ফোর্ট লডারডেল, 12 ডিসেম্বর: অবশেষে সৌদি আরবে ফের একবার মুখোমুখি হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি ৷ সৌদিতে আয়োজিত রিয়াদ সিজন কাপে অংশ নেবেন এই দুই মহাতারকা ৷ মার্কিন স্থানীয় সময় সোমবার ইন্টার মিয়ামি কর্তৃপক্ষ তাদের রিয়াদ সিজন কাপে খেলার বিষয়টি নিশ্চিত করেছে ৷ তারা জানিয়েছে, তিন দলের এই টুর্নামেন্টে তারা দু’টি ম্যাচ খেলবে ৷ ইন্টার মিয়ামির প্রথম ম্যাচ 29 জানুয়ারি আল হিলালের বিরুদ্ধে ৷ আর রোনাল্ডোর আল নাসেরের বিরুদ্ধে 1 ফেব্রুয়ারি নামবে মেসির ইন্টার মিয়ামি ৷
মার্কিন মেজর লিগের এই দলের স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হেন্ডারসন বলেন, ‘‘এই ম্যাচগুলি আমাদের দলের গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা নেবে ৷ যা নতুন ফুটবল মরশুমে আমাদের অনেক সাহায্য করবে ৷ আল হিলাল এবং আল নাসেরের মতো উন্নতমানের দু’টি দলের বিপক্ষে খেলার জন্য আমরা মুখিয়ে রয়েছি ৷ উল্লেখ্য, এর আগে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট 35টি ম্যাচে মুখোমুখি হয়েছেন এলএম 10 এবং সিআর 7 ৷ যেখানে 16 ম্যাচে মেসির দল জিতেছে ৷ আর 10টি ম্যাচে জিতেছে রোনাল্ডোর ৷ বাকি 9 ম্যাচ ড্র করেছে দুই মহাতারকার দল ৷
গত মাসে যখন প্রথমবার রিয়াদ সিজন কাপে ইন্টার মিয়ামির খেলার কথা আয়োজকরা জানিয়েছিল, তখন মার্কিন ক্লাবের তরফে এ নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি ৷ সেই সময় ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের প্রি-সিজনের সূচি তৈরি হয়নি ৷ সেই সূচি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল ইন্টার মিয়ামি ৷ তবে, রিয়াদ সিজন কাপ প্রি-সিজন ম্যাচ হিসেবেই রিয়াদ সিজন কাপ খেলবে ৷ রিয়াদ সিজন কাপের গত অধ্যায়ে ফ্রান্সের প্যারিস সাঁ জা খেলেছিল ৷ সেই সময় লিগ ওয়ানের এই দলে ছিলেন মেসি ৷ এবার ইন্টার মিয়ামির হয়ে ফের এই টুর্নামেন্ট খেলবেন মেসি ৷
উল্লেখ্য, শুধু মেসি বনাম রোনাল্ডো নয় ৷ রিয়াদ সিজন কাপে মেসি বনাম নেইমার দ্বৈরথ দেখার সুযোগ পাবে ফুটবল বিশ্ব ৷ এই মরশুমের মাঝামাঝি সময়ে নেইমার জুনিয়র সৌদি লিগের দল আল হিলালে সই করেছেন ৷ তাই রিয়াদ সিজন কাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র তিনজনকেই খেলতে দেখা যাবে ৷
আরও পড়ুন: