ETV Bharat / sports

All India Chess Federation: ‘স্বর্ণযুগে’ প্রবেশ করেছে ভারতীয় দাবা, জানালেন ফেডারেশন সভাপতি - World champion Viswanathan Anand

Golden Era of Indian Chess: ভারতীয় দাবার সেরা সময়ের সূচনা হয়ে গিয়েছে বলে জানালেন সর্বভারতী দাবা ফেডেরেশনের সভাপতি সঞ্জয় কাপুর ৷ তিনি জানিয়েছেন, আগামী 2 বছরে ভারত তার 100 নম্বর গ্র্যান্ড মাস্টারকে পেয়ে যাবে ৷

Image Courtesy: Twitter
Image Courtesy: Twitter
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 6:14 PM IST

নয়াদিল্লি, 27 অগস্ট: ‘স্বর্ণযুগে’ প্রবেশ করেছে ভারতীয় দাবা ৷ বিশ্বকাপের মঞ্চে রমেশাবাবু প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, অর্জুন এরিগাইসিদের নিয়ে অসাধারণ পারফরম্যান্সের পর এমনটাই বললেন সর্বভারতী দাবা ফেডারেশনের সভাপতি সঞ্জয় কাপুর ৷ তিনি জানালেন, আগামী দু'বছরে শতাধিক গ্র্যান্ড মাস্টারকে সামনে আনতে চলেছে সর্বভারতী দাবা ফেডেরেশন ৷ উল্লেখ্য, দীর্ঘ কয়েকবছর ধরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ ভারতীয় দাবাকে একার কাঁধে টেনে নিয়ে গিয়েছেন ৷ এবার সেই ভার বহনের জন্য শতাধিক কাঁধ অপেক্ষা করছে বলে জানান সঞ্জয় কাপুর ৷

আর তাঁর এই দাবির স্বপক্ষ কোনও প্রমাণ বা যুক্তির প্রয়োজন নেই ৷ রমেশবাবু প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, অর্জুন এরিগাইসি এবং বিদিক গুজরাতিরা যে কৃতিত্ব অর্জন করেছেন বিশ্ব দাবার মঞ্চে, তা ফেডারেশন সভাপতির দাবিকে প্রমাণ করার ক্ষেত্রে যথেষ্ট ৷ সংবাদসংস্থা পিটিআই'কে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, "আগে আমাদের কাছে একটা ভিশি (বিশ্বনাথন আনন্দ) ছিল ৷ কিন্তু, এখন আমি বিশ্বাস করি, ভারতীয় দাবার সোনালি অধ্যায় শুরু হয়ে গিয়েছে ৷"

তবে, তরুণ ভারতীয় দাবাড়ুদের উপর অগাধ বিশ্বাস সঞ্জয় কাপুরের ৷ তাঁর কথায়, ‘‘আনন্দ একজন দিকপাল ৷ ও ভারতীয় দাবার মুখ ৷ কিন্তু, এখন ভারতীয় দাবার একাধিক মুখ রয়েছে ৷ যা ভারতীয় দাবার জন্য খুব ভালো খবর ৷’’ এ বছরের জুলাই মাসে সর্বভারতীয় দাবা ফেডারেশন বিশ্বের সামনে তার 83 নম্বর গ্র্যান্ড মাস্টার আদিত্য সামন্তকে পেশ করেছে ৷ ফেডারেশন সভাপতি জানালেন, অদূর ভবিষ্যতে ভারত তার শততম গ্র্য়ান্ড মাস্টারকে বিশ্বের সামনে হাজির আসবে ৷

আরও পড়ুন: পিছিয়ে পড়েও ফাইনালে দুরন্ত প্রত্যাবর্তন, কার্লসেনের বিরুদ্ধে প্রথম রাউন্ডে ড্র প্রজ্ঞানন্দের

তিনি বলেন, ‘‘বহু পুরুষ এবং মহিলা দাবাড়ু আসতে চলেছে ৷ আমাদের কাছে এই মুহূর্তে 83 জন গ্র্যান্ডমাস্টার রয়েছেন ৷ আগামী দু'বছরে সংখ্যাটা 100 বা তার বেশি হয়ে যাবে ৷’’ উল্লেখ্য, ভারতের অষ্টাদশী দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ ফিডে বিশ্বকাপের ফাইনালে রানার্স-আপ হয়েছেন ৷ তবে, তার আগে বিশ্বের 2 ও 3 নম্বর ব়্যাংকিং হাইকারু নাকামুরা এবং ফ্যাবিয়ানো কারুনাকে হারিয়েছে রুপো জয়ের লড়াইয়ে ৷ প্রজ্ঞানন্দ বিশ্বের প্রথম দাবাড়ু যিনি, সবচেয়ে কম বয়সে ফিডে বিশ্বকাপের ফাইনাল খেললেন ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

