ETV Bharat / sports

Krishnendu Roy: মাদ্রিদের মিউজিয়ামে কৃষ্ণেন্দুর নেহরু কাপ ফাইনালের জার্সি, আপ্লুত প্রাক্তন বাঙালি রাইট-ব্যাক

Former Indian Footballer Krishnendu Roy: মাদ্রিদের ফুটবল মিউজিয়ামে প্রাক্তন ভারতীয় ফুটবলার কৃষ্ণেন্দু রায়ের 12 নম্বর জার্সি ৷ নেহরু কাপ ফাইনালে খেলার সময় যে জার্সিটি পরেছিলেন, সেটিই মাদ্রিদের মিউজিয়ামে গিয়েছে বলে জানালেন ভারতের প্রাক্তন রাইট-ব্যাক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 4:39 PM IST

ETV BHARAT
ETV BHARAT
কৃষ্ণেন্দু রায়ের নেহরু কাপ ফাইনালের জার্সি মাদ্রিদের মিউজিয়ামে

কলকাতা, 23 সেপ্টেম্বর: এক অনন্য সম্মানে সম্মানিত হয়েছেন কৃষ্ণেন্দু রায় ৷ স্পেনের মাদ্রিদের ফুটবল মিউজিয়ামে জায়গা পেয়েছে তাঁর 12 নম্বর জার্সি ৷ ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার এই মুহূর্তে ছোট ছোট প্রতিভাদের প্রশিক্ষণ দেন ৷ নতুন প্রতিভার অন্বেষণ এবং তাদের গড়ে তোলার মধ্যে দিয়েই ভারতীয় ফুটবলের অগ্রগতিতে সাহায্য করতে চান তিনি ৷ তারই মধ্যেই স্পেনের মাদ্রিদের ফুটবল মিউজিয়ামে নিজের জার্সি স্থান পাওয়ার খবরে আপ্লুত ৷ ওই মিউজিয়ামেই রয়েছে দিয়াগো মারাদোনা-সহ বিশ্বের কিংবদন্তি ফুটবলারদের জার্সি ৷ সেখানে কৃষ্ণেন্দু রায়ের 12 নম্বর জার্সি ৷ আর কোনও ভারতীয় ফুটবলারের জার্সি সেখানে স্থান পায়নি এখনও ৷

মাদ্রিদের ফুটবল মিউজিয়ামে ভারতীয় ফুটবলের একমাত্র প্রতিনিধি বাঙালি রাইট-ব্যাক ৷ মাদ্রিদ শহরের নাম শুনলেই রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের মত জগৎ বিখ্যাত ক্লাবের নাম ভেসে ওঠে ফুটবলারদের মনে ৷ সেই শহরে পুয়েরটা দেল সল এলাকায় তৈরি হয়েছে ‘লেজেন্ডস’ নামের এক ফুটবল মিউজিয়াম ৷ যেখানে পাঁচ হাজারের বেশি ফুটবল দ্রষ্টব্য জায়গা পেয়েছে ৷ ছ’শোটি ফুটবল স্মৃতির মাধ্যমে ঐতিহ্যশালী এই খেলার ইতিহাস সামনে আসবে ৷ এই সামগ্রীগুলি ফিফা বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, উয়েফা চ্যাম্পিয়নশিপ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকায় ব্যবহৃত হয়েছে ৷ কিন্তু কীভাবে পৌঁছল কৃষ্ণেন্দু রায়ের 12 নম্বর জার্সি মাদ্রিদের মিউজিয়ামে ?

ইস্টবেঙ্গলের লাইব্রেরিতে বসে প্রাক্তন রাইট ব্যাক বলেন, “1984 সালে নেহরু কাপে ভারতীয় দল খেলেছিল আর্জেন্তিনার বিরুদ্ধে ৷ চিরিচ মিলোভানের কোচিংয়ে ভারতীয় দল সেবার পুরো নেহরু কাপ জুড়েই অসাধারণ ফুটবল খেলেছিল ৷ আর্জেন্তিনার বিরুদ্ধে আমি তো ভালো খেলেছিলামই ৷ পুরো দলও ভালো খেলেছিল ৷ অনেক লড়াইয়ের পরে আমরা এক গোলে হেরে গিয়েছিলাম ৷’’

