নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: হ্যাংঝাউ এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের দলগত ইভেন্টে সোনা জয়ের লড়াইয়ে সেরা হিসেবে নামবে ভারত ৷ এমনটাই মনে করেন তরুণ ভারতীয় শাটলার লক্ষ্য সেন ৷ তাঁর মতে, থমাস কাপ (ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ) জয়ী ভারতীয় দল এশিয়ান গেমসে সেরা হিসেবে নামতে চলেছে ৷ এমনকী এশিয়ান গেমসের মঞ্চে ভারতের অলিম্পিক এবং বিশ্ব অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার সঙ্গে দেখা করার স্বপ্নের কথাও জানিয়েছেন লক্ষ্য সেন ৷
2021 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন লক্ষ্য সেন ৷ যিনি 2022 সালের মে মাসে ভারতের থমাস কাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন ৷ আর তাই তাঁর বিশ্বাস 23 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়ান গেমসে ভারত সোনা জেতার লড়াইয়ে সেরা প্রতিযোগী দল হিসেবে কোর্টে নামবে ৷ তাঁর কথায়, ‘‘একেবারেই, দল হিসেবে আমরা খুবই ভালো ৷ এটা সেই একই দল, যাঁরা গতবার থমাস কাপ জিতেছিল ৷ আমরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলাম ৷’’
আত্মবিশ্বাসী লক্ষ্য সেন বলেন, ‘‘আমি মনে করি যে সকল খেলোয়াড় আমাদের বিরুদ্ধে খেলবে, তাঁরা নিশ্চয়ই জানে ভারতের বিরুদ্ধে ম্যাচ কখনই সহজ হবে না ৷ কারণ, আমরা বিশ্বের যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখি ৷’’ সেই সঙ্গে এশিয়ান গেমসে কী কী বিষয়ে ভারতীয় দলকে কাজ করতে হবে, সেটাও উল্লেখ করেছেন লক্ষ্য সেন ৷
আরও পড়ুন: জাতীয় দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ! হ্যাংঝাউ পাড়ি দেওয়ার আগে ক্ষোভপ্রকাশ ইগর স্টিম্যাচের
ভারতীয় শাটলার জানিয়েছেন, ভারতীয় দলের খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের অভাব নেই ৷ সকল শাটলারদের মধ্যে অসাধারণ বোঝাপড়া রয়েছে এবং সেটাকে কীভাবে কাজে লাগাতে হয়, তা তাঁরা ভালোভাবেই জানেন ৷ তবে, সতর্কও থাকার কথা উল্লেখ করেছেন লক্ষ্য সেন ৷ তাঁর মতে, বাকি দলগুলিও কঠিন লড়াই দেবে ৷ তাই কোর্টে নেমে তাঁরা নিজেদের সেরাটা দেবেন ৷
লক্ষ্য সেন 2018 যুব অলিম্পিক্সে রুপোর পদক জিতেছিলেন ৷ এর পর 2022 সালে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন তিনি ৷ তবে, এশিয়ান গেমসের 19 তম সিজনে শুধুমাত্র ভারতের দলগত প্রতিযোগিতায় অংশ নেবেন লক্ষ্য সেন ৷ তিনি পুরুষদের সিঙ্গলস ইভেন্টে অংশ নিচ্ছেন না ৷