ETV Bharat / sports

Jamshid on Kiyan : বড় ম্যাচের নতুন তারাকে ফোকাস ঠিক রাখার পরামর্শ বাবা জামশিদের

ডার্বিতে গোলের স্মৃতি নাসিরি পরিবারে নতুন নয়। কিন্তু শনিবাসরীয় সন্ধের ছবিটা ভিন্ন। ডার্বিতে পরিবর্ত হিসেবে মাঠে নেমে হ্যাটট্রিকের নজির এই প্রথম (Kiyan Nassiri made history to score hattrick as substitute in Kolkata Derby)।

Jamshid Nassiri advises son Kiyan
বড় ম্যাচের নতুন তারাকে ফোকাস ঠিক রাখতে বলছেন বাবা জামশিদ
author img

By

Published : Jan 30, 2022, 8:24 AM IST

কলকাতা, 30 জানুয়ারি : চার দশক আগে ছাত্রাবস্থায় পা রেখেছিলেন কলকাতা ময়দানে। সঙ্গী ছিলেন মজিদ বিশকার এবং খাবাজি। ইরানিয়ান জামশিদ নাসিরির বাকিটা ইতিহাস হয়ে রয়ে গিয়েছে ময়দানের সবুজ ঘাসে। আশির দশকে কত সোনালি বিকেলে ময়দানকে মুগ্ধ করেছে মজিদ বিশকার-জামশিদ নাসিরি জুটি ৷ মজিদ নিঃশব্দে বিদায় নিলেও জামশিদ নাসিরি রয়ে গিয়েছেন তিলোত্তমাতেই। কলকাতা শহরেই জন্ম ছেলে কিয়ানের। বেড়ে ওঠাও এই শহরেই। মোহনবাগান অ্যাকাডেমিতে প্রাথমিক ফুটবল শিক্ষার পর কিবু ভিকুনার কোচিংয়ে সিনিয়র দলে সুযোগ। আই লিগে পরিবর্ত হিসেবে বেশ কিছু ম্যাচে নেমে তাগিদ বুঝিয়েছিলেন ৷ কিন্তু তিনি যে জামশিদ-পুত্র তার ছাপ শনিবার টের পেল ফুটবল-জনতা ৷

কলকাতা থেকে অনেকটাই দূরে বাবার চির প্রতিদ্বন্দ্বী দলের জার্সিতে ভারতীয় ফুটবলের নয়া জ্যোতিষ্ক হিসেবে আবির্ভাব ঘটল কিয়ান নাসিরির ৷ এটিকে-মোহনবাগানের হয়ে আবির্ভাবেই বাইচুং-চিড্ডিদের সঙ্গে একাসনে বছর একুশের কিয়ান ৷ ডার্বিতে গোলের স্মৃতি নাসিরি পরিবারে নতুন নয়। কিন্তু শনিবাসরীয় সন্ধের ছবিটা ভিন্ন। ডার্বিতে পরিবর্ত হিসেবে মাঠে নেমে হ্যাটট্রিকের নজির এই প্রথম (Kiyan Nassiri made history to score hattrick as substitute in Kolkata Derby)। পিতা-পুত্রের গোলের নজিরও এই প্রথম বড় ম্যাচে ৷ ছেলের সাফল্যে বাবা গর্বিত হবেন সেটাই স্বাভাবিক ৷ কিন্তু গর্বিত সিনিয়র নাসিরি কী পরামর্শ দিচ্ছেন জুনিয়রকে ? গর্বিত জামশিদ বলেছেন, "সবে তো শুরু। এখনও অনেক পথ যেতে হবে। ভারতীয় দলের জার্সিতে খেলতে হবে। ফোকাস ঠিক রাখতে বলব ওকে (Jamshid Nassiri advises son Kiyan to keep focus on football)। সুযোগ পেলে তার সদ্ব্যবহার করো ৷ আর বলব সাফল্যে ভেসে না গিয়ে ফের শূন্য থেকে শুরু করতে ৷"

আরও পড়ুন : ISL Kolkata Derby : জুনিয়র নাসিরি'র হ্যাটট্রিকে ফিরতি ডার্বির রঙও সবুজ-মেরুন

সুযোগের সদ্ব্যবহার যে কীভাবে করতে হয় তা যদিও শনিবার পঁচিশ মিনিট মাঠে থেকেই বুঝিয়েছেন জুনিয়র নাসিরি ৷ তিনটে সুযোগ, তিনটেই তেকাঠির মধ্যে। ছারখার এসসি ইস্টবেঙ্গল। নাসিরি বিশ্বাসী ছিলেন ছেলের গোল করার ক্ষমতা নিয়ে। তিনি বলছেন, "আমি জানতাম সুযোগ পেলে ও গোল করবেই। সেটা করেও দেখাল। তবে হ্যাটট্রিক করবে ভাবিনি। পরিবর্ত হিসেবে গোল করার অভ্যেস ওর নতুন নয়। আমার কোচিংয়ে কলকাতা লিগের দ্বিতীয় ডিভিশনে সিএফসির হয়ে অনেক ম্যাচে এরকম সিচুয়েশনে গোল করেছে।" শুরু থেকে কিয়ানকে গড়ে তোলার সময় টেকনিকের উপর জোর দিয়েছিলেন জামশিদ। ফলত বিভিন্ন জায়গায় খেলতে অভ্যস্ত কিয়ান। ডার্বির হ্যাটট্রিক সেই টেকনিকের ফসল বলেই মনে করেন জামশিদ।