আরও পড়ুন: আইএসএলে ঘরের মাঠে প্রতিটি ম্যাচই ফাইনাল, মন্তব্য জুয়ান ফেরান্দোর

তিনি বলেন, ‘‘বিলার্দো স্বয়ং আমার প্রশংসা করেছিলেন ৷ বলেছিলেন আরও বেশি ব্যবহার করা উচিত 12 নম্বর জার্সিকে ৷ খেলার পরে জার্সি বিনিময় করা হয়েছিল ৷ এখন মনে নেই কোন ফুটবলারের সঙ্গে জার্সি বিনিময় করেছিলাম ৷ সেই হয়তো আমার জার্সিটি ওইখানে দিয়েছে ৷” 1984 সালে নেহরু কাপে কার্লোস বিলার্দোর কোচিংয়ে আর্জেন্তিনার যে দল খেলতে এসেছিল, তাঁদের সিংহভাগ ফুটবলার 1986 সালের মেক্সিকো বিশ্বকাপে খেলেছিলেন ৷ গোলরক্ষক পম্পিদু, ফরওয়ার্ড বুরুচাগা, ভালদানো নেহরু কাপে খেলে গিয়েছিলেন বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার আগে ৷

আরও পড়ুন: আইএসএলে সমর্থকদের সুবিধার্থে বাড়তি বাস-মেট্রো চালানোর আবেদন মোহনবাগানের

বিশ্বে প্রাক্তন ফুটবলারদের ব্যবহৃত জিনিস সংরক্ষণ করার চল আছে ৷ কৃষ্ণেন্দু রায় বলছেন, “এই সংরক্ষণ করা দরকার ৷ যাতে ভবিষ্যত প্রজন্মের কাছে অতীতের স্মরণীয় ঘটনা তুলে ধরা যায় ৷ ইস্টবেঙ্গল ক্লাব এই উদ্যোগ নিয়েছে ৷ তাদের ক্লাবে খেলে যাওয়া ফুটবলারদের ব্যবহৃত জিনিস সংরক্ষণ করছে ৷ দেশের অন্য ক্লাবে এই জিনিস নেই ৷ আশা করব ভবিষ্যতে হবে ৷”

ফুটবল বিশ্বে ভারত ঘুমন্ত দৈত্য ৷ 39 বছর আগের এই ঘটনা প্রমাণ করে আমরা ফুটবলের ক্ষেত্রে ঘুমিয়েই রয়েছি ৷ পারফরম্যান্স, ইতিহাস বাঁচিয়ে রাখার চেষ্টায় আমরা পিছনের সারিতে ৷ সেখানে বাঙালি রাইট-ব্যাকের জার্সি মাদ্রিদের মিউজিয়ামে জায়গা পাওয়া আমাদের আনন্দ দেয় ৷ একইসঙ্গে আক্ষেপও থাকে ৷

কৃষ্ণেন্দু রায়ের নেহরু কাপ ফাইনালের জার্সি মাদ্রিদের মিউজিয়ামে

কলকাতা, 23 সেপ্টেম্বর: এক অনন্য সম্মানে সম্মানিত হয়েছেন কৃষ্ণেন্দু রায় ৷ স্পেনের মাদ্রিদের ফুটবল মিউজিয়ামে জায়গা পেয়েছে তাঁর 12 নম্বর জার্সি ৷ ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার এই মুহূর্তে ছোট ছোট প্রতিভাদের প্রশিক্ষণ দেন ৷ নতুন প্রতিভার অন্বেষণ এবং তাদের গড়ে তোলার মধ্যে দিয়েই ভারতীয় ফুটবলের অগ্রগতিতে সাহায্য করতে চান তিনি ৷ তারই মধ্যেই স্পেনের মাদ্রিদের ফুটবল মিউজিয়ামে নিজের জার্সি স্থান পাওয়ার খবরে আপ্লুত ৷ ওই মিউজিয়ামেই রয়েছে দিয়াগো মারাদোনা-সহ বিশ্বের কিংবদন্তি ফুটবলারদের জার্সি ৷ সেখানে কৃষ্ণেন্দু রায়ের 12 নম্বর জার্সি ৷ আর কোনও ভারতীয় ফুটবলারের জার্সি সেখানে স্থান পায়নি এখনও ৷

