ঝাঁসি, 29 অগস্ট: ঝাঁসিতে আজ হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের (Hockey Magician Major Dhyan Chand) জন্মদিন ৷ যে দিনটিকে জাতীয় ক্রীড়াদিবস হিসাবে পালন করা হয় ৷ এই দিনে কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের (Major Dhyan Chand) বাড়িতে তাঁর ঘরটি পরিবারের সদস্যরা একটি জাদুঘর হিসাবে সংরক্ষণ করেছে ৷ সেখানে তাঁর প্রাপ্ত পদক ও ট্রফির পাশাপাশি, তাঁর হকি স্টিক-সহ এমন অনেক জিনিস সংরক্ষণ করা হয়েছে (Major Dhyan Chand Room Made Museum), যা অত্যন্ত বিরল ৷
মেজর ধ্যানচাঁদের বাড়িতে তাঁর কক্ষটি শুধু স্থানীয়দের কাছেই নয়, দূর-দূরান্ত থেকে আসা ক্রীড়াপ্রেমীদের কাছেও আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে ৷ বলা হয়, এই ঘরে মেজর ধ্যানচাঁদ তাঁর সঙ্গীদের নিয়ে বসে ম্যাচের কৌশল তৈরি করতেন এবং খেলার মাঠের পরিবেশ তৈরি করতেন ৷ তাঁর কবিতা লেখার সখ ছিল এবং জীবনের শেষ সময়ে এই ঘরে বসে তিনি অনেক কবিতা লিখেছেন ৷ যে কবিতাগুলি সেই সময়ের একাধিক পত্রিকায় ব্যাপকভাবে প্রকাশিত হত ৷
আরও পড়ুন: সাফল্যের সঙ্গে ইলিংশ চ্যানেল পার করলেন ডায়বেটিক সাঁতারু ঝর্ণা কুমাওয়াত
মেজর ধ্যানচাঁদ, তাঁর প্রিয়জনদের মধ্যে দাদা নামে পরিচিত ছিলেন ৷ একজন প্রাক্তন খেলোয়াড় এবং ভারতীয় হকির অধিনায়ক, যাঁর নাম বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে ধরা হয় ৷ তাঁর সময়ে ভারতীয় হকি অলিম্পিকসে তিনটি সোনার পদক জিতেছিলেন ৷ এর মধ্যে রয়েছে 1928 আমস্টারডাম অলিম্পিকস ৷ 1932 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকস এবং 1936 সালের বার্লিন অলিম্পিকস ৷ আমরা আপনাকে বলি যে মেজর ধ্যানচাঁদের জন্ম তারিখ 29 অগস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়।