ETV Bharat / sports

CFL 2023: এরিয়ানের বিরুদ্ধে নামার আগে ফুটবলারদের চোট-অসুস্থতায় জেরবার ইস্টবেঙ্গল - East Bengal vs Arian in CFL 2023

East Bengal vs Arian in CFL 2023: অধিকাংশ ফুটবলারের চোট এবং অসুস্থতায় কলকাতা লিগের গ্রুপ ম্যাচের আগে সমস্যায় ইস্টবেঙ্গল ক্লাব ৷ এরিয়ানের বিরুদ্ধে কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে চাপে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ ৷

CFL 2023 ETV BHARAT
CFL 2023
author img

By

Published : Aug 19, 2023, 12:59 PM IST

Updated : Aug 19, 2023, 1:33 PM IST

কলকাতা, 19 অগস্ট: কলকাতা লিগে চোট সমস্যায় জেরবার ইস্টবেঙ্গল ৷ এরিয়ান ক্লাবের বিরুদ্ধে মাঠে নামার আগে বেজায় বিপদে পড়েছেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ ৷ দল গঠন করাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। দীপ সাহা, সার্থক গোলুই, কুশ ছেত্রী, বুনান্দো সিংয়ের চোট ৷ মহম্মদ রোশাল এবং মহম্মদ আশিকের জ্বর ৷ আদিল আমলের আবার ডেঙ্গি ধরা পড়েছে ৷ শুভেন্দু মান্ডিকে আপাতত পাওয়ার আশা নেই ৷ বিশেষত, পুলিশ এসি-র বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে শুভেন্দুর অনুপস্থিতি বেশ ভুগিয়েছে ইস্টবেঙ্গলকে ৷

এই পরিস্থিতিতে শনিবার এরিয়ান ক্লাবের মুখোমুখি হওয়ার আগে বেশ চাপে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। অন্যদিকে, লিগে দুরন্ত ছন্দে রয়েছে ময়দানে লাল-হলুদের এক উঠোনের পড়শিরা ৷ এরিয়ান ক্লাবকে ময়দানে ইস্টবেঙ্গল ক্লাবের এক উঠোনের শরিক বলাই যায় ৷ চলতি কলকাতা লিগে এবার ছোট শরিক এরিয়ানের লড়াই ঠেকাতে গিলরা ভরসা ইস্টবেঙ্গলের ৷ কারণ, বিদেশিহীন কলকাতা লিগে তথাকথিত ছোট ক্লাবগুলি মরিয়া লড়াই দিচ্ছে ময়দানের তিনপ্রধানকে ৷ তাই শনিবার নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের লড়াইটা লিগের অন্যতম কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে তা বলাই যায় ৷

এরিয়ানের আক্রমণ প্রতিপক্ষের দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়িছে কলকাতা লিগে ৷ অচিন্ত্য ঘোষ, অরিত্র ঘোষ এবং সৈকত সরকার গোলের পর গোল করে বড় শক্তি হিসেবে তুলে ধরছেন এরিয়ানকে ৷ বিষয়টি নজর এড়ায়নি বিনো জর্জের ৷ শুক্রবার বিকেলে অনুশীলন শেষে তিনি জানিয়েছেন, "এরিয়ান ভাল দল, ফর্মে আছে ৷ ওদের গুরুত্ব দিচ্ছি ৷ পুলিশের বিরুদ্ধে জিতলেও আমরা ভালো খেলিনি ৷ সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে শনিবারের জন্য প্রস্তুত হয়েছি ৷”

লিগে 9 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে আপাতত সবার উপরে ইস্টবেঙ্গল ৷ সেখানে এক ম্যাচ কম খেলে 18 পয়েন্ট নিয়ে লাল-হলুদের ঘাড়ে নিশ্বাস ফেলছে এরিয়ান ৷ অর্থাৎ, শনিবার নৈহাটিতে 3 পয়েন্ট নিতে পারলে শীর্ষে ওঠার সুযোগ থাকছে এরিয়ানের সামনে ৷ পয়েন্ট টেবিলের পরিস্থিতি এবং কলকাতা লিগের যা ফরম্যাট, তাতে প্রাথমিক পর্বের বেশি পয়েন্ট সুপার সিক্সে ডিভিডেন্ট দেবে ৷ বিনো জর্জ সেকথা জানেন ৷ শনিবার তিন পয়েন্ট পেলে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাওয়ার লড়াইয়ে অনেকটা সুবিধা পাবে লাল-হলুদ ৷

আরও পড়ুন: ছকবেন ডুরান্ডের ব্লু-প্রিন্ট, ফুটবলারদের ছুটি দিয়ে শহর ছাড়লেন কুয়াদ্রাত

কিন্তু, এরিয়ানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জেতার রসদ কোথায় ? তাই সিনিয়র দলের দেশীয় ফুটবলারদের উপর নির্ভর করতে হচ্ছে বিনো জর্জকে ৷ কলকাতা লিগের প্রতি ম্যাচে সিনিয়র দলের জনা তিনেক ফুটবলারকে প্রথম একাদশে রাখছে ইস্টবেঙ্গল এবং সেটা বাধ্য হয়েই ৷ শনিবার সেই সংখ্যাটা বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি ৷

