ETV Bharat / sports

সাহালকে রেখেই ঘোষিত ভারতের এশিয়ান কাপের দল, স্টিম্যাচের চিন্তায় ফিটনেস - Sunil Chhetri

India Squad for AFC Asian Cup: সুনীল ছেত্রীর নেতৃত্ব এএফসি এশিয়ান কাপের 26 জনের দল ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৷ কাতারের আল রাইয়ান স্টেডিয়ামে গ্রুপ-বি’তে ভারতের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 7:28 PM IST

নয়াদিল্লি, 30 ডিসেম্বর: জানুয়ারি মাসের 13 তারিখ এএফসি এশিয়ান কাপে গ্রুপ-বি’র প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত ৷ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷ যে টুর্নামেন্টের জন্য শনিবার 26 জনের দল ঘোষণা করলেন কোচ ইগর স্টিম্যাচ ৷ সুনীল ছেত্রীর নেতৃত্বে পঞ্চমবার এশিয়ান কাপে নামছে ব্লু টাইগাররা ৷ যে দলে অমরিন্দর সিং এবং গুরপ্রীত সিং সান্ধুর সঙ্গে তৃতীয় গোলকিপার হিসেবে রয়েছেন বিশাল কাইথ ৷

এদিন বিকেলে দল ঘোষণা করার সময় কোচ স্টিম্যাচ বলেন, ‘‘প্রতিপক্ষের তিনটি দলই কৌশল ও শারীরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী এবং তাদের গতি অনেক বেশি ৷ তাই তিন ম্যাচেই আমাদের খেলার ধরনে কোনও ফারাক থাকবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি ৷’’ তাই 26 জনের দলের প্রত্যেক ফুটবলারের ফিটনেসের উপর জোর দিচ্ছেন স্টিম্যাচ ৷ এশিয়ান কাপে নামার আগে ব্লু টাইগারদের হাতে মাত্র 2 সপ্তাহ সময় রয়েছে ৷ তাই এই সময়ের মধ্যে যতটা সম্ভব ফুটবলারদের ফিটনেস বাড়ানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি ৷

উল্লেখ্য, কাতারের পরিবেশের সঙ্গে খুব একটা অচেনা নন সুনীল ছেত্রী, মনবীর সিং, রাহুল ভেকে, অনিরুদ্ধ থাপারা ৷ 2022 ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের চারটি ম্যাচ খেলেছিল ভারতীয় ফুটবল দল ৷ তাই আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে ফুটবলাররা দ্রুত মানিয়ে নিতে পারবেন বলেই মনে করছেন ইগর স্টিম্যাচ ৷ এমনকি 2011 সালে যখন শেষবার এশিয়ান কাপের আসর বসেছিল কাতারে ৷ সেই সময় ব্লু টাইগারদের অংশ ছিলেন অধিনায়ক সুনীল এবং গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু ৷ এই দুই সিনিয়র খেলোয়াড়ের থেকে অনেকটাই প্রত্যাশা রাখছেন কোচ ৷ চোটের কারণে মোহনবাগানের হয়ে আইএসএলে শেষ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেননি সাহাল আব্দুল সামাদ ৷ তবে তিনি প্রায় সুস্থ এখন ৷ ফলত সাহালকে রেখেই এদিন স্কোয়াড ঘোষণা করলেন স্টিম্যাচ ৷

সেই সঙ্গে আল রাইয়ান এবং আল খোরের স্টেডিয়ামে ভারতীয় সমর্থকরা, তাদের প্রিয় দলকে উৎসাহ দিতে উপস্থিত থাকবে বলেই আশা তাঁর ৷ ভারতের দ্বিতীয় ম্যাচ 18 জানুয়ারি উজবেকিস্তানের বিরুদ্ধে আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামেই হবে ৷ গ্রুপের শেষ তথা তৃতীয় ম্যাচ হবে আল বায়েত স্টেডিয়ামে ৷ সেখানে প্রতিপক্ষ সিরিয়া ৷ প্রথম ও তৃতীয় ম্যাচ ভারতীয় সময় বিকেল 5টা থেকে ও উজবেকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ হবে ভারতীয় সময় রাত 8টায় ৷

এএফসি এশিয়ান কাপ 2023-এর ভারতীয় দল

গোলকিপার: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু ও বিশাল কাইথ

ডিফেন্ডার: আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান এবং শুভাশিস বসু

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিং, সাহাল আবদুল সামাদ, সুরেশ সিং ওয়াংজম এবং উদান্তা সিং

ফরওয়ার্ড: ঈশান পণ্ডিতা, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, রাহুল কেপি, সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিং ৷

আরও পড়ুন:

  1. 10 নম্বর জার্সি পরে 'ক্রাইস্ট দ্য রিডিমার', প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য পেলেকে
  2. নতুন বছরেই আসতে চলেছে ইউনিভার্সিটি ফুটবল লিগ
  3. ক্যালেন্ডারে ফেলে আসা বছরে ঘটনাবহুল ক্রীড়াজগৎ, ফিরে দেখা একনজরে

নয়াদিল্লি, 30 ডিসেম্বর: জানুয়ারি মাসের 13 তারিখ এএফসি এশিয়ান কাপে গ্রুপ-বি’র প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত ৷ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷ যে টুর্নামেন্টের জন্য শনিবার 26 জনের দল ঘোষণা করলেন কোচ ইগর স্টিম্যাচ ৷ সুনীল ছেত্রীর নেতৃত্বে পঞ্চমবার এশিয়ান কাপে নামছে ব্লু টাইগাররা ৷ যে দলে অমরিন্দর সিং এবং গুরপ্রীত সিং সান্ধুর সঙ্গে তৃতীয় গোলকিপার হিসেবে রয়েছেন বিশাল কাইথ ৷

এদিন বিকেলে দল ঘোষণা করার সময় কোচ স্টিম্যাচ বলেন, ‘‘প্রতিপক্ষের তিনটি দলই কৌশল ও শারীরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী এবং তাদের গতি অনেক বেশি ৷ তাই তিন ম্যাচেই আমাদের খেলার ধরনে কোনও ফারাক থাকবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি ৷’’ তাই 26 জনের দলের প্রত্যেক ফুটবলারের ফিটনেসের উপর জোর দিচ্ছেন স্টিম্যাচ ৷ এশিয়ান কাপে নামার আগে ব্লু টাইগারদের হাতে মাত্র 2 সপ্তাহ সময় রয়েছে ৷ তাই এই সময়ের মধ্যে যতটা সম্ভব ফুটবলারদের ফিটনেস বাড়ানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি ৷

উল্লেখ্য, কাতারের পরিবেশের সঙ্গে খুব একটা অচেনা নন সুনীল ছেত্রী, মনবীর সিং, রাহুল ভেকে, অনিরুদ্ধ থাপারা ৷ 2022 ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের চারটি ম্যাচ খেলেছিল ভারতীয় ফুটবল দল ৷ তাই আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে ফুটবলাররা দ্রুত মানিয়ে নিতে পারবেন বলেই মনে করছেন ইগর স্টিম্যাচ ৷ এমনকি 2011 সালে যখন শেষবার এশিয়ান কাপের আসর বসেছিল কাতারে ৷ সেই সময় ব্লু টাইগারদের অংশ ছিলেন অধিনায়ক সুনীল এবং গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু ৷ এই দুই সিনিয়র খেলোয়াড়ের থেকে অনেকটাই প্রত্যাশা রাখছেন কোচ ৷ চোটের কারণে মোহনবাগানের হয়ে আইএসএলে শেষ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেননি সাহাল আব্দুল সামাদ ৷ তবে তিনি প্রায় সুস্থ এখন ৷ ফলত সাহালকে রেখেই এদিন স্কোয়াড ঘোষণা করলেন স্টিম্যাচ ৷

সেই সঙ্গে আল রাইয়ান এবং আল খোরের স্টেডিয়ামে ভারতীয় সমর্থকরা, তাদের প্রিয় দলকে উৎসাহ দিতে উপস্থিত থাকবে বলেই আশা তাঁর ৷ ভারতের দ্বিতীয় ম্যাচ 18 জানুয়ারি উজবেকিস্তানের বিরুদ্ধে আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামেই হবে ৷ গ্রুপের শেষ তথা তৃতীয় ম্যাচ হবে আল বায়েত স্টেডিয়ামে ৷ সেখানে প্রতিপক্ষ সিরিয়া ৷ প্রথম ও তৃতীয় ম্যাচ ভারতীয় সময় বিকেল 5টা থেকে ও উজবেকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ হবে ভারতীয় সময় রাত 8টায় ৷

এএফসি এশিয়ান কাপ 2023-এর ভারতীয় দল

গোলকিপার: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু ও বিশাল কাইথ

ডিফেন্ডার: আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান এবং শুভাশিস বসু

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিং, সাহাল আবদুল সামাদ, সুরেশ সিং ওয়াংজম এবং উদান্তা সিং

ফরওয়ার্ড: ঈশান পণ্ডিতা, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, রাহুল কেপি, সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিং ৷

আরও পড়ুন:

  1. 10 নম্বর জার্সি পরে 'ক্রাইস্ট দ্য রিডিমার', প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য পেলেকে
  2. নতুন বছরেই আসতে চলেছে ইউনিভার্সিটি ফুটবল লিগ
  3. ক্যালেন্ডারে ফেলে আসা বছরে ঘটনাবহুল ক্রীড়াজগৎ, ফিরে দেখা একনজরে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.