মাদ্রিদের ফুটবল মিউজিয়ামে ভারতীয় ফুটবলের একমাত্র প্রতিনিধি বাঙালি রাইট-ব্যাক ৷ মাদ্রিদ শহরের নাম শুনলেই রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের মত জগৎ বিখ্যাত ক্লাবের নাম ভেসে ওঠে ফুটবলারদের মনে ৷ সেই শহরে পুয়েরটা দেল সল এলাকায় তৈরি হয়েছে ‘লেজেন্ডস’ নামের এক ফুটবল মিউজিয়াম ৷ যেখানে পাঁচ হাজারের বেশি ফুটবল দ্রষ্টব্য জায়গা পেয়েছে ৷ ছ’শোটি ফুটবল স্মৃতির মাধ্যমে ঐতিহ্যশালী এই খেলার ইতিহাস সামনে আসবে ৷ এই সামগ্রীগুলি ফিফা বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, উয়েফা চ্যাম্পিয়নশিপ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকায় ব্যবহৃত হয়েছে ৷ কিন্তু কীভাবে পৌঁছল কৃষ্ণেন্দু রায়ের 12 নম্বর জার্সি মাদ্রিদের মিউজিয়ামে ?

ইস্টবেঙ্গলের লাইব্রেরিতে বসে প্রাক্তন রাইট ব্যাক বলেন, “1984 সালে নেহরু কাপে ভারতীয় দল খেলেছিল আর্জেন্তিনার বিরুদ্ধে ৷ চিরিচ মিলোভানের কোচিংয়ে ভারতীয় দল সেবার পুরো নেহরু কাপ জুড়েই অসাধারণ ফুটবল খেলেছিল ৷ আর্জেন্তিনার বিরুদ্ধে আমি তো ভালো খেলেছিলামই ৷ পুরো দলও ভালো খেলেছিল ৷ অনেক লড়াইয়ের পরে আমরা এক গোলে হেরে গিয়েছিলাম ৷’’

আরও পড়ুন: আইএসএলে ঘরের মাঠে প্রতিটি ম্যাচই ফাইনাল, মন্তব্য জুয়ান ফেরান্দোর

তিনি বলেন, ‘‘বিলার্দো স্বয়ং আমার প্রশংসা করেছিলেন ৷ বলেছিলেন আরও বেশি ব্যবহার করা উচিত 12 নম্বর জার্সিকে ৷ খেলার পরে জার্সি বিনিময় করা হয়েছিল ৷ এখন মনে নেই কোন ফুটবলারের সঙ্গে জার্সি বিনিময় করেছিলাম ৷ সেই হয়তো আমার জার্সিটি ওইখানে দিয়েছে ৷” 1984 সালে নেহরু কাপে কার্লোস বিলার্দোর কোচিংয়ে আর্জেন্তিনার যে দল খেলতে এসেছিল, তাঁদের সিংহভাগ ফুটবলার 1986 সালের মেক্সিকো বিশ্বকাপে খেলেছিলেন ৷ গোলরক্ষক পম্পিদু, ফরওয়ার্ড বুরুচাগা, ভালদানো নেহরু কাপে খেলে গিয়েছিলেন বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার আগে ৷

আরও পড়ুন: আইএসএলে সমর্থকদের সুবিধার্থে বাড়তি বাস-মেট্রো চালানোর আবেদন মোহনবাগানের

বিশ্বে প্রাক্তন ফুটবলারদের ব্যবহৃত জিনিস সংরক্ষণ করার চল আছে ৷ কৃষ্ণেন্দু রায় বলছেন, “এই সংরক্ষণ করা দরকার ৷ যাতে ভবিষ্যত প্রজন্মের কাছে অতীতের স্মরণীয় ঘটনা তুলে ধরা যায় ৷ ইস্টবেঙ্গল ক্লাব এই উদ্যোগ নিয়েছে ৷ তাদের ক্লাবে খেলে যাওয়া ফুটবলারদের ব্যবহৃত জিনিস সংরক্ষণ করছে ৷ দেশের অন্য ক্লাবে এই জিনিস নেই ৷ আশা করব ভবিষ্যতে হবে ৷”

ফুটবল বিশ্বে ভারত ঘুমন্ত দৈত্য ৷ 39 বছর আগের এই ঘটনা প্রমাণ করে আমরা ফুটবলের ক্ষেত্রে ঘুমিয়েই রয়েছি ৷ পারফরম্যান্স, ইতিহাস বাঁচিয়ে রাখার চেষ্টায় আমরা পিছনের সারিতে ৷ সেখানে বাঙালি রাইট-ব্যাকের জার্সি মাদ্রিদের মিউজিয়ামে জায়গা পাওয়া আমাদের আনন্দ দেয় ৷ একইসঙ্গে আক্ষেপও থাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.