বিনো জর্জের মতে, “লিগে রিজার্ভ দল নামালেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সবাই ভাল খেলার বাড়তি তাগিদ নিয়ে নামে ৷ কারণ, সেক্ষেত্রে প্রচারের আলোয় আসা যায় ৷” এরিয়ান কোচ রাজদীপ নন্দী বললেন, “ইস্টবেঙ্গল লিগের অন্যতম সেরা দল ৷ ফুটবলারদের বলেছি, এটা নিজেদের প্রমাণ করার ম্যাচ ৷ সেভাবেই ওরা লড়বে ৷” তাই প্রতিপক্ষের আক্রমণ সামলানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের ৷

কলকাতা, 19 অগস্ট: কলকাতা লিগে চোট সমস্যায় জেরবার ইস্টবেঙ্গল ৷ এরিয়ান ক্লাবের বিরুদ্ধে মাঠে নামার আগে বেজায় বিপদে পড়েছেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ ৷ দল গঠন করাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। দীপ সাহা, সার্থক গোলুই, কুশ ছেত্রী, বুনান্দো সিংয়ের চোট ৷ মহম্মদ রোশাল এবং মহম্মদ আশিকের জ্বর ৷ আদিল আমলের আবার ডেঙ্গি ধরা পড়েছে ৷ শুভেন্দু মান্ডিকে আপাতত পাওয়ার আশা নেই ৷ বিশেষত, পুলিশ এসি-র বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে শুভেন্দুর অনুপস্থিতি বেশ ভুগিয়েছে ইস্টবেঙ্গলকে ৷

এই পরিস্থিতিতে শনিবার এরিয়ান ক্লাবের মুখোমুখি হওয়ার আগে বেশ চাপে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। অন্যদিকে, লিগে দুরন্ত ছন্দে রয়েছে ময়দানে লাল-হলুদের এক উঠোনের পড়শিরা ৷ এরিয়ান ক্লাবকে ময়দানে ইস্টবেঙ্গল ক্লাবের এক উঠোনের শরিক বলাই যায় ৷ চলতি কলকাতা লিগে এবার ছোট শরিক এরিয়ানের লড়াই ঠেকাতে গিলরা ভরসা ইস্টবেঙ্গলের ৷ কারণ, বিদেশিহীন কলকাতা লিগে তথাকথিত ছোট ক্লাবগুলি মরিয়া লড়াই দিচ্ছে ময়দানের তিনপ্রধানকে ৷ তাই শনিবার নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের লড়াইটা লিগের অন্যতম কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে তা বলাই যায় ৷

এরিয়ানের আক্রমণ প্রতিপক্ষের দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়িছে কলকাতা লিগে ৷ অচিন্ত্য ঘোষ, অরিত্র ঘোষ এবং সৈকত সরকার গোলের পর গোল করে বড় শক্তি হিসেবে তুলে ধরছেন এরিয়ানকে ৷ বিষয়টি নজর এড়ায়নি বিনো জর্জের ৷ শুক্রবার বিকেলে অনুশীলন শেষে তিনি জানিয়েছেন, "এরিয়ান ভাল দল, ফর্মে আছে ৷ ওদের গুরুত্ব দিচ্ছি ৷ পুলিশের বিরুদ্ধে জিতলেও আমরা ভালো খেলিনি ৷ সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে শনিবারের জন্য প্রস্তুত হয়েছি ৷”

লিগে 9 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে আপাতত সবার উপরে ইস্টবেঙ্গল ৷ সেখানে এক ম্যাচ কম খেলে 18 পয়েন্ট নিয়ে লাল-হলুদের ঘাড়ে নিশ্বাস ফেলছে এরিয়ান ৷ অর্থাৎ, শনিবার নৈহাটিতে 3 পয়েন্ট নিতে পারলে শীর্ষে ওঠার সুযোগ থাকছে এরিয়ানের সামনে ৷ পয়েন্ট টেবিলের পরিস্থিতি এবং কলকাতা লিগের যা ফরম্যাট, তাতে প্রাথমিক পর্বের বেশি পয়েন্ট সুপার সিক্সে ডিভিডেন্ট দেবে ৷ বিনো জর্জ সেকথা জানেন ৷ শনিবার তিন পয়েন্ট পেলে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাওয়ার লড়াইয়ে অনেকটা সুবিধা পাবে লাল-হলুদ ৷

আরও পড়ুন: ছকবেন ডুরান্ডের ব্লু-প্রিন্ট, ফুটবলারদের ছুটি দিয়ে শহর ছাড়লেন কুয়াদ্রাত

কিন্তু, এরিয়ানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জেতার রসদ কোথায় ? তাই সিনিয়র দলের দেশীয় ফুটবলারদের উপর নির্ভর করতে হচ্ছে বিনো জর্জকে ৷ কলকাতা লিগের প্রতি ম্যাচে সিনিয়র দলের জনা তিনেক ফুটবলারকে প্রথম একাদশে রাখছে ইস্টবেঙ্গল এবং সেটা বাধ্য হয়েই ৷ শনিবার সেই সংখ্যাটা বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি ৷

বিনো জর্জের মতে, “লিগে রিজার্ভ দল নামালেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সবাই ভাল খেলার বাড়তি তাগিদ নিয়ে নামে ৷ কারণ, সেক্ষেত্রে প্রচারের আলোয় আসা যায় ৷” এরিয়ান কোচ রাজদীপ নন্দী বললেন, “ইস্টবেঙ্গল লিগের অন্যতম সেরা দল ৷ ফুটবলারদের বলেছি, এটা নিজেদের প্রমাণ করার ম্যাচ ৷ সেভাবেই ওরা লড়বে ৷” তাই প্রতিপক্ষের আক্রমণ সামলানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের ৷

Last Updated : Aug 19, 2023, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.