ETV Bharat / sports

Asian Games 2023: চতুর্থ দিনে ফের সোনা! শুটিংয়ে মেয়েদের হাত ধরে ভারতের ঝুলিতে এল রুপোও - সোনা

এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার জয়জয়কার ৷ বুধবার দিনের শুরুতেই রুপো জেতে ভারত ৷ এরপরই এল সোনা ৷ এশিয়ান গেমসে শুটিংয়ে মেয়েদের হাত ধরে দুটি ইভেন্টে এল জোড়া পদক ৷

সৌঃ টুইটার
Asian Games 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 9:46 AM IST

Updated : Sep 27, 2023, 11:21 AM IST

হ্যাংঝাউ, 27 সেপ্টেম্বর: চতুর্থ সোনা জিতল ভারত। বুধবারের শুটিং বিভাগ থেকে পদক জেতা শুরু করে ভারত। চলতি এশিয়ান গেমস-এ ভারতের চতুর্থ স্বর্ণপদক জয়। সেই সঙ্গে এল রুপোও ৷ মহিলাদের 25 মিটার পিস্তল টিম ইভেন্টে সোনার পদক এবং 50 মিটার রাইফেল 3 পজিশন টিম ইভেন্টে এল রুপো।

  • 🏆 Triumph Beyond Measure! 🇮🇳🔫

    In the 25-meter Pistol Women's Team event, the formidable trio of @realmanubhaker, Sangwan Rhythm, and @singhesha10 secures India's pride with a GOLD medal finish! 🥇🔥

    Their exceptional precision and teamwork deserve a standing ovation! 🌟👏… pic.twitter.com/lh7q3t8inx

    — SAI Media (@Media_SAI) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মহিলাদের 25 মিটার র‍্যাপিড ফায়ার পিস্তল যোগ্যতা ইভেন্টে সোনা জেতে ভারত। মনু ভাকের, এশা সিং এবং রিদম সাংওয়ানের ত্রয়ী যোগ্যতার শীর্ষে শেষ করে মহিলাদের 25 মিটার পিস্তল দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে। তাঁদের দলগত পয়েন্ট 1759। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছে চিন। তাদের দলগত পয়েন্ট 1756। এর পাশাপাশি মহিলাদের দলগত বিভাগে 50 মিটার রাইফেল 3 পজিশনসে ভারতকে পদক এনে দিলেন আশি চোক্সী, মানিনী কৌশিক ও সিফট কউর সামরা। রুপো এসেছে তাঁদের হাত ধরে ৷ 1764 পয়েন্ট পদক জিতেছেন তাঁরা। এই প্রতিযোগিতায় সোনা জিতেছে চিন। তাদের পয়েন্ট 1773।

  • 🥈🇮🇳 Team India Shines Bright 🇮🇳🥈

    Incredible marksmanship on display! 🎯👏

    Congratulations to our phenomenal trio, @SiftSamra, Manini Kaushik, and Ashi Chouksey, on their stellar performance in the 50m Rifle 3 Positions Women's Team event! 🥈👩🎯

    Very well done, girls!!… pic.twitter.com/wTC9e3XwVz

    — SAI Media (@Media_SAI) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সেইলিং ইভেন্টে দ্বিতীয় পদক ভারতের, নেহার রুপোর পর পুরুষদের ইভেন্টে ব্রোঞ্জ এবাদ আলির

শুটিংয়ে মহিলারা সোনা ও রুপো জেতায় মোট 15টি পদকের পাশে লেখা হয়ে গেল ভারতের নাম। এর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল, পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল এবং ইকুয়েস্ট্রিয়ান টিমের হাত ধরে এসেছে সোনা, যেখানে বাংলার ছেলের অনুষ আগরওয়ালের হাত রয়েছে ৷ 41 বছর পর এই বিভাগে পদক জিতে ইতিহাস গড়েছে ইকুয়েস্ট্রিয়ান টিম। আর এবার মানুরা শুটিংয়ে দেশকে আরও একটি সোনা উপহার দিলেন। এখনও পর্যন্ত ভারত মোট 15টি মেডেল জিতেছে। তার মধ্যে রয়েছে চারটি সোনা, চারটি রুপো ও সাতটি ব্রোঞ্জ। চতুর্থ দিনে আর কতগুলো পদক ভারত জেতে তার দিকে ভারতের নজর থাকবে ৷

