ETV Bharat / sports

Kylian Mbappe: কাভানিকে টপকে পিএসজি'র সর্বাধিক গোলদাতা এমবাপে - Edinson Cavani

উরুগুয়ের তারকা স্ট্রাইকারকে আগের ম্যাচেই ছুঁয়ে ফেলেছিলেন ৷ এবার তাঁকে পেরিয়ে পিএসজি-র জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ৷

Kylian Mbappe ETV BHARAT
Kylian Mbappe
author img

By

Published : Mar 5, 2023, 8:38 PM IST

প্যারিস, 5 মার্চ: প্যারিস সাঁ জাঁ'র সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ৷ এডিনসন কাভানিকে টপকে ফরাসি ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি ৷ এডিসন কাভানি (Edinson Cavani)-র 200 গোলের রেকর্ড ভেঙে প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে সর্বাধিক গোল করলেন এমবাপে (Highest Goal Scorer for PSG) ৷ বর্তমানে তাঁর গোল সংখ্যা 201 ৷ শনিবার রাতে লিগ ওয়ানে নানতেসের বিরুদ্ধে গোল করে এই রেকর্ড ভাঙেন তিনি ৷ পিএসজি সেই ম্যাচ 4-2 গোলে ম্যাচ জেতে ৷

গত সপ্তাহে কাভানির 200 গোলের রেকর্ডকে স্পর্শ করেছিলেন কিলিয়ান ৷ এই ম্যাচে পিএসজি তাদের 2-0 গোলে এগিয়ে থাকার সুযোগ নষ্ট করে ৷ লিওনেল মেসি প্রথম গোলটি করেন পিএসজি-র হয়ে ৷ এরপর 17 মিনিটে আত্মঘাতী গোলে পিএসজি 2-0 ব্যবধানে এগিয়ে যায় ৷ কিন্তু বিরতির আগেই পিএসজি সেই লিড হাতছাড়া করে ৷ লুডোভিক ব্লাস সফরকারী দলের হয়ে প্রথম গোলটি করেন ৷ এরপর ইগনাতিয়াস গানাগো নেনতাসের দ্বিতীয় গোলটি করে সমতা ফেরান ম্যাচে ৷

কিন্তু, বিরতির পর পিএসজি ফের নিজেদের ছন্দে ফেরে ৷ দানিলো পেরেইরার পাসে গোল করে পিএসজি-কে 3-2 গোলে ফের এগিয়ে দেন কিলিয়ান এমবাপে ৷ তিনি পিএসজি-র জার্সিতে মাত্র 247 ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছেন ৷ 2017 সালে 18 বছর বয়সে মোনাকোর বিরুদ্ধে এমবাপে অভিষেক করেছিলেন পিএসজি জার্সিতে ৷ উরুগুয়ে তারকা কাভানি 298 ম্যাচ খেলে 200 গোল করেছিলেন ৷ সাত বছর সময় গেলেছিল কাভানির এই রেকর্ড গড়তে ৷ কিন্তু, মাত্র 6 বছরে সেই রেকর্ড ভেঙে দিলেন 24 বছরের কিলিয়ান এমবাপে ৷

আরও পড়ুন: সুপারমার্কেটে গুলি চালিয়ে মেসিকে বন্দুকবাজদের হুমকি

201 নম্বর গোল করার সুবাদে পিএসজি'র তরফে এমবাপেকে একটি ট্রফি উপহার দেওয়া হয় এদিন ৷ যার মাথায় 201 খোদাই করা রয়েছে ৷ গতকালের 4-2 গোলে জয়ের পর পিএসজি তাঁদের নিকটতম প্রতিপক্ষ মার্সেই'য়ের তুলনায় 11 পয়েন্টে এগিয়ে গেল ৷ পিএসজি এই মুহূর্তে 1 নম্বরে রয়েছে ৷ পিএসজি এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে জার্মানি যাবে ৷ সেখানে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে প্রি-কোয়ার্টারের ফিরতি লেগের ম্যাচ খেলবে তাঁরা ৷ পিএসজি ঘরের মাঠে বায়ার্নের বিরুদ্ধে 0-1 গোলে পিছিয়ে রয়েছে ৷ ফলে কোয়ার্টারে কোয়ালিফাই করতে হলে অন্তত 2 গোলের ব্যবধানে জিততে হবে পিএসজি-কে ৷

