ETV Bharat / sports

World Athletics Championships: বিশ্ব অ্যাথলেটিক্স চ্য়াম্পিয়নশিপের জন্য বিড করতে আরও দিনদু'য়েক সময় চাইল ফেডারেশন - এখনও বিড করেনি ভারত

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্য়াম্পিয়নশিপস আয়োজনের জন্য এখনও ফরম্যাল বিডিং করেনি ভারতীয় অ্যাথলেটিকস ফেডারেশন ৷ 2027 সালের এই প্রতিযোগিতার জন্য বিড করবে কি ভারত? সেই সিদ্ধান্ত নিতে আরও কয়েকদিন সময় লাগবে বলেই জানালেন ফেডারেশনের সভাপতিত আদিল সুমারিওয়ালা ৷

World Athletics Championships
চ্য়াম্পিয়নশিপ আয়োজনের জন্য এখনও বিড করেনি ভারত
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 7:15 PM IST

মুম্বই, 14 অক্টোবর: ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্য়াম্পিয়নশিপস কি এবার আয়োজিত হবে ভারতে? সেই নিয়ে প্রশ্নের উত্তর মিলবে আরও কয়েকদিন পর ৷ ফরম্যাল বিডিংয়ে ভারত অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত নিতে 'আরও দু'এক দিন সময় লাগাবে' এমনটাই জানালেন ভারতীয় অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতিত আদিল সুমারিওয়ালা ৷ 2027 সালে এই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্য়াম্পিয়নশিপস ভারতে আয়োজনের জন্য় বিড করতে হবে খুব তাড়াতাড়ি ৷ তবে সেই সিদ্ধান্ত নিয়ে এখনও দোটানায় এএফআই ৷

শেষবার ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্য়াম্পিয়নশিপস আয়োজিত হয়েছিল হাঙ্গেরির বুদাপেস্টে ৷ আর পরবর্তী চ্যাম্পিয়নশিপটি আয়োজন করতে চলেছে জাপান ৷ 2025 সালের এই চ্যাম্পিয়নশিপের পর 2027 সালে ভারতে আয়োজিত হতে পারে এই প্রতিযোগিতা ৷ কিন্তু তার জন্য় বিড এখনও করেনি ভারত ৷ সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে আদিল সুমারিওয়ালা বলেন, "এখনও আমরা ফরম্যাল বিড করিনি ৷ ফেডারেশনে এই নিয়ে আমরা আলোচনা করছি ৷ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও দু'দিন সময় লাগবে ৷"

অন্যদিকে 2036 সালে অলিম্পিকস আয়োজন নিয়ে বিড করার ভাবনা চিন্তা শুরু করেছে ভারত ৷ আইওসি সদস্য সেবাস্টিয়ান কো এই বিষয়ে বলতে গিয়ে জানান, অলিম্পিক ভারতে আয়োজিত হলে তাঁর খুব ভালো লাগবে ৷ তিনি বলেন, "অলিম্পিক ভারতে আয়োজিত হলে খুব ভালোলাগবে ৷ কারণ খুব স্বাভাবিকভাবেই একটু ব্যক্তিগত এবং পারিবারিক ৷ তাছাড়া ভারত একটি অসাধারণ দেশ ৷ আমি আশা করি খেলারও ভীষণ উন্নতি হবে ৷ তবে এই বিষয়ে আসল সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ৷"

আরও পড়ুন: শুরুর আগেই কাটল তাল, প্রাক ম্যাচ অনুষ্ঠান সম্প্রচার না করায় ক্ষোভের মুখে বিসিসিআই

তাঁর কথায়, "যে সমস্ত দেশের সক্ষমতা আছে ৷ যারা অর্থনৈতিকভাবে সক্ষম, যে দেশের রাজনৈতিক সদিচ্ছা আছে আর খেলা নিয়ে প্যাশন আছে তাদের অবশ্য়ই স্পোর্টস ইভেন্ট আয়োজন করা উচিত ৷"

(সংবাদ সংস্থা: পিটিআই)

মুম্বই, 14 অক্টোবর: ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্য়াম্পিয়নশিপস কি এবার আয়োজিত হবে ভারতে? সেই নিয়ে প্রশ্নের উত্তর মিলবে আরও কয়েকদিন পর ৷ ফরম্যাল বিডিংয়ে ভারত অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত নিতে 'আরও দু'এক দিন সময় লাগাবে' এমনটাই জানালেন ভারতীয় অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতিত আদিল সুমারিওয়ালা ৷ 2027 সালে এই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্য়াম্পিয়নশিপস ভারতে আয়োজনের জন্য় বিড করতে হবে খুব তাড়াতাড়ি ৷ তবে সেই সিদ্ধান্ত নিয়ে এখনও দোটানায় এএফআই ৷

শেষবার ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্য়াম্পিয়নশিপস আয়োজিত হয়েছিল হাঙ্গেরির বুদাপেস্টে ৷ আর পরবর্তী চ্যাম্পিয়নশিপটি আয়োজন করতে চলেছে জাপান ৷ 2025 সালের এই চ্যাম্পিয়নশিপের পর 2027 সালে ভারতে আয়োজিত হতে পারে এই প্রতিযোগিতা ৷ কিন্তু তার জন্য় বিড এখনও করেনি ভারত ৷ সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে আদিল সুমারিওয়ালা বলেন, "এখনও আমরা ফরম্যাল বিড করিনি ৷ ফেডারেশনে এই নিয়ে আমরা আলোচনা করছি ৷ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও দু'দিন সময় লাগবে ৷"

অন্যদিকে 2036 সালে অলিম্পিকস আয়োজন নিয়ে বিড করার ভাবনা চিন্তা শুরু করেছে ভারত ৷ আইওসি সদস্য সেবাস্টিয়ান কো এই বিষয়ে বলতে গিয়ে জানান, অলিম্পিক ভারতে আয়োজিত হলে তাঁর খুব ভালো লাগবে ৷ তিনি বলেন, "অলিম্পিক ভারতে আয়োজিত হলে খুব ভালোলাগবে ৷ কারণ খুব স্বাভাবিকভাবেই একটু ব্যক্তিগত এবং পারিবারিক ৷ তাছাড়া ভারত একটি অসাধারণ দেশ ৷ আমি আশা করি খেলারও ভীষণ উন্নতি হবে ৷ তবে এই বিষয়ে আসল সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ৷"

আরও পড়ুন: শুরুর আগেই কাটল তাল, প্রাক ম্যাচ অনুষ্ঠান সম্প্রচার না করায় ক্ষোভের মুখে বিসিসিআই

তাঁর কথায়, "যে সমস্ত দেশের সক্ষমতা আছে ৷ যারা অর্থনৈতিকভাবে সক্ষম, যে দেশের রাজনৈতিক সদিচ্ছা আছে আর খেলা নিয়ে প্যাশন আছে তাদের অবশ্য়ই স্পোর্টস ইভেন্ট আয়োজন করা উচিত ৷"

(সংবাদ সংস্থা: পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.