ETV Bharat / sports

AFC Asian Cup : হংকং'য়ের বিরুদ্ধে নামার আগেই এশিয়ান কাপের মূলপর্বে সুনীলরা

যোগ্যতা অর্জন ম্যাচে মুখোমুখি ভারত-হংকং । মাঠে নামার আগেই মূলপর্বে পৌঁছে গেল 'মেন ইন ব্লু' (India qualifies for 2023 AFC Asian Cup) ।

Asian Cup News
Asian Cup News
author img

By

Published : Jun 14, 2022, 3:18 PM IST

Updated : Jun 14, 2022, 3:30 PM IST

কলকাতা, 14 জুন : মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন ম্যাচে মুখোমুখি ভারত-হংকং (AFC Asian Cup Qualifier) ৷ যুবভারতীতে বল গড়ানোর আগেই মূলপর্বের যোগ্যতা অর্জন করে ফেলল 'সুনীল অ্যান্ড কোং' । প্যালেস্তাইনের কাছে ফিলিপাইন্স 4-0 হেরে যেতেই টানা দ্বিতীয়বারের জন্য এশিয়া সেরা প্রতিযোগিতায় 'মেন ইন ব্লু' (India qualifies for 2023 AFC Asian Cup)।

গ্রুপ বি-তে ফিলিপাইন্স শেষ করল 4 পয়েন্টে । এদিন হংকংয়ের বিরুদ্ধে ড্র করলে ভারতের পয়েন্ট হবে 7 । হেরে গেলেও গ্রুপ ডি-তে দ্বিতীয় স্থানে শেষ করবে ভারত । তা হলেও ফিলিপাইন্সের থেকে দু'পয়েন্টে এগিয়ে থাকবে স্টিম্যাচের ছেলেরা । ফলে সরাসরি এশিয়ান কাপের যোগ্যতা-অর্জন করতে কোনও অসুবিধা নেই তাদের ।

আরও পড়ুন : দল নিয়ে স্বস্তি স্টিম্যাচের, হংকং-কে হারিয়ে মূলপর্বে চোখ সুনীলদের

কম্বোডিয়ার পরে আফগানিস্তানের বিরুদ্ধে জয় । সুনীল ছেত্রীদের হেডস্যার আগেই জানিয়েছিলেন, শনিবারের জয়ে তাঁদের ওপর চাপ অনেকটাই সরে গিয়েছে । তবে দলে জয়ের খিদে এবং মোটিভেশন একই রয়েছে । এদিন সেই চাপটাই আরও খানিকটা কমে গেল ।

ভারত এবং হংকং দু'দলই দু'টি করে ম্যাচ জিতেছে । ফলে দুই দেশের ঝুলিতেই রয়েছে 6 পয়েন্ট । গোল পার্থক্যের দিক থেকে হংকং ভারতের চেয়ে এক গোলে এগিয়ে । ফলে এদিন 'হংকং বধ' করলে গ্রুপে শীর্ষস্থানে থেকে শেষ করবে 'মেন ইন ব্লু' । অধিনায়ক সুনীল ছেত্রী গোলের মধ্যে রয়েছেন । শেষ দু'ম্যাচে তিন গোল করে দেশের জার্সিতে 83 গোল করে ফেলেছেন ভারত অধিনায়ক । যদিও দল কোনওভাবেই সুনীল ছেত্রী নির্ভর নয় । ফলে আপাতত ব্যক্তিগত সাফল্যের পরিসংখ্যান সাফল্যের সালতামামি সরিয়ে ব্লু-টাইগাররা শুধুমাত্র হংকংয়ের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ করতে চাইছে ।

কলকাতা, 14 জুন : মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন ম্যাচে মুখোমুখি ভারত-হংকং (AFC Asian Cup Qualifier) ৷ যুবভারতীতে বল গড়ানোর আগেই মূলপর্বের যোগ্যতা অর্জন করে ফেলল 'সুনীল অ্যান্ড কোং' । প্যালেস্তাইনের কাছে ফিলিপাইন্স 4-0 হেরে যেতেই টানা দ্বিতীয়বারের জন্য এশিয়া সেরা প্রতিযোগিতায় 'মেন ইন ব্লু' (India qualifies for 2023 AFC Asian Cup)।

গ্রুপ বি-তে ফিলিপাইন্স শেষ করল 4 পয়েন্টে । এদিন হংকংয়ের বিরুদ্ধে ড্র করলে ভারতের পয়েন্ট হবে 7 । হেরে গেলেও গ্রুপ ডি-তে দ্বিতীয় স্থানে শেষ করবে ভারত । তা হলেও ফিলিপাইন্সের থেকে দু'পয়েন্টে এগিয়ে থাকবে স্টিম্যাচের ছেলেরা । ফলে সরাসরি এশিয়ান কাপের যোগ্যতা-অর্জন করতে কোনও অসুবিধা নেই তাদের ।

আরও পড়ুন : দল নিয়ে স্বস্তি স্টিম্যাচের, হংকং-কে হারিয়ে মূলপর্বে চোখ সুনীলদের

কম্বোডিয়ার পরে আফগানিস্তানের বিরুদ্ধে জয় । সুনীল ছেত্রীদের হেডস্যার আগেই জানিয়েছিলেন, শনিবারের জয়ে তাঁদের ওপর চাপ অনেকটাই সরে গিয়েছে । তবে দলে জয়ের খিদে এবং মোটিভেশন একই রয়েছে । এদিন সেই চাপটাই আরও খানিকটা কমে গেল ।

ভারত এবং হংকং দু'দলই দু'টি করে ম্যাচ জিতেছে । ফলে দুই দেশের ঝুলিতেই রয়েছে 6 পয়েন্ট । গোল পার্থক্যের দিক থেকে হংকং ভারতের চেয়ে এক গোলে এগিয়ে । ফলে এদিন 'হংকং বধ' করলে গ্রুপে শীর্ষস্থানে থেকে শেষ করবে 'মেন ইন ব্লু' । অধিনায়ক সুনীল ছেত্রী গোলের মধ্যে রয়েছেন । শেষ দু'ম্যাচে তিন গোল করে দেশের জার্সিতে 83 গোল করে ফেলেছেন ভারত অধিনায়ক । যদিও দল কোনওভাবেই সুনীল ছেত্রী নির্ভর নয় । ফলে আপাতত ব্যক্তিগত সাফল্যের পরিসংখ্যান সাফল্যের সালতামামি সরিয়ে ব্লু-টাইগাররা শুধুমাত্র হংকংয়ের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ করতে চাইছে ।

Last Updated : Jun 14, 2022, 3:30 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.