ETV Bharat / sports

বাবার দেখানো পথে নয়, টেবিলে নতুন আকাশের খোঁজ - ডুমুরজলায় টেবিল টেনিস

আকাশ পাল, তনুজ বল্লভ, সৌরাভৃতা সরকার, স্বস্তিকা ঘোষ বাংলার বর্তমান টেবিল টেনিসের মুখ । রাজ্য মিটে ইউথ ও সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে । হিন্দমোটরের মলয় পালের ছেলে । বলা হচ্ছে রাজ্যের সেরা প্রতিভা । ইতিমধ্যে জাতীয় পর্যায়ে ভালো পারফরম্যান্স করেছে ।

আকাশ ও মলয় পাল
author img

By

Published : Oct 24, 2019, 10:40 AM IST

কলকাতা, 24 অক্টোবর : বাবার পথে হাঁটাই হতে পারত নিরাপদ আশ্রয় । কিন্তু নতুনের সন্ধানে ওরা ভিন্ন পথে । ফুটবল নয়, ওদের পছন্দ টেবিল টেনিস । হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে চলছে পূর্বাঞ্চলীয় টেবিল টেনিস । দেশের প্রায় সব নামজাদা খেলোয়াড় এখন ডুমুরজলায় । নয় ফুট বাই পাঁচ ফুট বোর্ডের লড়াইয়ে উন্মাদনা রয়েছে । তারই মধ্যে অবস্থান করছে নতুন প্রজন্মের নতুন পছন্দের ছবি ।

আকাশ পাল, তনুজ বল্লভ, সৌরাভৃতা সরকার, স্বস্তিকা ঘোষ বাংলার বর্তমান টেবিল টেনিসের মুখ । আকাশ রাজ্য মিটে ইউথ ও সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে । সে হিন্দমোটরের মলয় পালের ছেলে । বলা হচ্ছে রাজ্যের সেরা প্রতিভা । ইতিমধ্যে জাতীয় পর্যায়ে ভালো পারফরম্যান্স করেছে । ক্লাস টুয়েলভের ছাত্র আকাশ পূর্বাঞ্চলীয় টিটিতে দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে । বাবা মলয় পাল গোলরক্ষক ছিলেন । মহমেডানের হয়ে মহম্মদ হাবিবের কোচিংয়ে দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলেছেন সেন্ট্রাল এক্সারসাইজ়ে চাকুরিজীবী মলয় । ফুটবল থেকে অবসর নেওয়ার পরে টেনিসের আম্পায়ারিং শিখে ম্যাচ পরিচালনা করছেন চলতি পূর্বাঞ্চলীয় টিটিতে । আকাশ পাল বুধবার বিদায় নিয়েছেন । কিন্তু ম্যাচ পরিচালনা করছেন মলয় । মোহনবাগানের জার্সিতে খেলা ডিফেন্ডার সৌমেন সরকারের মেয়ে সৌরাভৃতা এখন ক্যাডেট বিভাগে খেলছে । সৌমেনের সতীর্থ হাওড়ার তনুজ বল্লভ 1997 সালের অমল দত্তর ডায়মন্ড সিস্টেমের দলে মিডফিল্ডার ছিলেন । মহমেডানের হয়ে খেলেছেন । তাঁর ছেলে তমাল বল্লভ ইতিমধ্যে এশিয়ান স্কুল টিটিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পেয়েছেন । বাংলার টেবিল টেনিসের নজরকাড়া নাম তমাল ।

বাংলার মেয়ে হলেও মহারাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করেন স্বস্তিকা ঘোষ । তার বাবা সন্দীপ কলকাতা ময়দানে জর্জ টেলিগ্রাফ, তালতলার হয়ে খেলেছেন । কর্মসূত্রে মুম্বইয়ে থাকতে হয়‌ । ফলে স্বস্তিকা মহারাষ্ট্রের হয়ে নামেন । তিনি ওমান যাচ্ছেন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে । স্বস্তিকার পৃষ্ঠপোষক বিরাট কোহলি ফাউন্ডেশন । সন্দীপ এখন টেবিল টেনিসের গ্রেড টু লেভেল কোচ । দুদশক ধরে তিনি কোচের দায়িত্ব সামলাচ্ছেন। বাবা নয় স্বস্তিকা র প্রেরণা অবশ্য তার তিরানব্বই বছরের দাদু নির্মল ঘোষ। শৈলেন মান্নার সঙ্গে ফুটবল খেলা মানুষটিও নাতনির সাফল্যে গর্বিত ।