প্রাক্তন দল আইএসএল ডার্বিতে এখনও পরাজয়ের অন্ধকারে। শনিবারের ম্যাচে টানটান লড়াই শেষে হার। জামশিদ জানান, ডার্বিতে সুযোগ নষ্ট করলে খেসারত দিতেই হবে। পাশাপাশি শুধুমাত্র রক্ষণ সামলে জয় পাওয়াও ডার্বিতে সম্ভব নয়। সেটাই হয়েছে বলে মনে করেন কিংবদন্তি।

কলকাতা, 30 জানুয়ারি : চার দশক আগে ছাত্রাবস্থায় পা রেখেছিলেন কলকাতা ময়দানে। সঙ্গী ছিলেন মজিদ বিশকার এবং খাবাজি। ইরানিয়ান জামশিদ নাসিরির বাকিটা ইতিহাস হয়ে রয়ে গিয়েছে ময়দানের সবুজ ঘাসে। আশির দশকে কত সোনালি বিকেলে ময়দানকে মুগ্ধ করেছে মজিদ বিশকার-জামশিদ নাসিরি জুটি ৷ মজিদ নিঃশব্দে বিদায় নিলেও জামশিদ নাসিরি রয়ে গিয়েছেন তিলোত্তমাতেই। কলকাতা শহরেই জন্ম ছেলে কিয়ানের। বেড়ে ওঠাও এই শহরেই। মোহনবাগান অ্যাকাডেমিতে প্রাথমিক ফুটবল শিক্ষার পর কিবু ভিকুনার কোচিংয়ে সিনিয়র দলে সুযোগ। আই লিগে পরিবর্ত হিসেবে বেশ কিছু ম্যাচে নেমে তাগিদ বুঝিয়েছিলেন ৷ কিন্তু তিনি যে জামশিদ-পুত্র তার ছাপ শনিবার টের পেল ফুটবল-জনতা ৷

কলকাতা থেকে অনেকটাই দূরে বাবার চির প্রতিদ্বন্দ্বী দলের জার্সিতে ভারতীয় ফুটবলের নয়া জ্যোতিষ্ক হিসেবে আবির্ভাব ঘটল কিয়ান নাসিরির ৷ এটিকে-মোহনবাগানের হয়ে আবির্ভাবেই বাইচুং-চিড্ডিদের সঙ্গে একাসনে বছর একুশের কিয়ান ৷ ডার্বিতে গোলের স্মৃতি নাসিরি পরিবারে নতুন নয়। কিন্তু শনিবাসরীয় সন্ধের ছবিটা ভিন্ন। ডার্বিতে পরিবর্ত হিসেবে মাঠে নেমে হ্যাটট্রিকের নজির এই প্রথম (Kiyan Nassiri made history to score hattrick as substitute in Kolkata Derby)। পিতা-পুত্রের গোলের নজিরও এই প্রথম বড় ম্যাচে ৷ ছেলের সাফল্যে বাবা গর্বিত হবেন সেটাই স্বাভাবিক ৷ কিন্তু গর্বিত সিনিয়র নাসিরি কী পরামর্শ দিচ্ছেন জুনিয়রকে ? গর্বিত জামশিদ বলেছেন, "সবে তো শুরু। এখনও অনেক পথ যেতে হবে। ভারতীয় দলের জার্সিতে খেলতে হবে। ফোকাস ঠিক রাখতে বলব ওকে (Jamshid Nassiri advises son Kiyan to keep focus on football)। সুযোগ পেলে তার সদ্ব্যবহার করো ৷ আর বলব সাফল্যে ভেসে না গিয়ে ফের শূন্য থেকে শুরু করতে ৷"

আরও পড়ুন : ISL Kolkata Derby : জুনিয়র নাসিরি'র হ্যাটট্রিকে ফিরতি ডার্বির রঙও সবুজ-মেরুন

সুযোগের সদ্ব্যবহার যে কীভাবে করতে হয় তা যদিও শনিবার পঁচিশ মিনিট মাঠে থেকেই বুঝিয়েছেন জুনিয়র নাসিরি ৷ তিনটে সুযোগ, তিনটেই তেকাঠির মধ্যে। ছারখার এসসি ইস্টবেঙ্গল। নাসিরি বিশ্বাসী ছিলেন ছেলের গোল করার ক্ষমতা নিয়ে। তিনি বলছেন, "আমি জানতাম সুযোগ পেলে ও গোল করবেই। সেটা করেও দেখাল। তবে হ্যাটট্রিক করবে ভাবিনি। পরিবর্ত হিসেবে গোল করার অভ্যেস ওর নতুন নয়। আমার কোচিংয়ে কলকাতা লিগের দ্বিতীয় ডিভিশনে সিএফসির হয়ে অনেক ম্যাচে এরকম সিচুয়েশনে গোল করেছে।" শুরু থেকে কিয়ানকে গড়ে তোলার সময় টেকনিকের উপর জোর দিয়েছিলেন জামশিদ। ফলত বিভিন্ন জায়গায় খেলতে অভ্যস্ত কিয়ান। ডার্বির হ্যাটট্রিক সেই টেকনিকের ফসল বলেই মনে করেন জামশিদ।

প্রাক্তন দল আইএসএল ডার্বিতে এখনও পরাজয়ের অন্ধকারে। শনিবারের ম্যাচে টানটান লড়াই শেষে হার। জামশিদ জানান, ডার্বিতে সুযোগ নষ্ট করলে খেসারত দিতেই হবে। পাশাপাশি শুধুমাত্র রক্ষণ সামলে জয় পাওয়াও ডার্বিতে সম্ভব নয়। সেটাই হয়েছে বলে মনে করেন কিংবদন্তি।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.