ETV Bharat / sports

Hockey World Cup 2023: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হরমনপ্রীতদের - হকি বিশ্বকাপ

হকি বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেশবাসীকে স্বপ্ন দেখালেন হরমনপ্রীতরা ৷ স্পেনের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। শুক্রবার রাউরকেল্লার বীরসা মুন্ডা স্টেডিয়ামে ব়্যাংকিংয়ের দু'ধাপে এগিয়ে থাকা স্পেনকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল 'মেন ইন ব্লু' (India Vs Spain Hockey WC 2023) ।

Hockey World Cup 2023
বিশ্বকাপ হকিতে হরমনপ্রীতদের দাপটে ডুবল স্পেন
author img

By

Published : Jan 13, 2023, 9:25 PM IST

Updated : Jan 13, 2023, 10:06 PM IST

রাউরকেল্লা, 13 জানুয়ারি: হকি বিশ্বকাপের প্রথম ম্যাচেই জিতল ভারত (Men Hockey Team in World Cup 2023) । রাউরকেল্লার বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে শুক্রবার ভারতের সামনে ছিল স্পেন ৷ প্রতিপক্ষ স্পেনকে একেবারে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে খাতা খুললেন হরমনপ্রীতরা ৷ ভারতের হয়ে গোল দু'টি করেন অমিত রোহিদাস এবং হার্দিক সিংহ।

ম্যাচের সেরার পুরস্কার জিতলেন ওড়িশার অমিত। এদিনের ম্যাচে ভারতের হয়ে প্রথম গোল করেছিলেন অমিত রোহিদাস। প্রথম দুই কোয়ার্টারেই দু' গোলে এগিয়ে গিয়েছিল ভারত। পরের দু'টি কোয়ার্টারে সেই গোল ধরে রেখে জয় নিশ্চিত করে 'মেন ইন ব্লু'। প্রথম ম্যাচেই জয় পেয়ে আত্মবিশ্বাসী ভারত। হরমনপ্রীতরা পরের ম্যাচ খেলবে 15 জানুয়ারি অর্থাৎ রবিবার ৷ সেদিন ভারত নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ ভারতকে নিয়ে এই টুর্নামেন্টে ভালো ফলাফলের প্রত্যাশা রয়েছে হকিপ্রেমীদের। আর হনমনপ্রীতরা প্রথম ম্যাচে হতাশ করেননি ৷ ধারেভারে স্পেন বেশ শক্তিশালী দল হলেও যোগ্য জবাব দেন ভারতীয় খেলোয়াড়রা।

গত কয়েকটা ম্যাচ স্পেনের বিরুদ্ধে ভারতের ফল মোটেও ভালো হয়নি। শেষ পাঁচ বারের সাক্ষাতে ভারত জিতেছিল মাত্র একবার। প্রতিবারই এই দু'দলের খেলা থাকলে গোলের বন্যা বইতে দেখা যায়। শুক্রবার কিন্তু হল পুরো উলটো। কোচ যেমনটা তাঁর ছেলেদের হিসেব কষে মাঠে নামিয়েছিলেন তেমনটাই নিজেদের সেরাটা উজার করে দেন তাঁরা। স্পেনকে খুব বেশি আক্রমণে উঠতে দেয়নি ভারতীয় খেলোয়াড়রা। নিজেরাও সুযোগ বুঝে তা কাজে লাগিয়ে গোল করার চেষ্টা করেন। এদিন বল বেশি নিয়ন্ত্রণে ছিল ভারতের পক্ষে।

আরও পড়ুন: হকি বিশ্বকাপ অভিযানে নামছে ভারত, জাতীয় দলকে শুভেচ্ছা সচিন-বিরাট-ছেত্রীদের

এর আগে বার্মিংহ্যামে গত বছরের কমনওয়েলথ গেমসে সোনা হাতছাড়া হয়েছিল অল্পের জন্য। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে। তার আগে 2021 টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারতীয় দল। এর আগে শেষবার ভারতীয় দল হকি বিশ্বকাপ জিতেছে 1975 সালে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সেবার বিশ্বসেরার মুকুট মাথায় পরেছিলেন অজিত পাল সিং, অশোক কুমাররা। তারপর 48 বছর অতিক্রান্ত। আর বিশ্বজয়ের স্বাদ পায়নি ভারতীয় হকি দল। এবার কি ঘরের মাঠে নয়া ইতিহাস গড়তে পারবেন হরমনপ্রীতরা ? যেমনটা তাঁরা পেরেছিলেন অলিম্পিকের মঞ্চে। প্রথম ম্যাচে স্পেনকে সার্বিক পারফরম্য়ান্স নিরিখে ছাপিয়ে গিয়ে ভারতবাসীর প্রত্যাশা বাড়িয়ে দিল 'মেন ইন ব্লু'।