ডুমুরজলায় পূর্বাঞ্চলীয় টিটির আসর শুধু সেরার লড়াই নয়,নতুনদের উঠে আসার মঞ্চ। যেখানে ফুটবল ও টেবিল টেনিস হাত ধরাধরি করে চলে।

কলকাতা, 24 অক্টোবর : বাবার পথে হাঁটাই হতে পারত নিরাপদ আশ্রয় । কিন্তু নতুনের সন্ধানে ওরা ভিন্ন পথে । ফুটবল নয়, ওদের পছন্দ টেবিল টেনিস । হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে চলছে পূর্বাঞ্চলীয় টেবিল টেনিস । দেশের প্রায় সব নামজাদা খেলোয়াড় এখন ডুমুরজলায় । নয় ফুট বাই পাঁচ ফুট বোর্ডের লড়াইয়ে উন্মাদনা রয়েছে । তারই মধ্যে অবস্থান করছে নতুন প্রজন্মের নতুন পছন্দের ছবি ।

আকাশ পাল, তনুজ বল্লভ, সৌরাভৃতা সরকার, স্বস্তিকা ঘোষ বাংলার বর্তমান টেবিল টেনিসের মুখ । আকাশ রাজ্য মিটে ইউথ ও সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে । সে হিন্দমোটরের মলয় পালের ছেলে । বলা হচ্ছে রাজ্যের সেরা প্রতিভা । ইতিমধ্যে জাতীয় পর্যায়ে ভালো পারফরম্যান্স করেছে । ক্লাস টুয়েলভের ছাত্র আকাশ পূর্বাঞ্চলীয় টিটিতে দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে । বাবা মলয় পাল গোলরক্ষক ছিলেন । মহমেডানের হয়ে মহম্মদ হাবিবের কোচিংয়ে দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলেছেন সেন্ট্রাল এক্সারসাইজ়ে চাকুরিজীবী মলয় । ফুটবল থেকে অবসর নেওয়ার পরে টেনিসের আম্পায়ারিং শিখে ম্যাচ পরিচালনা করছেন চলতি পূর্বাঞ্চলীয় টিটিতে । আকাশ পাল বুধবার বিদায় নিয়েছেন । কিন্তু ম্যাচ পরিচালনা করছেন মলয় । মোহনবাগানের জার্সিতে খেলা ডিফেন্ডার সৌমেন সরকারের মেয়ে সৌরাভৃতা এখন ক্যাডেট বিভাগে খেলছে । সৌমেনের সতীর্থ হাওড়ার তনুজ বল্লভ 1997 সালের অমল দত্তর ডায়মন্ড সিস্টেমের দলে মিডফিল্ডার ছিলেন । মহমেডানের হয়ে খেলেছেন । তাঁর ছেলে তমাল বল্লভ ইতিমধ্যে এশিয়ান স্কুল টিটিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পেয়েছেন । বাংলার টেবিল টেনিসের নজরকাড়া নাম তমাল ।

বাংলার মেয়ে হলেও মহারাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করেন স্বস্তিকা ঘোষ । তার বাবা সন্দীপ কলকাতা ময়দানে জর্জ টেলিগ্রাফ, তালতলার হয়ে খেলেছেন । কর্মসূত্রে মুম্বইয়ে থাকতে হয়‌ । ফলে স্বস্তিকা মহারাষ্ট্রের হয়ে নামেন । তিনি ওমান যাচ্ছেন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে । স্বস্তিকার পৃষ্ঠপোষক বিরাট কোহলি ফাউন্ডেশন । সন্দীপ এখন টেবিল টেনিসের গ্রেড টু লেভেল কোচ । দুদশক ধরে তিনি কোচের দায়িত্ব সামলাচ্ছেন। বাবা নয় স্বস্তিকা র প্রেরণা অবশ্য তার তিরানব্বই বছরের দাদু নির্মল ঘোষ। শৈলেন মান্নার সঙ্গে ফুটবল খেলা মানুষটিও নাতনির সাফল্যে গর্বিত ।

