ৷ সেখানেই মেসির গাড়িকে ঘিরে ধরে চলে চিৎকার-আনন্দ-উল্লাস ৷ ভক্তদের নিরাশ করেননি ৷ গাড়ির কাঁচ নামিয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান ৷ আর সেই মুহূর্তের কয়েক সেকেন্ডের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ এমনকি বুধবার সকালে স্থানীয় নেওয়ার্ক টিভির সঞ্চালক মেসির একটি ভয়েস বার্তা পান ৷ যে বার্তা পেয়ে সঞ্চালক নিজেও বিশ্বাস করতে পারেননি ৷

Leo Messi Scores 800th Goals ETV BHARAT
এমিলিয়ানো মার্জিনেজের সেই ম্যাচ জেতানো গোল সেভ

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড রোনাল্ডোর

ওই অডিয়ো বার্তায় মেসি বলেছিলেন, ‘‘সকলকে সুপ্রভাত জানাই ৷ আমি এখানে এসে খুব খুশি হয়েছি ৷ ডিসেম্বর মাসে যা হয়েছে, তার পর থেকে সব জিনিস আমি উপভোগ করছি ৷ যেখানে যা হচ্ছে সব ৷ বৃহস্পতিবার পানামার বিরুদ্ধে ম্যাচে মেসি একটি গোল করে তাঁর আন্তর্জাতিক এবং ক্লাব কেরিয়ারের 800 তম গোলটি করে ফেলেছেন ৷ গতকাল 2 গোল করতে পারলে মেসির আন্তর্জাতিক ফুটবলে 100 গোল হয়ে যেত ৷ কিন্তু, 99 গোলে আপাতত থেমেছেন তিনি ৷ আশা করা হচ্ছে, আগামী ম্যাচে সেই রেকর্ডও স্পর্শ করে ফেলবেন এই গ্রেট ৷

বুয়েনস আইরেস (আর্জেন্তিনা), 24 মার্চ: বিশ্বকাপ ফাইনালের পর বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে পানামার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলতে নেমেছিলেন লিওনেল মেসি ৷ যে ম্যাচে কেরিয়ারের 800 তম গোল করলেন আর্জেন্তাইন মহাতারকা (Leo Messi Scores 800th Career Goals) ৷ ম্যাচের 89 মিনিটে ফ্রি-কিকে গোল করে এই রেকর্ড গড়লেন তিনি ৷ পানামার বিরুদ্ধে এই ফিফা ফ্রেন্ডলি 2-0 গোল জিতেছে আর্জেন্তিনা ৷ ম্যাচের 78 মিনিটে থিয়াগো আলমাডা প্রথম গোলটি করেন ৷ এদিন আর্জেন্তিনার ঘরের মাঠে এই ম্যাচে মেসিকে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷

বুয়েনস আইরেস বৃহস্পতিবার রাতে মেসি ম্যানিয়ায় মজেছিল ৷ বিশ্বকাপের পর আবার জাতীয় দলকে নেতৃত্ব দিলেন আর্জেন্তিনার এই মহাতারকা (First Appearances for Argentina As World Champion) ৷ এদিনের এই ম্যাচ মূলত ছিল গত ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের উদযাপন ৷ ম্যাচ শুরুর আগে মাঠে ট্রফি হাতে নামেন লিও মেসি ৷ পুলিশি নিরাপত্তায় ফুটবলাররা বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন ৷ ছিলেন বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি ৷ মেসিকে নিয়ে এই উন্মাদনা শুধু গতকাল রাতে ছিল ৷ তার কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল ৷

Leo Messi Scores 800th Goals ETV BHARAT
বুয়েনস আইরিসে অনুশীলনের খোশ মেজাজে মেসি
Leo Messi Scores 800th Goals ETV BHARAT
গাড়িতে মেসি ম্যানিয়ার ছোঁয়া

হঠাৎই খবর ছড়িয়ে পড়ে বুয়েনস আইরিসের পাশের শহর পালেরমোতে একটি কাবাবের রেঁস্তোরায় মেসি নৈশভোজ করছেন ৷ সেই খবর পেতেই শতাধিক মেসি ভক্ত সেই রেঁস্তরাটিকে ঘিরে ধরেন ৷ সেখানে মেসির নিরাপত্তা বিশাল পুলিশ পাঠানো হয় ৷ তাঁকে এসকর্ট করে সেখান থেকে বের করা হয় ৷ কিন্তু, এ সবের মধ্যেও মেসিকে দেখে সকলের চোখে মুখে ছিল আনন্দ ৷ কেউ বলছেন, ‘আমি তোমাকে ভালোবাসি মেসি’ ৷ তো কেউ বলছেন, ‘তোমাকে ধন্যবাদ, লিও’ ৷ এ এক অকৃত্রিম ভালোবাসা ৷ যা মেসির মনকেও হয়তো সেদিন ছুঁয়ে গিয়েছিল ৷

Leo Messi Scores 800th Goals ETV BHARAT
মেসিতে মাতোয়ারা বুয়েনস আইরিস
Leo Messi Scores 800th Goals ETV BHARAT
মেসির ট্যাটুতে জায়গা করে নিল বিশ্বকাপ জয়ের তারিখ

এমনকি শহরের রাস্তায় একটি গাড়িকে নিজেদের পাশে দেখতে পান অনেকেই ৷ পরে তাঁরা চিনতে পারেন ওই গাড়িতে মেসি রয়েছেন ৷ সেখানেই মেসির গাড়িকে ঘিরে ধরে চলে চিৎকার-আনন্দ-উল্লাস ৷ ভক্তদের নিরাশ করেননি ৷ গাড়ির কাঁচ নামিয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান ৷ আর সেই মুহূর্তের কয়েক সেকেন্ডের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ এমনকি বুধবার সকালে স্থানীয় নেওয়ার্ক টিভির সঞ্চালক মেসির একটি ভয়েস বার্তা পান ৷ যে বার্তা পেয়ে সঞ্চালক নিজেও বিশ্বাস করতে পারেননি ৷

Leo Messi Scores 800th Goals ETV BHARAT
এমিলিয়ানো মার্জিনেজের সেই ম্যাচ জেতানো গোল সেভ

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড রোনাল্ডোর

ওই অডিয়ো বার্তায় মেসি বলেছিলেন, ‘‘সকলকে সুপ্রভাত জানাই ৷ আমি এখানে এসে খুব খুশি হয়েছি ৷ ডিসেম্বর মাসে যা হয়েছে, তার পর থেকে সব জিনিস আমি উপভোগ করছি ৷ যেখানে যা হচ্ছে সব ৷ বৃহস্পতিবার পানামার বিরুদ্ধে ম্যাচে মেসি একটি গোল করে তাঁর আন্তর্জাতিক এবং ক্লাব কেরিয়ারের 800 তম গোলটি করে ফেলেছেন ৷ গতকাল 2 গোল করতে পারলে মেসির আন্তর্জাতিক ফুটবলে 100 গোল হয়ে যেত ৷ কিন্তু, 99 গোলে আপাতত থেমেছেন তিনি ৷ আশা করা হচ্ছে, আগামী ম্যাচে সেই রেকর্ডও স্পর্শ করে ফেলবেন এই গ্রেট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.