আরও পড়ুন: 'দেশের পতাকা সবার উপরে, এই অনুভূতি বলে বোঝানোর নয়'; উপলব্ধি অশ্বারোহণে সোনাজয়ী কলকাতার অনুষের

হ্যাংঝাউ, 27 সেপ্টেম্বর: চতুর্থ সোনা জিতল ভারত। বুধবারের শুটিং বিভাগ থেকে পদক জেতা শুরু করে ভারত। চলতি এশিয়ান গেমস-এ ভারতের চতুর্থ স্বর্ণপদক জয়। সেই সঙ্গে এল রুপোও ৷ মহিলাদের 25 মিটার পিস্তল টিম ইভেন্টে সোনার পদক এবং 50 মিটার রাইফেল 3 পজিশন টিম ইভেন্টে এল রুপো।

  • 🏆 Triumph Beyond Measure! 🇮🇳🔫

    In the 25-meter Pistol Women's Team event, the formidable trio of @realmanubhaker, Sangwan Rhythm, and @singhesha10 secures India's pride with a GOLD medal finish! 🥇🔥

    Their exceptional precision and teamwork deserve a standing ovation! 🌟👏… pic.twitter.com/lh7q3t8inx

    — SAI Media (@Media_SAI) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মহিলাদের 25 মিটার র‍্যাপিড ফায়ার পিস্তল যোগ্যতা ইভেন্টে সোনা জেতে ভারত। মনু ভাকের, এশা সিং এবং রিদম সাংওয়ানের ত্রয়ী যোগ্যতার শীর্ষে শেষ করে মহিলাদের 25 মিটার পিস্তল দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে। তাঁদের দলগত পয়েন্ট 1759। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছে চিন। তাদের দলগত পয়েন্ট 1756। এর পাশাপাশি মহিলাদের দলগত বিভাগে 50 মিটার রাইফেল 3 পজিশনসে ভারতকে পদক এনে দিলেন আশি চোক্সী, মানিনী কৌশিক ও সিফট কউর সামরা। রুপো এসেছে তাঁদের হাত ধরে ৷ 1764 পয়েন্ট পদক জিতেছেন তাঁরা। এই প্রতিযোগিতায় সোনা জিতেছে চিন। তাদের পয়েন্ট 1773।

  • 🥈🇮🇳 Team India Shines Bright 🇮🇳🥈

    Incredible marksmanship on display! 🎯👏

    Congratulations to our phenomenal trio, @SiftSamra, Manini Kaushik, and Ashi Chouksey, on their stellar performance in the 50m Rifle 3 Positions Women's Team event! 🥈👩🎯

    Very well done, girls!!… pic.twitter.com/wTC9e3XwVz

    — SAI Media (@Media_SAI) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সেইলিং ইভেন্টে দ্বিতীয় পদক ভারতের, নেহার রুপোর পর পুরুষদের ইভেন্টে ব্রোঞ্জ এবাদ আলির

শুটিংয়ে মহিলারা সোনা ও রুপো জেতায় মোট 15টি পদকের পাশে লেখা হয়ে গেল ভারতের নাম। এর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল, পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল এবং ইকুয়েস্ট্রিয়ান টিমের হাত ধরে এসেছে সোনা, যেখানে বাংলার ছেলের অনুষ আগরওয়ালের হাত রয়েছে ৷ 41 বছর পর এই বিভাগে পদক জিতে ইতিহাস গড়েছে ইকুয়েস্ট্রিয়ান টিম। আর এবার মানুরা শুটিংয়ে দেশকে আরও একটি সোনা উপহার দিলেন। এখনও পর্যন্ত ভারত মোট 15টি মেডেল জিতেছে। তার মধ্যে রয়েছে চারটি সোনা, চারটি রুপো ও সাতটি ব্রোঞ্জ। চতুর্থ দিনে আর কতগুলো পদক ভারত জেতে তার দিকে ভারতের নজর থাকবে ৷

আরও পড়ুন: 'দেশের পতাকা সবার উপরে, এই অনুভূতি বলে বোঝানোর নয়'; উপলব্ধি অশ্বারোহণে সোনাজয়ী কলকাতার অনুষের

Last Updated : Sep 27, 2023, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.