ETV Bharat / sports

ISL 2022-23: মিশন কেরালার আগে ফুটবলারদের 'পেপ টক' ফেরান্দোর

author img

By

Published : Oct 14, 2022, 7:06 PM IST

আইএসএলে (ISL 2022-23) কেরালা ব্লার্স্টাসের বিরুদ্ধে আগামী রবিবার মাঠে নামবে এটিকে মোহনবাগান (Kerala Blasters FC vs ATK Mohun Bagan) ৷ তার আগে দলকে ওয়েক আপ কল দিলেন অধিনায়ক প্রীতম কোটাল ৷ সেই সঙ্গে কোচ জুয়ান ফেরান্দোয় মোহনবাগান ফুটবলাদের উদ্বুদ্ধ করার কাজ করছেন ৷

isl-2022-23-kerala-blasters-fc-vs-atk-mohun-bagan
isl-2022-23-kerala-blasters-fc-vs-atk-mohun-baganisl-2022-23-kerala-blasters-fc-vs-atk-mohun-bagan

কলকাতা, 14 অক্টোবর: ঘরের মাঠে চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে হারের ধাক্কা সরিয়ে, মিশন কেরালায় চোখ এটিকে মোহনবাগানের (Kerala Blasters FC vs ATK Mohun Bagan) ৷ শুক্রবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে শেষবারের মত নিজেদের ঝালিয়ে নিয়ে রওনা হলেন প্রীতম কোটাল, জনি কাউকোরা ৷ রবিবার ম্যাচ ৷ তার আগে ওয়েক আপ কল ৷ প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও হারের ধাক্কা এখন সবুজ মেরুন শিবিরে ৷ সতর্ক না হলে ফের এই বিপর্যয় হতে পারে বলে মনে করিয়ে দিয়েছেন দলের অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal) ৷

প্রীতম কোটালের মতে, রবিবার প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স যথেষ্ট শক্তিশালী ৷ গত বছর আইএসএলের (ISL 2022-23) সেকেণ্ড বয়রা কঠিন চ্যালেঞ্জ ছুড়তে তৈরি ৷ তাই তাদের বিরুদ্ধে তিন পয়েন্ট পাখির চোখ বলে জানিয়েছেন প্রীতম ৷ রবিবারের ম্যাচের পর 29 অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে বহু প্রতিক্ষিত ডার্বি ৷ বিষয়টি যে জুয়ান ফেরান্দোর সাজঘরে ঢুকে পড়েছে তা প্রীতমের কথায় পরিষ্কার ৷ তিনি বলেন, “কেরালার বিরুদ্ধে খেলার পরে আমরা ডার্বিতে নামব ৷ তার আগে কেরালার বিরুদ্ধে জয়টা জরুরি ৷ তাহলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামতে পারব ৷’’

তবে, পরাজয় দিয়ে লিগের যাত্রা শুরু হওয়াটা এখনও খচখচ করছে প্রীতমের মনে ৷ তাই নিয়ে হতাশ হওয়ার চেয়ে সামনে তাকাতে চান তিনি ৷ বলছেন, “প্রথম ম্যাচটা জিততে পারলে ভালো হত ৷ লিগ সবে শুরু হয়েছে ৷ চেন্নাইয়নের বিরুদ্ধে আমরা যেভাবে শুরু করেছিলাম, তাতে মনে হয়েছিল বড় ব্যবধানে জিতব ৷ চলতি মরশুমের প্রতিটি ম্যাচ ভালোভাবে শুরু করলেও, তা শেষ পর্যন্ত ধরে রাখতে পারছি না ৷ গোল করলেও ধরে রাখতে পারছি না ৷ এই খামতিটা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি ৷ কোচও আমাদের উদ্বুদ্ধ করছেন ৷ ভুল ত্রুটি শোধরানোর চেষ্টা চলছে, এখন দেখা যাক ৷’’

আরও পড়ুন: গোয়ার কাছে শেষমুহূর্তের গোলে হার, ঘরের মাঠে আইএসএল আত্মপ্রকাশে বিবর্ণ লাল-হলুদ

চেন্নাইয়নের বিরুদ্ধে দারুণ শুরু করেও ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল এটিকে মোহনবাগান ৷ একমাত্র জনি কাউকো ছাড়া দলের বাকি বিদেশিরা প্রত্যাশিত ছন্দের ধারে কাছে ছিলেন না ৷ প্রথম একাদশে লিস্টন কোলাসোকে না রেখে দল নামানো ছিল জুয়ান ফেরান্দোর (Juan Fernando) কৌশলের ভুল ৷ অন্তত ফুটবল পণ্ডিতরা সেটাই মনে করছেন ৷ অনেকেই বলছেন, হারের ধাক্কা সামলানো কঠিন হতে পারে ৷ যদিও প্রীতম সহমত নন ৷

প্রীতমের মতে, ‘‘কেরালা ম্যাচে হারের প্রভাব পড়বে বলে আমি মনে করি না ৷ প্রতিযোগিতার অন্যতম সেরা দল আমরা ৷ গোলের সুযোগ তৈরি থেকে গোল করা, সবই হচ্ছে ৷ কিন্তু, মনসংযোগের ঘাটতিতে লক্ষ্যপূরণ হচ্ছে না ৷ আশা করছি, কেরালা ম্যাচ থেকেই আমরা পুরো পয়েন্ট নিয়ে ফিরব ৷’’ ডুরাণ্ড কাপ, এএফসি কাপের ব্যর্থতা সরিয়ে আইএসএলে ঘুরে দাঁড়ানোর ডাক এটিকে মোহনবাগানের ৷ কিন্তু, শুরুটা ভালো হয়নি ৷ সমালোচিত হয়েছে কোচের কৌশল ৷ এই অবস্থায় মিশন কেরালা শুধু ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নয়, সমালোচকদের আপাতত ঠাণ্ডা করার ম্যাচও বটে ৷