রাউরকেল্লা, 13 জানুয়ারি: হকি বিশ্বকাপের প্রথম ম্যাচেই জিতল ভারত (Men Hockey Team in World Cup 2023) । রাউরকেল্লার বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে শুক্রবার ভারতের সামনে ছিল স্পেন ৷ প্রতিপক্ষ স্পেনকে একেবারে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে খাতা খুললেন হরমনপ্রীতরা ৷ ভারতের হয়ে গোল দু'টি করেন অমিত রোহিদাস এবং হার্দিক সিংহ।

ম্যাচের সেরার পুরস্কার জিতলেন ওড়িশার অমিত। এদিনের ম্যাচে ভারতের হয়ে প্রথম গোল করেছিলেন অমিত রোহিদাস। প্রথম দুই কোয়ার্টারেই দু' গোলে এগিয়ে গিয়েছিল ভারত। পরের দু'টি কোয়ার্টারে সেই গোল ধরে রেখে জয় নিশ্চিত করে 'মেন ইন ব্লু'। প্রথম ম্যাচেই জয় পেয়ে আত্মবিশ্বাসী ভারত। হরমনপ্রীতরা পরের ম্যাচ খেলবে 15 জানুয়ারি অর্থাৎ রবিবার ৷ সেদিন ভারত নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ ভারতকে নিয়ে এই টুর্নামেন্টে ভালো ফলাফলের প্রত্যাশা রয়েছে হকিপ্রেমীদের। আর হনমনপ্রীতরা প্রথম ম্যাচে হতাশ করেননি ৷ ধারেভারে স্পেন বেশ শক্তিশালী দল হলেও যোগ্য জবাব দেন ভারতীয় খেলোয়াড়রা।

গত কয়েকটা ম্যাচ স্পেনের বিরুদ্ধে ভারতের ফল মোটেও ভালো হয়নি। শেষ পাঁচ বারের সাক্ষাতে ভারত জিতেছিল মাত্র একবার। প্রতিবারই এই দু'দলের খেলা থাকলে গোলের বন্যা বইতে দেখা যায়। শুক্রবার কিন্তু হল পুরো উলটো। কোচ যেমনটা তাঁর ছেলেদের হিসেব কষে মাঠে নামিয়েছিলেন তেমনটাই নিজেদের সেরাটা উজার করে দেন তাঁরা। স্পেনকে খুব বেশি আক্রমণে উঠতে দেয়নি ভারতীয় খেলোয়াড়রা। নিজেরাও সুযোগ বুঝে তা কাজে লাগিয়ে গোল করার চেষ্টা করেন। এদিন বল বেশি নিয়ন্ত্রণে ছিল ভারতের পক্ষে।

আরও পড়ুন: হকি বিশ্বকাপ অভিযানে নামছে ভারত, জাতীয় দলকে শুভেচ্ছা সচিন-বিরাট-ছেত্রীদের

এর আগে বার্মিংহ্যামে গত বছরের কমনওয়েলথ গেমসে সোনা হাতছাড়া হয়েছিল অল্পের জন্য। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে। তার আগে 2021 টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারতীয় দল। এর আগে শেষবার ভারতীয় দল হকি বিশ্বকাপ জিতেছে 1975 সালে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সেবার বিশ্বসেরার মুকুট মাথায় পরেছিলেন অজিত পাল সিং, অশোক কুমাররা। তারপর 48 বছর অতিক্রান্ত। আর বিশ্বজয়ের স্বাদ পায়নি ভারতীয় হকি দল। এবার কি ঘরের মাঠে নয়া ইতিহাস গড়তে পারবেন হরমনপ্রীতরা ? যেমনটা তাঁরা পেরেছিলেন অলিম্পিকের মঞ্চে। প্রথম ম্যাচে স্পেনকে সার্বিক পারফরম্য়ান্স নিরিখে ছাপিয়ে গিয়ে ভারতবাসীর প্রত্যাশা বাড়িয়ে দিল 'মেন ইন ব্লু'।

Last Updated : Jan 13, 2023, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.