ETV Bharat / sports

ISSF Junior World Championship: 25 মিটার পিস্তলে দলগত বিভাগে সোনা ভারতীয় মহিলা দলের - রিথম সাঙ্গওয়ান

আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারতীয় মহিলা দল ৷ 25 মিটার পিস্তল শুটে মার্কিন শুটিং দলকে হারিয়ে এই পদক জিতেছেন মনু ভাকের, রিথম সাঙ্গওয়ান এবং নাম্যা কাপুররা ৷

issf-junior-world-Championship-india-womens-25m-pistol-team-wins-gold
25 মিটারের দলগত বিভাগে সোনা ভারতীয় মহিলা দলের
author img

By

Published : Oct 7, 2021, 2:08 PM IST

লিমা (পেরু), 7 অক্টোবর : আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে 25 মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতল ভারতের মহিলা দল ৷ পেরুর লিমাতে এই টুর্নামেন্টের আসর বসেছে ৷ মনু ভাকের, রিথম সাঙ্গওয়ান এবং নাম্যা কাপুররা মার্কিন যুক্তরাষ্ট্রের আব্বি রাসেল লেভেরেট, ক্যাটলিন মর্গ্যান আবেলন এবং অ্য়াডা ক্লডিয়াকে 16-4 ফলে হারান ৷

এদিনের ফাইনালে 14 বছরের নাম্যা কাপুর সবাইকে অবাক করে দেন ৷ তিনি নিজের দলের মনু ভাকেরকেও পিছনে ফেলে দেন ৷ যিনি ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ যার পরেই 25 মিটারের পিস্তল শুটে মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতীয় দল ৷ লিমার লাস পালমাস শুটিং রেঞ্জে ভারতীয় মহিলা দলের পারফর্মেন্স মুগ্ধ সবাই ৷ অন্যদিকে, অলিম্পিয়ান ঈশ্বরী প্রতাপ সিং তোমর 50 মিটার রাইফেল শুটের 3 পজিশন বিভাগে সোনা জেতেন ৷ যা ভারতকে দ্বৈত মেডেল ইভেন্টেও সোনা জিততে সাহায্য করেছে ৷

আরও পড়ুন : Woman Wrestler : বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে ইতিহাস কুস্তিগীর অংশুর

অন্যদিকে, পুরুষদের 25 মিটার ফায়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগের ফাইনালে রুপো জিতেছেন ভারতের আদর্শ সিং ৷

আরও পড়ুন : Neeraj Chopra: নীরজকে সোনা এনে দেওয়া বর্শা বিকোচ্ছে কোটিরও বেশি দামে

লিমা (পেরু), 7 অক্টোবর : আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে 25 মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতল ভারতের মহিলা দল ৷ পেরুর লিমাতে এই টুর্নামেন্টের আসর বসেছে ৷ মনু ভাকের, রিথম সাঙ্গওয়ান এবং নাম্যা কাপুররা মার্কিন যুক্তরাষ্ট্রের আব্বি রাসেল লেভেরেট, ক্যাটলিন মর্গ্যান আবেলন এবং অ্য়াডা ক্লডিয়াকে 16-4 ফলে হারান ৷

এদিনের ফাইনালে 14 বছরের নাম্যা কাপুর সবাইকে অবাক করে দেন ৷ তিনি নিজের দলের মনু ভাকেরকেও পিছনে ফেলে দেন ৷ যিনি ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ যার পরেই 25 মিটারের পিস্তল শুটে মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতীয় দল ৷ লিমার লাস পালমাস শুটিং রেঞ্জে ভারতীয় মহিলা দলের পারফর্মেন্স মুগ্ধ সবাই ৷ অন্যদিকে, অলিম্পিয়ান ঈশ্বরী প্রতাপ সিং তোমর 50 মিটার রাইফেল শুটের 3 পজিশন বিভাগে সোনা জেতেন ৷ যা ভারতকে দ্বৈত মেডেল ইভেন্টেও সোনা জিততে সাহায্য করেছে ৷

আরও পড়ুন : Woman Wrestler : বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে ইতিহাস কুস্তিগীর অংশুর

অন্যদিকে, পুরুষদের 25 মিটার ফায়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগের ফাইনালে রুপো জিতেছেন ভারতের আদর্শ সিং ৷

আরও পড়ুন : Neeraj Chopra: নীরজকে সোনা এনে দেওয়া বর্শা বিকোচ্ছে কোটিরও বেশি দামে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.