কলকাতা, 14 অক্টোবর: ঘরের মাঠে চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে হারের ধাক্কা সরিয়ে, মিশন কেরালায় চোখ এটিকে মোহনবাগানের (Kerala Blasters FC vs ATK Mohun Bagan) ৷ শুক্রবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে শেষবারের মত নিজেদের ঝালিয়ে নিয়ে রওনা হলেন প্রীতম কোটাল, জনি কাউকোরা ৷ রবিবার ম্যাচ ৷ তার আগে ওয়েক আপ কল ৷ প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও হারের ধাক্কা এখন সবুজ মেরুন শিবিরে ৷ সতর্ক না হলে ফের এই বিপর্যয় হতে পারে বলে মনে করিয়ে দিয়েছেন দলের অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal) ৷

প্রীতম কোটালের মতে, রবিবার প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স যথেষ্ট শক্তিশালী ৷ গত বছর আইএসএলের (ISL 2022-23) সেকেণ্ড বয়রা কঠিন চ্যালেঞ্জ ছুড়তে তৈরি ৷ তাই তাদের বিরুদ্ধে তিন পয়েন্ট পাখির চোখ বলে জানিয়েছেন প্রীতম ৷ রবিবারের ম্যাচের পর 29 অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে বহু প্রতিক্ষিত ডার্বি ৷ বিষয়টি যে জুয়ান ফেরান্দোর সাজঘরে ঢুকে পড়েছে তা প্রীতমের কথায় পরিষ্কার ৷ তিনি বলেন, “কেরালার বিরুদ্ধে খেলার পরে আমরা ডার্বিতে নামব ৷ তার আগে কেরালার বিরুদ্ধে জয়টা জরুরি ৷ তাহলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামতে পারব ৷’’

তবে, পরাজয় দিয়ে লিগের যাত্রা শুরু হওয়াটা এখনও খচখচ করছে প্রীতমের মনে ৷ তাই নিয়ে হতাশ হওয়ার চেয়ে সামনে তাকাতে চান তিনি ৷ বলছেন, “প্রথম ম্যাচটা জিততে পারলে ভালো হত ৷ লিগ সবে শুরু হয়েছে ৷ চেন্নাইয়নের বিরুদ্ধে আমরা যেভাবে শুরু করেছিলাম, তাতে মনে হয়েছিল বড় ব্যবধানে জিতব ৷ চলতি মরশুমের প্রতিটি ম্যাচ ভালোভাবে শুরু করলেও, তা শেষ পর্যন্ত ধরে রাখতে পারছি না ৷ গোল করলেও ধরে রাখতে পারছি না ৷ এই খামতিটা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি ৷ কোচও আমাদের উদ্বুদ্ধ করছেন ৷ ভুল ত্রুটি শোধরানোর চেষ্টা চলছে, এখন দেখা যাক ৷’’

আরও পড়ুন: গোয়ার কাছে শেষমুহূর্তের গোলে হার, ঘরের মাঠে আইএসএল আত্মপ্রকাশে বিবর্ণ লাল-হলুদ

চেন্নাইয়নের বিরুদ্ধে দারুণ শুরু করেও ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল এটিকে মোহনবাগান ৷ একমাত্র জনি কাউকো ছাড়া দলের বাকি বিদেশিরা প্রত্যাশিত ছন্দের ধারে কাছে ছিলেন না ৷ প্রথম একাদশে লিস্টন কোলাসোকে না রেখে দল নামানো ছিল জুয়ান ফেরান্দোর (Juan Fernando) কৌশলের ভুল ৷ অন্তত ফুটবল পণ্ডিতরা সেটাই মনে করছেন ৷ অনেকেই বলছেন, হারের ধাক্কা সামলানো কঠিন হতে পারে ৷ যদিও প্রীতম সহমত নন ৷

প্রীতমের মতে, ‘‘কেরালা ম্যাচে হারের প্রভাব পড়বে বলে আমি মনে করি না ৷ প্রতিযোগিতার অন্যতম সেরা দল আমরা ৷ গোলের সুযোগ তৈরি থেকে গোল করা, সবই হচ্ছে ৷ কিন্তু, মনসংযোগের ঘাটতিতে লক্ষ্যপূরণ হচ্ছে না ৷ আশা করছি, কেরালা ম্যাচ থেকেই আমরা পুরো পয়েন্ট নিয়ে ফিরব ৷’’ ডুরাণ্ড কাপ, এএফসি কাপের ব্যর্থতা সরিয়ে আইএসএলে ঘুরে দাঁড়ানোর ডাক এটিকে মোহনবাগানের ৷ কিন্তু, শুরুটা ভালো হয়নি ৷ সমালোচিত হয়েছে কোচের কৌশল ৷ এই অবস্থায় মিশন কেরালা শুধু ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নয়, সমালোচকদের আপাতত ঠাণ্ডা করার ম্যাচও বটে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.