কলকাতা, 22 সেপ্টেম্বর: কলকাতা ম্যারাথনের ঢাকে কাঠি ৷ টাটা স্টিলের উদ্যোগে তিলোত্তমায় আয়োজিত হতে চলেছে টাটা স্টিল 25কে–এর অষ্টম সিজনের ৷ 17 ডিসেম্বর রবিবার, শীতের মরশুমে কলকাতার রাস্তায় ম্যারাথন দৌড় শুরু হবে ৷ মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে এ দিন মেগা ম্যারাথনের উদ্বোধন হল ৷ এবার শুরু সলতে পাকানোর ৷
প্রতিবছর বিশ্বসেরা ক্রীড়াব্যক্তিত্বরা ফ্ল্যাগ অফ করেন ৷ উৎসাহিত করতে মঞ্চে থাকেন রাজ্যপাল স্বয়ং। অনেক টলিউড তারকা এই ম্যারাথনে অংশ নেন ৷ শুধু শহরের ম্যারাথনাররা নন, ভিন প্রদেশ এবং বিদেশি ম্যারাথনাররাও এই কলকাতা ম্যারাথনে অংশ নেন ৷ সেই অর্থে টাটা স্টিল 25কে ম্যারাথন আসলে আর্ন্তজাতিক প্রতিযোগিতা ৷ এ বছর 17 ডিসেম্বর কলকাতা ম্যারাথন অনুষ্ঠিত হবে ৷ তার দিন ঘোষণার অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের ৷
টলি ডিভা বলছেন, ‘‘ফিটনেস বজায় রাখতে দৌড় সেরা উপায় ৷ তাই শহরবাসীকে ওই দিন ঠান্ডা উপেক্ষা করে রাস্তায় নামতে হবে ৷’’ এছাড়া উপস্থিত ছিলেন টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসের সহ-সভাপতি চাণক্য চৌধুরি, মেয়র পারিষদ দেবাশিস কুমার, কলকাতার পুলিশ কমিশনার বীনিত গোয়েল, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং রাজ্য অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের কমল মৈত্র-সহ আরও অনেকে ৷
আরও পড়ুন: তিলোত্তমার পুজোর আনন্দে বোনাস, মহালয়ার পরেই শহরে রোনাল্ডিনহো
প্রতিবছরের মতো এবছরও আন্তর্জাতিক কলকাতা ম্যারাথনের সূচনা হবে রেড রোড থেকে ৷ আজ 22 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে কলকাতা ম্যারাথনে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া ৷ তিলোত্তমার বুকে আয়োজিত এই ম্যারাথন উৎসবে অংশ নিতে ইচ্ছুকরা Tatasteelkolkata25k.procam.in-এ গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন ৷ নাম দেওয়ার প্রক্রিয়া চলবে 24 নভেম্বর পর্যন্ত ৷ দিন ঘোষণা হলেও, কে হতে চলেছেন এ বারের কলকাতা ম্যারাথনের মুখ ? তা ঘোষণা করেনি আয়োজকরা ৷ বেশ কয়েকজন আর্ন্তজাতিক ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে আয়োজকরা কথা বলছেন বলে জানা গিয়েছে ৷