ETV Bharat / sports

15 দিনে চতুর্থ সোনা, দৌড় অব্যাহত ঢিং এক্সপ্রেস হিমার - tabor

গতকাল চেক প্রজাতন্ত্রের তাবর অ্যাথলেটিক্স মিটের 200 মিটারে চ্যাম্পিয়ন হয়ে গত 15 দিনে চতুর্থ স্বর্ণপদক গলায় ঝোলান তিনি ।

ঢিং এক্সপ্রেস হিমার
author img

By

Published : Jul 18, 2019, 5:56 AM IST

Updated : Jul 18, 2019, 7:07 AM IST

তাবর (চেক প্রজাতন্ত্র), 18 জুলাই : সোনার দৌড় অব্যাহত হিমা দাসের । 15 দিনে আন্তর্জাতিক মঞ্চে চারটি সোনার পদক জিতলেন 19 বছর বয়সি হিমা । গতকাল চেক প্রজাতন্ত্রের তাবর অ্যাথলেটিক্স মিটের 200 মিটারে চ্যাম্পিয়ন হয়ে বছরের চতুর্থ স্বর্ণপদক গলায় ঝোলান তিনি ।

গতরাতে চ্যাম্পিয়ন হতে হিমা সময় নেন 23.25 সেকেন্ড, যা তাঁর ব্যক্তিগত সেরা সময়ের কাছাকাছি । হিমার ব্যক্তিগত সেরা সময় 23.10 সেকেন্ড । প্রসঙ্গত, গতরাতে এই মরশুমের সেরা সময়ে দৌড় শেষ করেন ঢিং (অসমের ঢিংয়ে তাঁর বাড়ি) এক্সপ্রেস । চোট সারিয়ে ট্র্যাকে ফেরার এক মাসের মধ্যেই নিজের সেরা ফর্মে পৌঁছানোর ইঙ্গিত দিলেন হিমা ।

গত বছর ফিনল্যান্ডে অনূর্ধ্ব-20 বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী স্প্রিন্টার দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছিলেন । চোট সারিয়ে চলতি মাসের প্রথম দিকে ট্র্যাকে ফেরেন হিমা । পোল্যান্ডের পোজ়নান অ্যাথলেটিক্স গ্রাঁ পিতে 200 মিটার বিভাগে সোনা জেতেন উঠতি এই তারকা । সময় নেন 23.65 সেকেন্ড । পাঁচদিন পর কুন্টো অ্যাথলেটিক্স মিটে 200 মিটার বিভাগেই ফের সোনা জেতেন । এবার সময় (23.97 সেকেন্ড) কিছুটা বেশি নিলেও তাঁর সোনা জয় আটকায়নি । এরপর ক্লাদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে 23.43 সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জেতেন হিমা ।

তাবর (চেক প্রজাতন্ত্র), 18 জুলাই : সোনার দৌড় অব্যাহত হিমা দাসের । 15 দিনে আন্তর্জাতিক মঞ্চে চারটি সোনার পদক জিতলেন 19 বছর বয়সি হিমা । গতকাল চেক প্রজাতন্ত্রের তাবর অ্যাথলেটিক্স মিটের 200 মিটারে চ্যাম্পিয়ন হয়ে বছরের চতুর্থ স্বর্ণপদক গলায় ঝোলান তিনি ।

গতরাতে চ্যাম্পিয়ন হতে হিমা সময় নেন 23.25 সেকেন্ড, যা তাঁর ব্যক্তিগত সেরা সময়ের কাছাকাছি । হিমার ব্যক্তিগত সেরা সময় 23.10 সেকেন্ড । প্রসঙ্গত, গতরাতে এই মরশুমের সেরা সময়ে দৌড় শেষ করেন ঢিং (অসমের ঢিংয়ে তাঁর বাড়ি) এক্সপ্রেস । চোট সারিয়ে ট্র্যাকে ফেরার এক মাসের মধ্যেই নিজের সেরা ফর্মে পৌঁছানোর ইঙ্গিত দিলেন হিমা ।

গত বছর ফিনল্যান্ডে অনূর্ধ্ব-20 বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী স্প্রিন্টার দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছিলেন । চোট সারিয়ে চলতি মাসের প্রথম দিকে ট্র্যাকে ফেরেন হিমা । পোল্যান্ডের পোজ়নান অ্যাথলেটিক্স গ্রাঁ পিতে 200 মিটার বিভাগে সোনা জেতেন উঠতি এই তারকা । সময় নেন 23.65 সেকেন্ড । পাঁচদিন পর কুন্টো অ্যাথলেটিক্স মিটে 200 মিটার বিভাগেই ফের সোনা জেতেন । এবার সময় (23.97 সেকেন্ড) কিছুটা বেশি নিলেও তাঁর সোনা জয় আটকায়নি । এরপর ক্লাদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে 23.43 সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জেতেন হিমা ।

Sambhal (Uttar Pradesh), Jul 18 (ANI): 3 under-trial prisoners managed to flee from the Police custody en route to Moradabad jail. 2 police personnel were injured in the attack who later succumbed to their injuries. Prisoners reportedly threw chilli powder in the deceased police personnel's eyes. Absconding prisoners have cases of loot, abduction and others registered against them.

Last Updated : Jul 18, 2019, 7:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.