ETV Bharat / sports

Narendra Modi on 2036 Olympics: 2036 অলিম্পিকস আয়োজনে উদ্যোগী ভারত, বিড পেতে আত্মবিশ্বাসী মোদি - 2036 Olympics

প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারত 2029 ইয়ুথ অলিম্পিকস আয়োজন করতে উদ্যোগী ৷ আমরা আশা করব অলিম্পিক কমিটি আমাদের পাশে থাকবে’’ ৷ পাশাপাশি 2036 অলিম্পিকস আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসের সুর শোনা গেল নরেন্দ্র মোদির গলায় ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 9:14 PM IST

Updated : Oct 14, 2023, 9:51 PM IST

মুম্বই, 14 অক্টোবর: 2036 অলিম্পিকস দেশের মাটিতে আয়োজন করতে বদ্ধপরিকর ভারত ৷ তার জন্য যা যা করা দরকার আমরা করব ৷ অলিম্পিক কমিটির বৈঠকের পর মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারত 2029 ইয়ুথ অলিম্পিকস আয়োজন করতে উদ্যোগী ৷ আমরা আশা করব অলিম্পিক কমিটি আমাদের পাশে থাকবে’’ ৷

40 বছর পর দেশের মাটিতে বসেছে আইওসি অধিবেশন ৷ শেষবার অলিম্পিক অধিবেশন নয়াদিল্লিতে 1983 সালে অনুষ্ঠিত হয়েছিল । রবিবার থেকে শুরু হবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সেশন ৷ এদিন সেই বৈঠকের সূচনা করেন প্রধানমন্ত্রী ৷ জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আইওসি অধিবেশনের প্রতিনিধি দল এবং অন্যান্য আমন্ত্রিতদের সামনে মোদি বলেন, "অলিম্পিকস গেমস আয়োজনের বিষয়ে ভারতীয়রা উৎসাহী ৷ ভারত 2036 অলিম্পিকস আয়োজনের চেষ্টায় কোনও ত্রুটি রাখবে না ৷’’

প্রধানমন্ত্রীর কথায় স্পষ্ট, বিশ্বের ক্রীড়াক্ষেত্রের সবচেয়ে বড় উৎসবে আয়োজনে বদ্ধপরিকর ভারত ৷ মোদি বলেন, "এটি 140 কোটি ভারতীয়দের স্বপ্ন । আমরা আপনার (অলিম্পিক কমিটি) সমর্থনে এই স্বপ্নটি পূরণ করতে চাই । আমরা 2029 যুবা অলিম্পিকস আয়োজন করতে ইচ্ছুক। আমি নিশ্চিত যে ভারত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে ক্রমাগত সমর্থন পাবে ৷’’ এদিন নিজের ভাষণে ভারতের খেলাধুলোর গৌরবময় অধ্যায় ও ইতিহাস, দেশ গঠনে তার গুরুত্বের কথাও তুলে ধরেন ৷ প্রধানমন্ত্রীর কথায়, ‘‘খেলাধুলোর চেতনা সর্বজনীন ৷ এতে কোনও পরাজয় নেই ৷ এতে কেউ জেতে, আবার কেউ শেখে । খেলাধুলো মানবতাকে শক্তিশালী করে ।’’

আরও পড়ুন: 2028 অলিম্পিকসে 22 গজের লড়াই! স্বাগত জানাল আইওসি

লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের মহারণ :

প্রসঙ্গত 2028 সালের ইন্টারন্যাশানাল অলিম্পিকসে দেখা যেতে পারে ক্রিকেটের মহারণ ৷ শুক্রবার লস অ্যাঞ্জেলস অলিম্পিকস আয়োজকদের এই প্রস্তাবকে স্বাগত জানাল ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটির এক্সিকিউটিভ বোর্ড ৷ মুম্বইয়ে আয়োজিত এই 141তম বৈঠকে ক্রিকেট-সহ অন্য খেলাগুলি যুক্ত হবে কি না, তা নিয়ে একটি ভোটদান প্রক্রিয়ার আয়োজন করা হবে ৷ যদি এই নির্বাচনে ক্রিকেট জয়ী হয় তবে 2028 সালের ইন্টারন্যাশানাল অলিম্পিকে দেখা যাবে 22 গজের লড়াই ৷

