ETV Bharat / sports

Asian Games 2023: পাকিস্তানকে হারিয়ে দশম সোনা দিল পুরুষ স্কোয়াশ দল, ইটিভি ভারতকে প্রতিক্রিয়া দিলেন উচ্ছ্বসিত সৌরভ - Indian mens Squash team

রোহন বোপান্না-রুতুজা ভোসলে জুটি টেনিস মিক্সড ডাবলসে সোনা দেওয়ার পর পোডিয়াম শীর্ষে ফিনিশ করল পুরুষদের স্কোয়াশ দল ৷ স্বর্ণপদক ম্য়াচে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল পুরুষ দল ৷

Asian Games 2023
এশিয়াডে সোনার স্বাদ দেশের পুরুষ স্কোয়াশ দলের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 3:55 PM IST

Updated : Sep 30, 2023, 8:54 PM IST

সোনা জয়ের পর প্রতিক্রিয়া সৌরভের

হ্যাংঝাউ, 30 সেপ্টেম্বর: এশিয়াডের অষ্টমদিনে ভারতের ঘরে এল দ্বিতীয় সোনা ৷ রোহন বোপান্না-রুতুজা ভোসলে জুটি টেনিস মিক্সড ডাবলসে সোনা দেওয়ার পর পোডিয়াম শীর্ষে ফিনিশ করল পুরুষদের স্কোয়াশ দল ৷ স্বর্ণপদক ম্য়াচে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল পুরুষ দল ৷ 2014 ইঞ্চেয়ন এশিয়াডের পর ফের দলগত বিভাগে দেশকে সোনা এনে দিলেন অভয় সিং-সৌরভ ঘোষালরা ৷

স্কোয়াশ দলের বাকি দুই সদস্য মহেশ মানগাওঁকর এবং হরিন্দর সান্ধু ৷ বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে আগামী 14 অক্টোবর মুখোমুখি হচ্ছে যুযুধান দুই প্রতিপক্ষ ৷ তার আগে শনিবার ভারত-পাকিস্তান রুদ্ধশ্বাস স্কোয়াশ ম্যাচের সাক্ষী থাকল হ্যাংঝাউ এশিয়ান গেমস ৷ পুল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে 1-2 ব্য়বধানে হারতে হয়েছিল ভারতীয় দলকে ৷ সেক্ষেত্রে বদলার ম্যাচ জিতে সোনার পদক গলায় ঝোলাল ভারতীয় পুরুষ স্কোয়াশ দল ৷

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের পক্ষে ম্য়াচের ফল 2-1 ৷ পিছিয়ে পড়া ম্যাচে নির্ণায়ক গেমে 3-2 ব্যবধানে জয় এনে দিয়ে ভারতের সোনা জয়ের নায়ক চেন্নাইয়ের অভয় সিং ৷ নূর জামানের বিরুদ্ধে জোড়া ম্যাচে পয়েন্ট বাঁচিয়ে শেষ হাসি হাসেন তিনি ৷ তবে পিছিয়ে পড়ে প্রত্যাঘাত হেনে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন সৌরভ ঘোষাল ৷ মহম্মদ আসিমকে 3-0 ব্যবধানে হারিয়ে দেন কলকাতার ছেলে ৷

আরও পড়ুন: এশিয়াডে টেনিসে এল প্রথম সোনা, ভারতকে পদক এনে দিল রুতুজা-বোপান্না জুটি

ফাইনালের প্রথম গেম এদিন পাক প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে বসেন মহেশ মানগাওঁকর ৷ ইকবাল নাসিরের কাছে 0-3 ব্যবধানেই হারতে হয় মুম্বইকরকে ৷ তবে মহেশের ব্যর্থতা ঢেকে দেশকে দশম সোনা এনে দিলেন অভয় এবং সৌরভ ৷ ন'বছর আগে ইঞ্চেয়নে পুরুষ স্কোয়াশ দল শেষবার যখন সোনা জিতেছিল, সেই দলেরও সদস্য ছিলেন সৌরভ এবং মহেশ ৷ সেবার মালয়েশিয়াকে হারিয়ে পোডিয়াম টপ ফিনিশ করেছিল দল ৷ এবার প্রতিপক্ষ পাকিস্তান হওয়ায় আনন্দটা স্বাভাবিভাবেই দ্বিগুণ ৷ 2010 গুয়াংঝৌউ এশিয়াডে এই ইভেন্টে শেষবার সোনা এসেছিল পাকিস্তানের ঘরে ৷