নয়াদিল্লি, 27 অগস্ট: ‘স্বর্ণযুগে’ প্রবেশ করেছে ভারতীয় দাবা ৷ বিশ্বকাপের মঞ্চে রমেশাবাবু প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, অর্জুন এরিগাইসিদের নিয়ে অসাধারণ পারফরম্যান্সের পর এমনটাই বললেন সর্বভারতী দাবা ফেডারেশনের সভাপতি সঞ্জয় কাপুর ৷ তিনি জানালেন, আগামী দু'বছরে শতাধিক গ্র্যান্ড মাস্টারকে সামনে আনতে চলেছে সর্বভারতী দাবা ফেডেরেশন ৷ উল্লেখ্য, দীর্ঘ কয়েকবছর ধরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ ভারতীয় দাবাকে একার কাঁধে টেনে নিয়ে গিয়েছেন ৷ এবার সেই ভার বহনের জন্য শতাধিক কাঁধ অপেক্ষা করছে বলে জানান সঞ্জয় কাপুর ৷

আর তাঁর এই দাবির স্বপক্ষ কোনও প্রমাণ বা যুক্তির প্রয়োজন নেই ৷ রমেশবাবু প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, অর্জুন এরিগাইসি এবং বিদিক গুজরাতিরা যে কৃতিত্ব অর্জন করেছেন বিশ্ব দাবার মঞ্চে, তা ফেডারেশন সভাপতির দাবিকে প্রমাণ করার ক্ষেত্রে যথেষ্ট ৷ সংবাদসংস্থা পিটিআই'কে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, "আগে আমাদের কাছে একটা ভিশি (বিশ্বনাথন আনন্দ) ছিল ৷ কিন্তু, এখন আমি বিশ্বাস করি, ভারতীয় দাবার সোনালি অধ্যায় শুরু হয়ে গিয়েছে ৷"

তবে, তরুণ ভারতীয় দাবাড়ুদের উপর অগাধ বিশ্বাস সঞ্জয় কাপুরের ৷ তাঁর কথায়, ‘‘আনন্দ একজন দিকপাল ৷ ও ভারতীয় দাবার মুখ ৷ কিন্তু, এখন ভারতীয় দাবার একাধিক মুখ রয়েছে ৷ যা ভারতীয় দাবার জন্য খুব ভালো খবর ৷’’ এ বছরের জুলাই মাসে সর্বভারতীয় দাবা ফেডারেশন বিশ্বের সামনে তার 83 নম্বর গ্র্যান্ড মাস্টার আদিত্য সামন্তকে পেশ করেছে ৷ ফেডারেশন সভাপতি জানালেন, অদূর ভবিষ্যতে ভারত তার শততম গ্র্য়ান্ড মাস্টারকে বিশ্বের সামনে হাজির আসবে ৷

আরও পড়ুন: পিছিয়ে পড়েও ফাইনালে দুরন্ত প্রত্যাবর্তন, কার্লসেনের বিরুদ্ধে প্রথম রাউন্ডে ড্র প্রজ্ঞানন্দের

তিনি বলেন, ‘‘বহু পুরুষ এবং মহিলা দাবাড়ু আসতে চলেছে ৷ আমাদের কাছে এই মুহূর্তে 83 জন গ্র্যান্ডমাস্টার রয়েছেন ৷ আগামী দু'বছরে সংখ্যাটা 100 বা তার বেশি হয়ে যাবে ৷’’ উল্লেখ্য, ভারতের অষ্টাদশী দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ ফিডে বিশ্বকাপের ফাইনালে রানার্স-আপ হয়েছেন ৷ তবে, তার আগে বিশ্বের 2 ও 3 নম্বর ব়্যাংকিং হাইকারু নাকামুরা এবং ফ্যাবিয়ানো কারুনাকে হারিয়েছে রুপো জয়ের লড়াইয়ে ৷ প্রজ্ঞানন্দ বিশ্বের প্রথম দাবাড়ু যিনি, সবচেয়ে কম বয়সে ফিডে বিশ্বকাপের ফাইনাল খেললেন ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.