ETV Bharat / sports

Asian Games 2023: জাতীয় দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ! হ্যাংঝাউ পাড়ি দেওয়ার আগে ক্ষোভপ্রকাশ ইগর স্টিম্যাচের - AIFF

Allegation of Discrimination Against National Team by Igor Stimac: জাতীয় ফুটবল দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করলেন হেড কোচ ইগর স্টিম্যাচ ৷ রবিবার রাতে হ্যাংঝাউয়ে এশিয়ান গেমস খেলতে রওনা দিয়েছে দল ৷ তার আগে সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন তিনি ৷

Image Courtesy: AIFF Twitter/X
Image Courtesy: AIFF Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 1:32 PM IST

Updated : Sep 18, 2023, 2:39 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: এশিয়ান গেমসের জন্য নিজের সেরা ফুটবলারদের নিয়ে দল গঠন করতে পারেননি ইগর স্টিম্যাচ ৷ সেই ক্ষোভটাই এশিয়ান গেমস খেলতে হ্যাংঝাউ রওনা দেওয়ার আগে প্রকাশ করলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচ ৷ অভিযোগ করলেন, ‘‘জাতীয় দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে ৷’’ সেই সঙ্গে জানিয়ে দিলেন, প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে সুনীল ছেত্রীকে নাও খেলাতে পারেন তিনি ৷

সেই সঙ্গে এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের ব্লু-প্রিন্ট কী হবে ? তার একটা আভাস দিয়ে গেলেন ভারতীয় কোচ ৷ ইগর স্টিম্যাচের ভাবনায় এখনও চিনের ম্যাচ নেই ৷ তিনি বরং ভাবছেন বাংলাদেশ ও মায়ানমার ম্যাচ নিয়ে ৷ কারণ একটাই, যে দল তাঁর হাতে আছে, সেই দল নিয়ে চিনকে হারানো অলীক স্বপ্ন ৷ তাই সুনীল ছেত্রীকে ওই দিন মাঠে নাও নামাতে পারেন ইগর স্টিম্যাচ ৷

হ্যাংঝাউ রওনা হওয়ার আগে স্টিম্যাচ বলেন, ‘‘চিন-ম্যাচ নিয়ে ভাবতে চাইছি না ৷ সুনীলকে দেখতে না-পেলে অবাক হবেন না ৷ কারণ ওদের প্রথম ম্যাচে খেলাতে চাই না ৷ আমার ভাবনায় বাংলাদেশ এবং মায়ানমার ম্যাচ রয়েছে ৷ চিনের এই দলটা অনেক দিন ধরে খেলছে ৷ ওরা 4-4-2 ছকে খেলে ৷ স্ট্রাইকারটা দুর্দান্ত ৷ সাম্প্রতিককালে বেশ শক্তিশালী দলকে হারিয়েছে ৷ আমাদের ভাবতে হবে, চিন ম্যাচের জন্যে সেরাটা নিংড়ে দেব ? নাকি পরের ম্যাচের জন্য তুলে রাখব ?’’

প্রস্তুতির অভাব রয়েছে দলের ৷ সেই নিয়ে একেবারেই খুশি নন ইগর স্টিম্যাচ ৷ আর সেই ক্ষোভ লুকিয়ে রাখেননি জাতীয় দলের হেড কোচ ৷ তিনি পূর্ণ শক্তির দল নিয়ে চিন রওনা হতে চেয়েছিলেন ৷ কিন্তু, ক্লাব বনাম ফেডারেশনের বিতর্কে তা বাস্তবায়িত হয়নি ৷ তাই এশিয়ান গেমস নিয়ে বিমানে ফুটবলারদের সঙ্গে টিম মিটিং করতে চান স্টিম্যাচ ৷ ক্ষুব্ধ ভারতীয় দলের কোচ বলেন, ‘‘শুরু থেকেই প্রস্তুতি শিবিরের দাবি করে আসছিলাম ৷ তার বদলে ম্যাচের আগে অবশেষে সব ফুটবলারকে পেয়েছি ৷ জাতীয় দলের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে ৷ আমি তো দলের জন্যেই সব চেয়েছিলাম। নিজের জন্য নয় ৷’’

আরও পড়ুন: সুনীলকে রেখে এশিয়াডের দল ঘোষণা ফেডারেশনের, বাদ গুরপ্রীত-সন্দেশ

সেই কারণেই এশিয়ান গেমসে কী হতে পারে ? তার ইঙ্গিত দিয়েই চিন পাড়ি দিলেন ইগর স্টিম্যাচ ৷ যে দল দেওয়া হয়েছে তাতে যে ভালো কিছু করা সম্ভব নয়, তা বুঝিয়ে দিয়েছেন ৷ একাধিক পজিশনে সঠিক ফুটবলারের অভাব রয়েছে বলে তিনি মনে করেন ৷ স্টিম্যাচ বলেছেন, ‘‘হয়তো গ্রুপ থেকে পরের পর্বে যাব ৷ কিন্তু, ভাগ্যের সাহায্য দরকার ৷ খেলোয়াড়দের সেরা ফুটবলটা খেলতে হবে ৷ ফুটবলারদের মান কীরকম ? তার থেকেও বড় কথা, কত দ্রুত ওরা কোচের চিন্তাভাবনার সঙ্গে মানিয়ে নিতে পারছে ৷ সেটার উপরেও অনেক কিছু নির্ভর করছে ৷’’ তাই এশিয়ান গেমসে ভালো কিছুর আশা করছেন না ইগর স্টিম্যাচ ৷