সোনা জয়ের পর ইটিভি ভারতের সঙ্গে হ্যাংঝাউ থেকে টেলিফোনে কথা বললেন সৌরভ ঘোষাল ৷ তিনি বলেন, "অত্যন্ত গর্বের মুহূর্ত ৷ পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই পারফরম্যান্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ৷ জেতা-হারাটা আমাদের নিয়ন্ত্রণে ছিল না ৷ আমরা শুধু ভালো খেলার প্রচেষ্টাটুকু করেছি ৷ সৌভাগ্যবশত ফলাফলটা আমাদের সঙ্গে গিয়েছে ৷ সবমিলিয়ে আমাদের জন্য, দেশের জন্য এবং দেশের স্কোয়াশের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত ৷"

সোনা জয়ের পর প্রতিক্রিয়া সৌরভের

হ্যাংঝাউ, 30 সেপ্টেম্বর: এশিয়াডের অষ্টমদিনে ভারতের ঘরে এল দ্বিতীয় সোনা ৷ রোহন বোপান্না-রুতুজা ভোসলে জুটি টেনিস মিক্সড ডাবলসে সোনা দেওয়ার পর পোডিয়াম শীর্ষে ফিনিশ করল পুরুষদের স্কোয়াশ দল ৷ স্বর্ণপদক ম্য়াচে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল পুরুষ দল ৷ 2014 ইঞ্চেয়ন এশিয়াডের পর ফের দলগত বিভাগে দেশকে সোনা এনে দিলেন অভয় সিং-সৌরভ ঘোষালরা ৷

স্কোয়াশ দলের বাকি দুই সদস্য মহেশ মানগাওঁকর এবং হরিন্দর সান্ধু ৷ বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে আগামী 14 অক্টোবর মুখোমুখি হচ্ছে যুযুধান দুই প্রতিপক্ষ ৷ তার আগে শনিবার ভারত-পাকিস্তান রুদ্ধশ্বাস স্কোয়াশ ম্যাচের সাক্ষী থাকল হ্যাংঝাউ এশিয়ান গেমস ৷ পুল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে 1-2 ব্য়বধানে হারতে হয়েছিল ভারতীয় দলকে ৷ সেক্ষেত্রে বদলার ম্যাচ জিতে সোনার পদক গলায় ঝোলাল ভারতীয় পুরুষ স্কোয়াশ দল ৷

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের পক্ষে ম্য়াচের ফল 2-1 ৷ পিছিয়ে পড়া ম্যাচে নির্ণায়ক গেমে 3-2 ব্যবধানে জয় এনে দিয়ে ভারতের সোনা জয়ের নায়ক চেন্নাইয়ের অভয় সিং ৷ নূর জামানের বিরুদ্ধে জোড়া ম্যাচে পয়েন্ট বাঁচিয়ে শেষ হাসি হাসেন তিনি ৷ তবে পিছিয়ে পড়ে প্রত্যাঘাত হেনে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন সৌরভ ঘোষাল ৷ মহম্মদ আসিমকে 3-0 ব্যবধানে হারিয়ে দেন কলকাতার ছেলে ৷

আরও পড়ুন: এশিয়াডে টেনিসে এল প্রথম সোনা, ভারতকে পদক এনে দিল রুতুজা-বোপান্না জুটি

ফাইনালের প্রথম গেম এদিন পাক প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে বসেন মহেশ মানগাওঁকর ৷ ইকবাল নাসিরের কাছে 0-3 ব্যবধানেই হারতে হয় মুম্বইকরকে ৷ তবে মহেশের ব্যর্থতা ঢেকে দেশকে দশম সোনা এনে দিলেন অভয় এবং সৌরভ ৷ ন'বছর আগে ইঞ্চেয়নে পুরুষ স্কোয়াশ দল শেষবার যখন সোনা জিতেছিল, সেই দলেরও সদস্য ছিলেন সৌরভ এবং মহেশ ৷ সেবার মালয়েশিয়াকে হারিয়ে পোডিয়াম টপ ফিনিশ করেছিল দল ৷ এবার প্রতিপক্ষ পাকিস্তান হওয়ায় আনন্দটা স্বাভাবিভাবেই দ্বিগুণ ৷ 2010 গুয়াংঝৌউ এশিয়াডে এই ইভেন্টে শেষবার সোনা এসেছিল পাকিস্তানের ঘরে ৷

সোনা জয়ের পর ইটিভি ভারতের সঙ্গে হ্যাংঝাউ থেকে টেলিফোনে কথা বললেন সৌরভ ঘোষাল ৷ তিনি বলেন, "অত্যন্ত গর্বের মুহূর্ত ৷ পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই পারফরম্যান্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ৷ জেতা-হারাটা আমাদের নিয়ন্ত্রণে ছিল না ৷ আমরা শুধু ভালো খেলার প্রচেষ্টাটুকু করেছি ৷ সৌভাগ্যবশত ফলাফলটা আমাদের সঙ্গে গিয়েছে ৷ সবমিলিয়ে আমাদের জন্য, দেশের জন্য এবং দেশের স্কোয়াশের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত ৷"

Last Updated : Sep 30, 2023, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.