ডুমুরজলায় পূর্বাঞ্চলীয় টিটির আসর শুধু সেরার লড়াই নয়,নতুনদের উঠে আসার মঞ্চ। যেখানে ফুটবল ও টেবিল টেনিস হাত ধরাধরি করে চলে।

Intro:বাবার পথে হাটাই হতে পারত নিরাপদ আশ্রয়। কিন্তু নতুনের সন্ধানে ওরা ভিন্ন পথে। ফুটবল নয়, ওদের পছন্দ টেবিল টেনিস। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে চলছে পূর্বাঞ্চলীয় টেবিল টেনিস। দেশের প্রায় সব নামজাদা খেলোয়াড় এখন ডুমুরজলায়। নয় ফুট বাই পাচ ফুট বোর্ডের লড়াইয়ে উন্মাদনা রয়েছে। তারই মধ্যে অবস্থান করছে নতুন প্রজন্মের নতুন পছন্দের ছবি।
আকাশ পাল,তনুজ বল্লভ,সৌরাভৃতা সরকার, স্বস্তিকা ঘোষ বাংলার বর্তমান টেবিল টেনিসের মুখ। রাজ্য মিটে ইউথ ও সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।হিন্দমোটরের মলয় পালের ছেলে। বলা হচ্ছে রাজ্যের সেরা প্রতিভা।ইতিমধ্যে জাতীয় পর্যায়ে ভালো পারফরম্যান্স করেছে। ক্লাস টুয়েলভ এর ছাত্র আকাশ পূর্বাঞ্চলীয় টিটিতে দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। বাবা মলয় পাল গোলরক্ষক ছিলেন।মহমেডানের হয়ে মহম্মদ হাবিবের কোচিং এ দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলেছেন সেন্ট্রাল এক্সারসাইজ এ চাকুরিজীবী মলয়। ফুটবল থেকে অবসর নেওয়ার পরে টেনিসের আম্পায়ারিং শিখে ম্যাচ পরিচালনা করছেন চলতি পূর্বাঞ্চলীয় টিটিতে। আকাশ পাল বুধবার বিদায় নিয়েছেন। কিন্তু ম্যাচ পরিচালনা করছেন মলয়। মোহনবাগানের জার্সিতে খেলা ডিফেন্ডার সৌমেন সরকারের মেয়ে সৌরাভৃতা এখন ক্যাডেট বিভাগে খেলছে। সৌমেনের সতীর্থ হাওড়ার তনুজ বল্লভ 1997 সালের অমল দত্তর ডায়মন্ড সিস্টেমের দলে মিডফিল্ডার ছিলেন। মহমেডানের হয়ে খেলেছেন।তার ছেলে তমাল বল্লভ ইতিমধ্যে এশিয়ান স্কুল টিটিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পেয়েছেন। বাংলার টেবিল টেনিসের নজরকাড়া নাম তমাল।
বাংলার মেয়ে হলেও মহারাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করেন স্বস্তিকা ঘোষ। তার বাবা সন্দীপ কলকাতা ময়দানে জর্জ টেলিগ্রাফ, তালতলার হয়ে খেলেছেন। কর্মসূত্রে মুম্বই তে থাকতে হয়‌। ফলে স্বস্তিকা মহারাষ্ট্রের হয়ে নামেন। বুধবার ওমান যাচ্ছেন আর্ন্তজাতিক টুর্নামেন্টে অংশ নিতে। স্বস্তিকার পৃষ্ঠপোষক বিরাট কোহলি ফাউন্ডেশন। সন্দীপ এখন টেবিল টেনিসের গ্রেড টু লেভেল কোচ। দুদশক ধরে তিনি কোচের দায়িত্ব সামলাচ্ছেন। বাবা নয় স্বস্তিকা র প্রেরণা অবশ্য তার তিরানব্বই বছরের দাদু নির্মল ঘোষ। শৈলেন মান্নার সঙ্গে ফুটবল খেলা মানুষটিও নাতনির সাফল্যে গর্বিত।
ডুমুরজলায় পূর্বাঞ্চলীয় টিটির আসর শুধু সেরার লড়াই নয়,নতুনদের উঠে আসার মঞ্চ। যেখানে ফুটবল ও টেবিল টেনিস হাত ধরাধরি করে চলে।


Body:ফুটবল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.