ETV Bharat / sports

Gianni Infantino: ফের ফিফার মসনদে ইনফান্তিনো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে ফিরলেন সুইস আইনজীবী

ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সভাপতি পদে ফিরলেন জিয়ান্নি ইনফান্তিনো । 2027 পর্যন্ত ওই পদে থাকবেন তিনি (Gianni Infantino re-elected FIFA president) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 16, 2023, 8:29 PM IST

জুরিখ, 16 মার্চ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেন জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino) । এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মসনদে বসলেন ইনফান্তিনো। ভোটদানের পরিবর্তে সর্ব সম্মতিক্রমে তাঁকে ফিফা সভাপতি পদে ফেরানো হয়েছে । 2027 পর্যন্ত ফিফা সভাপতি পদে থাকবেন তিনি (Gianni Infantino re elected FIFA President)।

ভোটদানে জিয়ান্নি ইনফান্তিনোর কোনও নির্বাচনী প্রতিপক্ষ ছিল না । 211টি সদস্য ফেডারেশনের কংগ্রেসের আনুষ্ঠানিক ভোটের পরিবর্তে তাঁকে সকলের মতামতে সভাপতি পদের জন্য বেছে নেওয়া হয়েছে । 2016 সালে প্রথমবার ফিফা (Fédération Internationale De Football Association) সভাপতি পদে বসেন তিনি । সে সময় থেকে ফিফা'র প্রাথমিক বার্ষিক তহবিলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে ।

আরও পড়ুন: লক্ষ্য ভারতীয় ফুটবলের সার্বিক উন্নয়ণ, অক্টোবরে এদেশে এসে মোদি-সাক্ষাতে ইনফান্তিনো ?

ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফা'র কোষাগারে 4 বিলিয়ন ডলার ছিল । উত্তর আমেরিকায় আয়োজিত পুরুষদের 2026 বিশ্বকাপের মাধ্যমে কমপক্ষে 11 বিলিয়ন ডলারের রেকর্ড আয়ের পূর্বাভাস দিয়েছে বিভিন্ন সংস্থা । মসনদে ফিরে ইনফান্তিনো বলেন, "যদি একজন সিইও স্টেকহোল্ডারদের বলেন যে লাভ সাত গুণ হয়েছে । আমি বিশ্বাস করি যে তারা সেই সিইও'কে চিরকালের জন্য ধরে রাখবে ।"

Gianni Infantino
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে ফিরলেন সুইস আইনজীবী

সুইস আইনজীবী প্রথমবার ফিফা'র সভাপতি নির্বাচিত হয়েছিলেন শেপ ব্লাটারকে সরিয়ে । সেই সময় আর্থিক দুর্নীতিতে ডুবে থাকার অভিযোগে তদন্ত শুরু হয়েছিল ফিফা'র বিরুদ্ধে । সেই অবস্থা থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে তুলে ধরেন তিনি। একের পর এক সফলতা ছুঁয়েছে ফিফা। যে কাতার বিশ্বকাপ নিয়ে সমালোচনায় জর্জরিত হয়েছিল ফিফা, সেই কাতার বিশ্বকাপকেই অন্যতম সেরা বিশ্বকাপ হিসেবে চিহ্নিত করছেন ফুটবলপ্রেমীরা। একাধিক ক্ষেত্রে ফিফা'কে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছেন তিনি ।

আরও পড়ুন: দুর্নীতি, ম্যাচ ফিক্সিং এড়াতে 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ বিন্ন্যাস ও ফরম্যাটে বদল

জুরিখ, 16 মার্চ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেন জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino) । এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মসনদে বসলেন ইনফান্তিনো। ভোটদানের পরিবর্তে সর্ব সম্মতিক্রমে তাঁকে ফিফা সভাপতি পদে ফেরানো হয়েছে । 2027 পর্যন্ত ফিফা সভাপতি পদে থাকবেন তিনি (Gianni Infantino re elected FIFA President)।

ভোটদানে জিয়ান্নি ইনফান্তিনোর কোনও নির্বাচনী প্রতিপক্ষ ছিল না । 211টি সদস্য ফেডারেশনের কংগ্রেসের আনুষ্ঠানিক ভোটের পরিবর্তে তাঁকে সকলের মতামতে সভাপতি পদের জন্য বেছে নেওয়া হয়েছে । 2016 সালে প্রথমবার ফিফা (Fédération Internationale De Football Association) সভাপতি পদে বসেন তিনি । সে সময় থেকে ফিফা'র প্রাথমিক বার্ষিক তহবিলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে ।

আরও পড়ুন: লক্ষ্য ভারতীয় ফুটবলের সার্বিক উন্নয়ণ, অক্টোবরে এদেশে এসে মোদি-সাক্ষাতে ইনফান্তিনো ?

ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফা'র কোষাগারে 4 বিলিয়ন ডলার ছিল । উত্তর আমেরিকায় আয়োজিত পুরুষদের 2026 বিশ্বকাপের মাধ্যমে কমপক্ষে 11 বিলিয়ন ডলারের রেকর্ড আয়ের পূর্বাভাস দিয়েছে বিভিন্ন সংস্থা । মসনদে ফিরে ইনফান্তিনো বলেন, "যদি একজন সিইও স্টেকহোল্ডারদের বলেন যে লাভ সাত গুণ হয়েছে । আমি বিশ্বাস করি যে তারা সেই সিইও'কে চিরকালের জন্য ধরে রাখবে ।"

Gianni Infantino
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে ফিরলেন সুইস আইনজীবী

সুইস আইনজীবী প্রথমবার ফিফা'র সভাপতি নির্বাচিত হয়েছিলেন শেপ ব্লাটারকে সরিয়ে । সেই সময় আর্থিক দুর্নীতিতে ডুবে থাকার অভিযোগে তদন্ত শুরু হয়েছিল ফিফা'র বিরুদ্ধে । সেই অবস্থা থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে তুলে ধরেন তিনি। একের পর এক সফলতা ছুঁয়েছে ফিফা। যে কাতার বিশ্বকাপ নিয়ে সমালোচনায় জর্জরিত হয়েছিল ফিফা, সেই কাতার বিশ্বকাপকেই অন্যতম সেরা বিশ্বকাপ হিসেবে চিহ্নিত করছেন ফুটবলপ্রেমীরা। একাধিক ক্ষেত্রে ফিফা'কে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছেন তিনি ।

আরও পড়ুন: দুর্নীতি, ম্যাচ ফিক্সিং এড়াতে 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ বিন্ন্যাস ও ফরম্যাটে বদল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.