ETV Bharat / sports

East Bengal: নতুন মরশুমে ইস্টবেঙ্গলে বিজয়ন-পুত্র, গতবারের এগারো ফুটবলারকে ছেঁটে ফেলল লাল-হলুদ

ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন বিজয়ন। যদিও আইএম বিজয়ন নন, তাঁর ছেলে আরোমল এবার যোগ দিলেন লাল-হলুদে। ফুটবলার হিসেবে নয়, কুয়াদ্রাতের ব্যাক অফিসে কাজ করবেন আরোমল ৷

East Bengal
নতুন মরশুমে ইস্টবেঙ্গলে বিজয়ন পুত্র
author img

By

Published : Jun 4, 2023, 6:10 PM IST

কলকাতা, 4 জুন: ইস্টবেঙ্গলে বিজয়ন। নতুন মরশুমে তিনি লাল-হলুদ জার্সিতে প্রতিনিধিত্ব করবেন। চমকে উঠলেন? না না কিংবদন্তি আইএম বিজয়ন এই বয়সে অবসর ভেঙে ফিরছেন না। এবার ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন আরোমল বিজয়ন। সিনিয়র বিজয়নের পুত্র। তবে ফুটবলার হিসেবে নন, ভিডিয়ো অ্যানালিস্ট হিসেবে কার্লেস কুয়াদ্রাতের ব্যাক অফিসে কাজ করবেন আরোমল। মূলত বিনো জর্জের উদ্যোগেই ইস্টবেঙ্গলে আসছেন তিনি। এর আগে তিনি গোকুলাম কেরালা এফসি'র হয়ে কাজ করেছেন।

বিনো জর্জের সঙ্গে পূর্ব পরিচিত আরোমল। পুরানো সম্পর্কেই আরোমল লাল-হলুদে। চব্বিশ ঘণ্টা আগে ইস্টবেঙ্গল তাঁদের গতবছরের দলের এগারো জন ফুটবলারকে ফেয়ারওয়েল দিয়েছে। বিদেশিদের মধ্যে জেভিয়ার ও'দোহার্তি, কিরিয়াকু, জ্যাক জার্ভিস, অ্যালেক্স লিমা প্রত্যাশামতোই বাদ পড়েছেন। এছাড়াও সুমিত পাসি, সেম্বই হাওকিপ, শুভম সেন, নবীন কুমার রয়েছেন। তবে জেরি, হিমাংশু জাংরা, অমরজিৎ সিং কিয়াম কেন বাদের তালিকায়, তা নিয়ে সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠছে। বিদেশিদের মধ্যে ইভান গঞ্জালেসের সঙ্গেও গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলতে চায় লাল-হলুদ। সেইমতো আলোচনা চলছে।

স্প্যানিশ ডিফেন্ডারটি চুক্তি মতো পুরো মরশুমের টাকা চাইছেন। তাই নিয়েই বিতর্ক। পুরো মরশুমের টাকা দিতে ইস্টবেঙ্গল রাজি নয়। তবে রিক্রুটাররা আশাবাদী দ্রুত সমস্যা কাটবে। এদিকে ইস্টবেঙ্গল কবে নতুন ফুটবলারদের নাম ঘোষণা করবে, তা নিয়ে সমর্থকরা উদগ্রীব। শোনা যাচ্ছে, আগামী 9 জুন থেকে নয়া ফুটবলারদের নাম ঘোষণা হতে পারে। ইতিমধ্যে তা গোছানোর কাজ যে চলছে তা বোঝা যাচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্টস স্লাভকোকে ছেড়ে দিচ্ছে । অজি ফুটবলারের বেঙ্গালুরু এফসিতে যোগ দেওয়া প্রায় নিশ্চিত। গত মরশুমে ডুরান্ড কাপ জয় ছাড়া ট্রফি নেই। তাই নতুন মরশুমে দল গোছানোর দৌড়ে সুনীল ছেত্রীর ক্লাবও রয়েছে।

  • 🚨𝐔𝐏𝐃𝐀𝐓𝐄 🚨

    We would like to thank our departing players for their services to the Club during the past season.

    Once a Red & Gold, always a Red & Gold. We wish them all the best in their future endeavours! ❤️💛#EastBengalFC #IndianFootball pic.twitter.com/xATsohYNPw

    — East Bengal FC (@eastbengal_fc) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ফেক নিউজে বিরক্ত মোহনবাগান, কী বলছেন ক্লাব সচিব ?