মুম্বই, 14 অক্টোবর: 2036 অলিম্পিকস দেশের মাটিতে আয়োজন করতে বদ্ধপরিকর ভারত ৷ তার জন্য যা যা করা দরকার আমরা করব ৷ অলিম্পিক কমিটির বৈঠকের পর মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারত 2029 ইয়ুথ অলিম্পিকস আয়োজন করতে উদ্যোগী ৷ আমরা আশা করব অলিম্পিক কমিটি আমাদের পাশে থাকবে’’ ৷

40 বছর পর দেশের মাটিতে বসেছে আইওসি অধিবেশন ৷ শেষবার অলিম্পিক অধিবেশন নয়াদিল্লিতে 1983 সালে অনুষ্ঠিত হয়েছিল । রবিবার থেকে শুরু হবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সেশন ৷ এদিন সেই বৈঠকের সূচনা করেন প্রধানমন্ত্রী ৷ জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আইওসি অধিবেশনের প্রতিনিধি দল এবং অন্যান্য আমন্ত্রিতদের সামনে মোদি বলেন, "অলিম্পিকস গেমস আয়োজনের বিষয়ে ভারতীয়রা উৎসাহী ৷ ভারত 2036 অলিম্পিকস আয়োজনের চেষ্টায় কোনও ত্রুটি রাখবে না ৷’’

প্রধানমন্ত্রীর কথায় স্পষ্ট, বিশ্বের ক্রীড়াক্ষেত্রের সবচেয়ে বড় উৎসবে আয়োজনে বদ্ধপরিকর ভারত ৷ মোদি বলেন, "এটি 140 কোটি ভারতীয়দের স্বপ্ন । আমরা আপনার (অলিম্পিক কমিটি) সমর্থনে এই স্বপ্নটি পূরণ করতে চাই । আমরা 2029 যুবা অলিম্পিকস আয়োজন করতে ইচ্ছুক। আমি নিশ্চিত যে ভারত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে ক্রমাগত সমর্থন পাবে ৷’’ এদিন নিজের ভাষণে ভারতের খেলাধুলোর গৌরবময় অধ্যায় ও ইতিহাস, দেশ গঠনে তার গুরুত্বের কথাও তুলে ধরেন ৷ প্রধানমন্ত্রীর কথায়, ‘‘খেলাধুলোর চেতনা সর্বজনীন ৷ এতে কোনও পরাজয় নেই ৷ এতে কেউ জেতে, আবার কেউ শেখে । খেলাধুলো মানবতাকে শক্তিশালী করে ।’’

আরও পড়ুন: 2028 অলিম্পিকসে 22 গজের লড়াই! স্বাগত জানাল আইওসি

লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের মহারণ :

প্রসঙ্গত 2028 সালের ইন্টারন্যাশানাল অলিম্পিকসে দেখা যেতে পারে ক্রিকেটের মহারণ ৷ শুক্রবার লস অ্যাঞ্জেলস অলিম্পিকস আয়োজকদের এই প্রস্তাবকে স্বাগত জানাল ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটির এক্সিকিউটিভ বোর্ড ৷ মুম্বইয়ে আয়োজিত এই 141তম বৈঠকে ক্রিকেট-সহ অন্য খেলাগুলি যুক্ত হবে কি না, তা নিয়ে একটি ভোটদান প্রক্রিয়ার আয়োজন করা হবে ৷ যদি এই নির্বাচনে ক্রিকেট জয়ী হয় তবে 2028 সালের ইন্টারন্যাশানাল অলিম্পিকে দেখা যাবে 22 গজের লড়াই ৷

Last Updated : Oct 14, 2023, 9:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.