ETV Bharat / sports

আগামী বছর অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর জাপান : সুগা - প্যানডেমিক

সুগা শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বলেন, "পরের বছরের গ্রীষ্মে, জাপান টোকিও অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমসের আয়োজন করতে বদ্ধপরিকর ৷’’

জাপানের প্রধানমন্ত্রী যোশিহদে সুগা
জাপানের প্রধানমন্ত্রী যোশিহদে সুগা
author img

By

Published : Sep 26, 2020, 7:42 PM IST

টোকিও, 26 সেপ্টেম্বর : জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন যে তাঁর দেশ 2021 সালে টোকিও অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমসের আয়োজন করতে বদ্ধপরিকর ৷ তাঁরা প্রমাণ করতে চান যে মানবতা COVID-19 প্যানডেমিককে পরাজিত করেছে।

সুগা শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বলেন, "পরের বছরের গ্রীষ্মে, জাপান টোকিও অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমসের আয়োজন করতে বদ্ধপরিকর ৷ কারণ আমরা প্রমাণ করতে চাই যে মানবতা প্যানডেমিককে পরাজিত করেছে। নিরাপদ ও সুরক্ষিত খেলাধুলোয় আপনাকে স্বাগত জানাতে আমরা সমস্ত রকমের প্রয়াস করব ৷ ’’

টোকিও অলিম্পিক গেমস চলতি বছরের 24 জুলাই থেকে 9 অগাস্ট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৷ কোরোনা প্যানডেমিকের কারণে 2021 পর্যন্ত স্থগিত করা হয়েছে । এই খেলাগুলি ফের 23 জুলাই থেকে 8 অগাস্ট, 2021 পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) সভাপতি থমাস বাচ বলেন যে টোকিও অলিম্পিক -2020 আয়োজন করার জন্য ভ্যাকসিন এবং ব়্যাপিড টেস্ট কোনও সমাধান হতে পারে না ৷ তবে এই ভ্যাকসিনটি আগামী বছরের গেমস আয়োজনে সহায়তা করবে । সাম্প্রতিক IOC বোর্ডের বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে বাচকে ভ্যাকসিন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ৷ তখন তিনি একথা বলেন ৷

টোকিও, 26 সেপ্টেম্বর : জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন যে তাঁর দেশ 2021 সালে টোকিও অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমসের আয়োজন করতে বদ্ধপরিকর ৷ তাঁরা প্রমাণ করতে চান যে মানবতা COVID-19 প্যানডেমিককে পরাজিত করেছে।

সুগা শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বলেন, "পরের বছরের গ্রীষ্মে, জাপান টোকিও অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমসের আয়োজন করতে বদ্ধপরিকর ৷ কারণ আমরা প্রমাণ করতে চাই যে মানবতা প্যানডেমিককে পরাজিত করেছে। নিরাপদ ও সুরক্ষিত খেলাধুলোয় আপনাকে স্বাগত জানাতে আমরা সমস্ত রকমের প্রয়াস করব ৷ ’’

টোকিও অলিম্পিক গেমস চলতি বছরের 24 জুলাই থেকে 9 অগাস্ট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৷ কোরোনা প্যানডেমিকের কারণে 2021 পর্যন্ত স্থগিত করা হয়েছে । এই খেলাগুলি ফের 23 জুলাই থেকে 8 অগাস্ট, 2021 পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) সভাপতি থমাস বাচ বলেন যে টোকিও অলিম্পিক -2020 আয়োজন করার জন্য ভ্যাকসিন এবং ব়্যাপিড টেস্ট কোনও সমাধান হতে পারে না ৷ তবে এই ভ্যাকসিনটি আগামী বছরের গেমস আয়োজনে সহায়তা করবে । সাম্প্রতিক IOC বোর্ডের বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে বাচকে ভ্যাকসিন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ৷ তখন তিনি একথা বলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.