এদিকে চেন্নাইয়িন এফসি তাদের ডাচ ফুটবলার আল খায়াতিকে ছেড়ে দিয়েছে। 3 কোটি 20 লক্ষ টাকায় একবছরের জন্য চেন্নাইতে সই করেছিলেন তিনি। এবার তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করেনি তারা। শোনা যাচ্ছে, ডাচ ফুটবলারটির জন্য ঝাঁপাচ্ছে লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গল সূত্রে বলা হচ্ছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাথায় রেখে দলগঠন হচ্ছে। বয়স কম, আর্থিক চাহিদা কম অথচ গুণগত মানে ভালো ফুটবলার নেওয়ার দিকে জোর দিচ্ছে ইস্টবেঙ্গল। গত তিন বছরের চেয়ে শক্তিশালী দল গঠনই পাখির চোখ।

কলকাতা, 4 জুন: ইস্টবেঙ্গলে বিজয়ন। নতুন মরশুমে তিনি লাল-হলুদ জার্সিতে প্রতিনিধিত্ব করবেন। চমকে উঠলেন? না না কিংবদন্তি আইএম বিজয়ন এই বয়সে অবসর ভেঙে ফিরছেন না। এবার ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন আরোমল বিজয়ন। সিনিয়র বিজয়নের পুত্র। তবে ফুটবলার হিসেবে নন, ভিডিয়ো অ্যানালিস্ট হিসেবে কার্লেস কুয়াদ্রাতের ব্যাক অফিসে কাজ করবেন আরোমল। মূলত বিনো জর্জের উদ্যোগেই ইস্টবেঙ্গলে আসছেন তিনি। এর আগে তিনি গোকুলাম কেরালা এফসি'র হয়ে কাজ করেছেন।

বিনো জর্জের সঙ্গে পূর্ব পরিচিত আরোমল। পুরানো সম্পর্কেই আরোমল লাল-হলুদে। চব্বিশ ঘণ্টা আগে ইস্টবেঙ্গল তাঁদের গতবছরের দলের এগারো জন ফুটবলারকে ফেয়ারওয়েল দিয়েছে। বিদেশিদের মধ্যে জেভিয়ার ও'দোহার্তি, কিরিয়াকু, জ্যাক জার্ভিস, অ্যালেক্স লিমা প্রত্যাশামতোই বাদ পড়েছেন। এছাড়াও সুমিত পাসি, সেম্বই হাওকিপ, শুভম সেন, নবীন কুমার রয়েছেন। তবে জেরি, হিমাংশু জাংরা, অমরজিৎ সিং কিয়াম কেন বাদের তালিকায়, তা নিয়ে সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠছে। বিদেশিদের মধ্যে ইভান গঞ্জালেসের সঙ্গেও গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলতে চায় লাল-হলুদ। সেইমতো আলোচনা চলছে।

স্প্যানিশ ডিফেন্ডারটি চুক্তি মতো পুরো মরশুমের টাকা চাইছেন। তাই নিয়েই বিতর্ক। পুরো মরশুমের টাকা দিতে ইস্টবেঙ্গল রাজি নয়। তবে রিক্রুটাররা আশাবাদী দ্রুত সমস্যা কাটবে। এদিকে ইস্টবেঙ্গল কবে নতুন ফুটবলারদের নাম ঘোষণা করবে, তা নিয়ে সমর্থকরা উদগ্রীব। শোনা যাচ্ছে, আগামী 9 জুন থেকে নয়া ফুটবলারদের নাম ঘোষণা হতে পারে। ইতিমধ্যে তা গোছানোর কাজ যে চলছে তা বোঝা যাচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্টস স্লাভকোকে ছেড়ে দিচ্ছে । অজি ফুটবলারের বেঙ্গালুরু এফসিতে যোগ দেওয়া প্রায় নিশ্চিত। গত মরশুমে ডুরান্ড কাপ জয় ছাড়া ট্রফি নেই। তাই নতুন মরশুমে দল গোছানোর দৌড়ে সুনীল ছেত্রীর ক্লাবও রয়েছে।

  • 🚨𝐔𝐏𝐃𝐀𝐓𝐄 🚨

    We would like to thank our departing players for their services to the Club during the past season.

    Once a Red & Gold, always a Red & Gold. We wish them all the best in their future endeavours! ❤️💛#EastBengalFC #IndianFootball pic.twitter.com/xATsohYNPw

    — East Bengal FC (@eastbengal_fc) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ফেক নিউজে বিরক্ত মোহনবাগান, কী বলছেন ক্লাব সচিব ?

এদিকে চেন্নাইয়িন এফসি তাদের ডাচ ফুটবলার আল খায়াতিকে ছেড়ে দিয়েছে। 3 কোটি 20 লক্ষ টাকায় একবছরের জন্য চেন্নাইতে সই করেছিলেন তিনি। এবার তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করেনি তারা। শোনা যাচ্ছে, ডাচ ফুটবলারটির জন্য ঝাঁপাচ্ছে লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গল সূত্রে বলা হচ্ছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাথায় রেখে দলগঠন হচ্ছে। বয়স কম, আর্থিক চাহিদা কম অথচ গুণগত মানে ভালো ফুটবলার নেওয়ার দিকে জোর দিচ্ছে ইস্টবেঙ্গল। গত তিন বছরের চেয়ে শক্তিশালী দল গঠনই পাখির চোখ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.