ETV Bharat / sports

Major Dhyan Chand জাতীয় ক্রীড়াদিবসে জাদুঘর হিসাবে সংরক্ষণ করা হল মেজর ধ্যানচাঁদের ঘর

মেজর ধ্যানচাঁদের জন্মদিনে বাড়িতে তাঁর ঘরটিকে জাদুঘর হিসাবে সংরক্ষণ করা হল (Major Dhyan Chand Room Made Museum) ৷ সেখানে তাঁর জেতা পদক, ট্রফি এবং ব্যবহারের অনেক জিনিস রাখা হয়েছে ৷

hockey-magician-major-dhyan-chand-room-made-museum
hockey-magician-major-dhyan-chand-room-made-museum
author img

By

Published : Aug 29, 2022, 8:54 PM IST

ঝাঁসি, 29 অগস্ট: ঝাঁসিতে আজ হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের (Hockey Magician Major Dhyan Chand) জন্মদিন ৷ যে দিনটিকে জাতীয় ক্রীড়াদিবস হিসাবে পালন করা হয় ৷ এই দিনে কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের (Major Dhyan Chand) বাড়িতে তাঁর ঘরটি পরিবারের সদস্যরা একটি জাদুঘর হিসাবে সংরক্ষণ করেছে ৷ সেখানে তাঁর প্রাপ্ত পদক ও ট্রফির পাশাপাশি, তাঁর হকি স্টিক-সহ এমন অনেক জিনিস সংরক্ষণ করা হয়েছে (Major Dhyan Chand Room Made Museum), যা অত্যন্ত বিরল ৷

মেজর ধ্যানচাঁদের বাড়িতে তাঁর কক্ষটি শুধু স্থানীয়দের কাছেই নয়, দূর-দূরান্ত থেকে আসা ক্রীড়াপ্রেমীদের কাছেও আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে ৷ বলা হয়, এই ঘরে মেজর ধ্যানচাঁদ তাঁর সঙ্গীদের নিয়ে বসে ম্যাচের কৌশল তৈরি করতেন এবং খেলার মাঠের পরিবেশ তৈরি করতেন ৷ তাঁর কবিতা লেখার সখ ছিল এবং জীবনের শেষ সময়ে এই ঘরে বসে তিনি অনেক কবিতা লিখেছেন ৷ যে কবিতাগুলি সেই সময়ের একাধিক পত্রিকায় ব্যাপকভাবে প্রকাশিত হত ৷

জাতীয় ক্রীড়াদিবসে জাদুঘর হিসাবে সংরক্ষণ করা হল মেজর ধ্যানচাঁদের ঘর

আরও পড়ুন: সাফল্যের সঙ্গে ইলিংশ চ্যানেল পার করলেন ডায়বেটিক সাঁতারু ঝর্ণা কুমাওয়াত

মেজর ধ্যানচাঁদ, তাঁর প্রিয়জনদের মধ্যে দাদা নামে পরিচিত ছিলেন ৷ একজন প্রাক্তন খেলোয়াড় এবং ভারতীয় হকির অধিনায়ক, যাঁর নাম বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে ধরা হয় ৷ তাঁর সময়ে ভারতীয় হকি অলিম্পিকসে তিনটি সোনার পদক জিতেছিলেন ৷ এর মধ্যে রয়েছে 1928 আমস্টারডাম অলিম্পিকস ৷ 1932 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকস এবং 1936 সালের বার্লিন অলিম্পিকস ৷ আমরা আপনাকে বলি যে মেজর ধ্যানচাঁদের জন্ম তারিখ 29 অগস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়।

ঝাঁসি, 29 অগস্ট: ঝাঁসিতে আজ হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের (Hockey Magician Major Dhyan Chand) জন্মদিন ৷ যে দিনটিকে জাতীয় ক্রীড়াদিবস হিসাবে পালন করা হয় ৷ এই দিনে কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের (Major Dhyan Chand) বাড়িতে তাঁর ঘরটি পরিবারের সদস্যরা একটি জাদুঘর হিসাবে সংরক্ষণ করেছে ৷ সেখানে তাঁর প্রাপ্ত পদক ও ট্রফির পাশাপাশি, তাঁর হকি স্টিক-সহ এমন অনেক জিনিস সংরক্ষণ করা হয়েছে (Major Dhyan Chand Room Made Museum), যা অত্যন্ত বিরল ৷

মেজর ধ্যানচাঁদের বাড়িতে তাঁর কক্ষটি শুধু স্থানীয়দের কাছেই নয়, দূর-দূরান্ত থেকে আসা ক্রীড়াপ্রেমীদের কাছেও আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে ৷ বলা হয়, এই ঘরে মেজর ধ্যানচাঁদ তাঁর সঙ্গীদের নিয়ে বসে ম্যাচের কৌশল তৈরি করতেন এবং খেলার মাঠের পরিবেশ তৈরি করতেন ৷ তাঁর কবিতা লেখার সখ ছিল এবং জীবনের শেষ সময়ে এই ঘরে বসে তিনি অনেক কবিতা লিখেছেন ৷ যে কবিতাগুলি সেই সময়ের একাধিক পত্রিকায় ব্যাপকভাবে প্রকাশিত হত ৷

জাতীয় ক্রীড়াদিবসে জাদুঘর হিসাবে সংরক্ষণ করা হল মেজর ধ্যানচাঁদের ঘর

আরও পড়ুন: সাফল্যের সঙ্গে ইলিংশ চ্যানেল পার করলেন ডায়বেটিক সাঁতারু ঝর্ণা কুমাওয়াত

মেজর ধ্যানচাঁদ, তাঁর প্রিয়জনদের মধ্যে দাদা নামে পরিচিত ছিলেন ৷ একজন প্রাক্তন খেলোয়াড় এবং ভারতীয় হকির অধিনায়ক, যাঁর নাম বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে ধরা হয় ৷ তাঁর সময়ে ভারতীয় হকি অলিম্পিকসে তিনটি সোনার পদক জিতেছিলেন ৷ এর মধ্যে রয়েছে 1928 আমস্টারডাম অলিম্পিকস ৷ 1932 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকস এবং 1936 সালের বার্লিন অলিম্পিকস ৷ আমরা আপনাকে বলি যে মেজর ধ্যানচাঁদের জন্ম তারিখ 29 অগস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.