প্যারিস, 5 মার্চ: প্যারিস সাঁ জাঁ'র সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ৷ এডিনসন কাভানিকে টপকে ফরাসি ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি ৷ এডিসন কাভানি (Edinson Cavani)-র 200 গোলের রেকর্ড ভেঙে প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে সর্বাধিক গোল করলেন এমবাপে (Highest Goal Scorer for PSG) ৷ বর্তমানে তাঁর গোল সংখ্যা 201 ৷ শনিবার রাতে লিগ ওয়ানে নানতেসের বিরুদ্ধে গোল করে এই রেকর্ড ভাঙেন তিনি ৷ পিএসজি সেই ম্যাচ 4-2 গোলে ম্যাচ জেতে ৷

গত সপ্তাহে কাভানির 200 গোলের রেকর্ডকে স্পর্শ করেছিলেন কিলিয়ান ৷ এই ম্যাচে পিএসজি তাদের 2-0 গোলে এগিয়ে থাকার সুযোগ নষ্ট করে ৷ লিওনেল মেসি প্রথম গোলটি করেন পিএসজি-র হয়ে ৷ এরপর 17 মিনিটে আত্মঘাতী গোলে পিএসজি 2-0 ব্যবধানে এগিয়ে যায় ৷ কিন্তু বিরতির আগেই পিএসজি সেই লিড হাতছাড়া করে ৷ লুডোভিক ব্লাস সফরকারী দলের হয়ে প্রথম গোলটি করেন ৷ এরপর ইগনাতিয়াস গানাগো নেনতাসের দ্বিতীয় গোলটি করে সমতা ফেরান ম্যাচে ৷

কিন্তু, বিরতির পর পিএসজি ফের নিজেদের ছন্দে ফেরে ৷ দানিলো পেরেইরার পাসে গোল করে পিএসজি-কে 3-2 গোলে ফের এগিয়ে দেন কিলিয়ান এমবাপে ৷ তিনি পিএসজি-র জার্সিতে মাত্র 247 ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছেন ৷ 2017 সালে 18 বছর বয়সে মোনাকোর বিরুদ্ধে এমবাপে অভিষেক করেছিলেন পিএসজি জার্সিতে ৷ উরুগুয়ে তারকা কাভানি 298 ম্যাচ খেলে 200 গোল করেছিলেন ৷ সাত বছর সময় গেলেছিল কাভানির এই রেকর্ড গড়তে ৷ কিন্তু, মাত্র 6 বছরে সেই রেকর্ড ভেঙে দিলেন 24 বছরের কিলিয়ান এমবাপে ৷

আরও পড়ুন: সুপারমার্কেটে গুলি চালিয়ে মেসিকে বন্দুকবাজদের হুমকি

201 নম্বর গোল করার সুবাদে পিএসজি'র তরফে এমবাপেকে একটি ট্রফি উপহার দেওয়া হয় এদিন ৷ যার মাথায় 201 খোদাই করা রয়েছে ৷ গতকালের 4-2 গোলে জয়ের পর পিএসজি তাঁদের নিকটতম প্রতিপক্ষ মার্সেই'য়ের তুলনায় 11 পয়েন্টে এগিয়ে গেল ৷ পিএসজি এই মুহূর্তে 1 নম্বরে রয়েছে ৷ পিএসজি এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে জার্মানি যাবে ৷ সেখানে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে প্রি-কোয়ার্টারের ফিরতি লেগের ম্যাচ খেলবে তাঁরা ৷ পিএসজি ঘরের মাঠে বায়ার্নের বিরুদ্ধে 0-1 গোলে পিছিয়ে রয়েছে ৷ ফলে কোয়ার্টারে কোয়ালিফাই করতে হলে অন্তত 2 গোলের ব্যবধানে জিততে হবে পিএসজি-কে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.