কলকাতা, 18 ডিসেম্বর: লন্ডন-কলকাতা-কাতার ৷ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক ভ্রমণ সূচি এটা ৷ লন্ডন থেকে দু-তিন দিনের জন্য কলকাতায় এসেছিলেন মহারাজ ৷ বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৷ রবিবার সকালে ফের বিমান ধরলেন সৌরভ ৷ এবার গন্তব্য কাতার (Sourav Ganguly Fly Qatar to Watch Final) ৷ আগেই সৌরভ জানিয়ে দিয়েছিলেন, এবারের বিশ্বকাপ দেখতে কাতারে হাজির থাকবেন তিনি ৷ যেখানে আজ রাতে বিশ্বকাপ ফাইনালে (FIFA World Cup 2022) মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স (France) এবং 36 বছর পর ফের বিশ্বজয়ের স্বপ্ন দেখা আর্জেন্তিনা ( Argentina) ৷ আরও বেশি করে লিওনেল মেসি (Lionel Messi) ৷
বিশ্ব ফুটবলের এই মেগা ইভেন্টের সাক্ষী থাকতে কাতার উড়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সঙ্গে রয়েছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ৷ ভারতীয় সময় রবিবার বিকেলে কাতার পৌঁছে যাবেন সৌরভ ৷ ভারতীয় সময় রাত সাড়ে আটটায় শুরু হবে বিশ্বকাপ ফাইনাল ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে সর্বকালের সেরা ফুটবলা দিয়েগো আর্মান্দো মারাদোনা ৷ তিনি অসংখ্যবার জনসমক্ষে স্বীকারও করেছেন ৷ তাই প্রয়াত ফুটবল রাজপুত্রর দেশকেই সমর্থন করবেন লুসেইল স্টেডিয়ামের গ্যালারি থেকে ৷ লিওনেল মেসির হাতেই এবার কাপ দেখতে চান বাংলার মহারাজ ৷
মারাদোনার ফুটবলের ভক্ত সৌরভ কোনও দিনই তাঁর খেলা দেখার সুযোগ পাননি ৷ তবে, মেসির খেলা মিস করতে নারাজ মহারাজ ৷ আর এটাই আর্জেন্তিনার জার্সিতে মেসির শেষ বিশ্বকাপ ৷ তাই এত বড় সুযোগ হারাতে নারাজ সৌরভ ৷ সেমিফাইনালেই কাতারে বিশ্বকাপ দেখতে যাওয়ার কথা থাকলেও, কাজের চাপে তা আর হয়ে ওঠেনি ৷ তবে, ফাইনালে মাঠে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এদিন সৌরভ বলেন, ‘‘মেসি বড় মাপের ফুটবলার ৷ এতদিন ধরে খেলছে ৷ ও নিজেই একটা অধ্যায় ৷ আমার মনে হয়, বিশ্বকাপের ট্রফিটা ওর পাওয়া উচিত ৷’’
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে দল, সমালোচকদের জবাব ‘অ্যাক্সিডেন্টাল কোচ’ স্কালোনির
সৌরভ বলেন, ‘‘বিশ্বকাপ ফাইনাল সবসময় এনিবডিজ গেম ৷ জেতার জন্য সকলেই ঝাপাবে ৷ স্কিল, স্ট্যামিনা ও শক্তি যারা ধরে রাখতে পারবে, কাপ তাদের হবে ৷ ফ্রান্সও জমি ছাড়বে না ৷ গতবারের চ্যাম্পিয়ন, দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে সকলে ৷ এমবাপে এখন অনেক পরিণত ৷ মেসির সঙ্গে একদলে খেলে ৷ ফলে দু’জনেই দু’জনকে চেনেন ৷ তাই ওদের হারাতে গেলে দারুণ পারফর্ম করতে হবে আর্জেন্তিনাকে ৷ আবার উলটোটাও সত্যি ৷’’
আরও পড়ুন: দলগত আক্রমণে খেতাব ধরে রাখার ছক সাজাচ্ছেন দিদিয়ের দেঁশ
গতবারের বিশ্বকাপ দেখতে রাশিয়া গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতেও বেশ কয়েকবার বিদেশে পাড়ি দিয়েছেন তিনি ৷ এবারও বিশ্বকাপ ফাইনাল দেখতে কাতারে মহারাজ ৷ ফুটবলের প্রতি তাঁর এই প্রেম নতুন নয় ৷ ক্রিকেট খেলার আগে তিনি ফুটবল খেলেছিলেন ৷ আইএসএল-এ এটিকে মোহনবাগান বোর্ডের একসময়ের সদস্য ছিলেন ৷ সুযোগ পেলে এখনও খেলা দেখতে মাঠে উপস্থিত থাকেন ৷ ফাইনালের পরের দিন সস্ত্রীক কাতার শহর ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাঁর ৷