ETV Bharat / sports

Olympic Committee suspends Russia: রাশিয়াকে বরখাস্ত করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, প্যারিসে নেই ইসিনবায়েভার দেশ - International Olympic Committee suspends Russian Olympic Committee with immediate effect

নিয়ম বিরোধী কাজের জন্য় রাশিয়ান অলিম্পিক কমিটিকে বরখাস্ত করল ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটি ৷ তবে দেশের প্রতিনিধিত্ব না করলেও তাঁরা ব্যক্তিগতভাবে প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 7:50 PM IST

Updated : Oct 12, 2023, 9:22 PM IST

লুসেন, 12 অক্টোবর: রাশিয়ান অলিম্পিক কমিটিকে সাসপেন্ড করল ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটি ৷ অর্থাৎ প্যারিস অলিম্পিকে এবার আর দেখা যাবে না রাশিয়াকে ৷ গত 5 অক্টোবর রাশিয়ান অলিম্পিক কমিটি যে একতরফা সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম বিরুদ্ধ ৷ ঠিক কী সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়ান অলিম্পিক কমিটি? কমিটি বেশকিছু আঞ্চলিক ক্রীড়া সংগঠনকে তাদের সদস্য হিসাবে ঘোষণা করে ৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দাবি এই সংস্থাগুলি(দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক এবং জাপোরিঝিয়া) ইউক্রেনের জাতীয় অলিম্পিক কমিটির কর্তৃত্বাধীন ৷ আর এই নিয়মবিরুদ্ধ কাজের জন্যই রাশিয়ান অলিম্পিক কমিটিকে বরখাস্ত করল অলিম্পিকের গভর্নিং বডি ৷

শুক্রবার একটি বিজপ্তি জারি করে তারা জানিয়েছে, "রাশিয়ান অলিম্পিক কমিটি এখন থেকে আর জাতীয় অলিম্পিক কমিটি থাকবে না ৷ তারা এই অলিম্পিকের জন্য় কোনও আর্থিক অনুদানও পাবে না ৷" তবে কমিটি কর্তৃপক্ষ এও জানিয়েছে যে রাশিয়াকে বাতিল করা হয়েছে ঠিকই তবে রাশিয়ান খেলোয়াড়রা অলিম্পিকে অংশ নিতে পারবেন ৷ কিন্তু সেক্ষেত্রে তাঁরা দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না ৷ তবে খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন ৷ এক্ষেত্রে রাশিয়ার পাসপোর্ট ব্যবহার করতে পারবেন তাঁরা ৷ তাঁদের গণ্য করা হবে নিরেপেক্ষ খেলোয়াড় হিসাবেই ৷

অন্যদিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আগামী সেশন রয়েছে ভারতেই ৷ মুম্বইয়ে অলিম্পিক কমিটির 141তম এই সেশনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সেশনেই ক্রিকেট-সহ অন্যান্য খেলাগুলির অন্তর্ভুক্তিকরণ নিয়ে আলোচনা হতে পারে ৷ তবে তার আগেই সামনে এল রাশিয়ান অলিম্পিক কমিটিকে বরখাস্ত করার সিদ্ধান্ত ৷ এর আগে টোকিয়ো অলিম্পিকেও অংশগ্রহণ করতে পারেনি রাশিয়া ৷ 2019 সালে রাষ্ট্র নিয়ন্ত্রিত ডোপিংয়ের কারণে চার বছরের জন্য বরখাস্ত করা হয় রাশিয়াকে ৷ তবে সে দেশের 335 জন অ্যাথলিট নিরপেক্ষ হিসেবে অংশ নিয়েছিলেন অলিম্পিকসে ৷

আরও পড়ুন: চোট সারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ফিরছেন উইলিয়ামসন, তবে সাউদি ফিট নন এখনও

লুসেন, 12 অক্টোবর: রাশিয়ান অলিম্পিক কমিটিকে সাসপেন্ড করল ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটি ৷ অর্থাৎ প্যারিস অলিম্পিকে এবার আর দেখা যাবে না রাশিয়াকে ৷ গত 5 অক্টোবর রাশিয়ান অলিম্পিক কমিটি যে একতরফা সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম বিরুদ্ধ ৷ ঠিক কী সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়ান অলিম্পিক কমিটি? কমিটি বেশকিছু আঞ্চলিক ক্রীড়া সংগঠনকে তাদের সদস্য হিসাবে ঘোষণা করে ৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দাবি এই সংস্থাগুলি(দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক এবং জাপোরিঝিয়া) ইউক্রেনের জাতীয় অলিম্পিক কমিটির কর্তৃত্বাধীন ৷ আর এই নিয়মবিরুদ্ধ কাজের জন্যই রাশিয়ান অলিম্পিক কমিটিকে বরখাস্ত করল অলিম্পিকের গভর্নিং বডি ৷

শুক্রবার একটি বিজপ্তি জারি করে তারা জানিয়েছে, "রাশিয়ান অলিম্পিক কমিটি এখন থেকে আর জাতীয় অলিম্পিক কমিটি থাকবে না ৷ তারা এই অলিম্পিকের জন্য় কোনও আর্থিক অনুদানও পাবে না ৷" তবে কমিটি কর্তৃপক্ষ এও জানিয়েছে যে রাশিয়াকে বাতিল করা হয়েছে ঠিকই তবে রাশিয়ান খেলোয়াড়রা অলিম্পিকে অংশ নিতে পারবেন ৷ কিন্তু সেক্ষেত্রে তাঁরা দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না ৷ তবে খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন ৷ এক্ষেত্রে রাশিয়ার পাসপোর্ট ব্যবহার করতে পারবেন তাঁরা ৷ তাঁদের গণ্য করা হবে নিরেপেক্ষ খেলোয়াড় হিসাবেই ৷

অন্যদিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আগামী সেশন রয়েছে ভারতেই ৷ মুম্বইয়ে অলিম্পিক কমিটির 141তম এই সেশনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সেশনেই ক্রিকেট-সহ অন্যান্য খেলাগুলির অন্তর্ভুক্তিকরণ নিয়ে আলোচনা হতে পারে ৷ তবে তার আগেই সামনে এল রাশিয়ান অলিম্পিক কমিটিকে বরখাস্ত করার সিদ্ধান্ত ৷ এর আগে টোকিয়ো অলিম্পিকেও অংশগ্রহণ করতে পারেনি রাশিয়া ৷ 2019 সালে রাষ্ট্র নিয়ন্ত্রিত ডোপিংয়ের কারণে চার বছরের জন্য বরখাস্ত করা হয় রাশিয়াকে ৷ তবে সে দেশের 335 জন অ্যাথলিট নিরপেক্ষ হিসেবে অংশ নিয়েছিলেন অলিম্পিকসে ৷

আরও পড়ুন: চোট সারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ফিরছেন উইলিয়ামসন, তবে সাউদি ফিট নন এখনও

Last Updated : Oct 12, 2023, 9:22 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.