কলকাতা, 18 সেপ্টেম্বর: এশিয়ান গেমসের জন্য নিজের সেরা ফুটবলারদের নিয়ে দল গঠন করতে পারেননি ইগর স্টিম্যাচ ৷ সেই ক্ষোভটাই এশিয়ান গেমস খেলতে হ্যাংঝাউ রওনা দেওয়ার আগে প্রকাশ করলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচ ৷ অভিযোগ করলেন, ‘‘জাতীয় দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে ৷’’ সেই সঙ্গে জানিয়ে দিলেন, প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে সুনীল ছেত্রীকে নাও খেলাতে পারেন তিনি ৷

সেই সঙ্গে এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের ব্লু-প্রিন্ট কী হবে ? তার একটা আভাস দিয়ে গেলেন ভারতীয় কোচ ৷ ইগর স্টিম্যাচের ভাবনায় এখনও চিনের ম্যাচ নেই ৷ তিনি বরং ভাবছেন বাংলাদেশ ও মায়ানমার ম্যাচ নিয়ে ৷ কারণ একটাই, যে দল তাঁর হাতে আছে, সেই দল নিয়ে চিনকে হারানো অলীক স্বপ্ন ৷ তাই সুনীল ছেত্রীকে ওই দিন মাঠে নাও নামাতে পারেন ইগর স্টিম্যাচ ৷

হ্যাংঝাউ রওনা হওয়ার আগে স্টিম্যাচ বলেন, ‘‘চিন-ম্যাচ নিয়ে ভাবতে চাইছি না ৷ সুনীলকে দেখতে না-পেলে অবাক হবেন না ৷ কারণ ওদের প্রথম ম্যাচে খেলাতে চাই না ৷ আমার ভাবনায় বাংলাদেশ এবং মায়ানমার ম্যাচ রয়েছে ৷ চিনের এই দলটা অনেক দিন ধরে খেলছে ৷ ওরা 4-4-2 ছকে খেলে ৷ স্ট্রাইকারটা দুর্দান্ত ৷ সাম্প্রতিককালে বেশ শক্তিশালী দলকে হারিয়েছে ৷ আমাদের ভাবতে হবে, চিন ম্যাচের জন্যে সেরাটা নিংড়ে দেব ? নাকি পরের ম্যাচের জন্য তুলে রাখব ?’’

প্রস্তুতির অভাব রয়েছে দলের ৷ সেই নিয়ে একেবারেই খুশি নন ইগর স্টিম্যাচ ৷ আর সেই ক্ষোভ লুকিয়ে রাখেননি জাতীয় দলের হেড কোচ ৷ তিনি পূর্ণ শক্তির দল নিয়ে চিন রওনা হতে চেয়েছিলেন ৷ কিন্তু, ক্লাব বনাম ফেডারেশনের বিতর্কে তা বাস্তবায়িত হয়নি ৷ তাই এশিয়ান গেমস নিয়ে বিমানে ফুটবলারদের সঙ্গে টিম মিটিং করতে চান স্টিম্যাচ ৷ ক্ষুব্ধ ভারতীয় দলের কোচ বলেন, ‘‘শুরু থেকেই প্রস্তুতি শিবিরের দাবি করে আসছিলাম ৷ তার বদলে ম্যাচের আগে অবশেষে সব ফুটবলারকে পেয়েছি ৷ জাতীয় দলের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে ৷ আমি তো দলের জন্যেই সব চেয়েছিলাম। নিজের জন্য নয় ৷’’

আরও পড়ুন: সুনীলকে রেখে এশিয়াডের দল ঘোষণা ফেডারেশনের, বাদ গুরপ্রীত-সন্দেশ

সেই কারণেই এশিয়ান গেমসে কী হতে পারে ? তার ইঙ্গিত দিয়েই চিন পাড়ি দিলেন ইগর স্টিম্যাচ ৷ যে দল দেওয়া হয়েছে তাতে যে ভালো কিছু করা সম্ভব নয়, তা বুঝিয়ে দিয়েছেন ৷ একাধিক পজিশনে সঠিক ফুটবলারের অভাব রয়েছে বলে তিনি মনে করেন ৷ স্টিম্যাচ বলেছেন, ‘‘হয়তো গ্রুপ থেকে পরের পর্বে যাব ৷ কিন্তু, ভাগ্যের সাহায্য দরকার ৷ খেলোয়াড়দের সেরা ফুটবলটা খেলতে হবে ৷ ফুটবলারদের মান কীরকম ? তার থেকেও বড় কথা, কত দ্রুত ওরা কোচের চিন্তাভাবনার সঙ্গে মানিয়ে নিতে পারছে ৷ সেটার উপরেও অনেক কিছু নির্ভর করছে ৷’’ তাই এশিয়ান গেমসে ভালো কিছুর আশা করছেন না ইগর স্টিম্যাচ ৷

Last Updated : Sep 18, 2023, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.