ETV Bharat / sports

FIFA World Cup 2022: সস্ত্রীক কাতার গেলেন সৌরভ, মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান মহারাজ - ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে কাতার গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Fly Qatar to Watch Final) ৷ সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা ৷ দেশ ছাড়ার আগে জানালেন, লিওনেল মেসি (Lionel Messi)-র হাতেই বিশ্বকাপ দেখতে চান মহারাজ ৷

FIFA World Cup 2022 Sourav Ganguly Fly to Qatar with Wife Dona to Watch Final
FIFA World Cup 2022 Sourav Ganguly Fly to Qatar with Wife Dona to Watch Final
author img

By

Published : Dec 18, 2022, 2:18 PM IST

Updated : Dec 18, 2022, 3:28 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর: লন্ডন-কলকাতা-কাতার ৷ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক ভ্রমণ সূচি এটা ৷ লন্ডন থেকে দু-তিন দিনের জন্য কলকাতায় এসেছিলেন মহারাজ ৷ বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৷ রবিবার সকালে ফের বিমান ধরলেন সৌরভ ৷ এবার গন্তব্য কাতার (Sourav Ganguly Fly Qatar to Watch Final) ৷ আগেই সৌরভ জানিয়ে দিয়েছিলেন, এবারের বিশ্বকাপ দেখতে কাতারে হাজির থাকবেন তিনি ৷ যেখানে আজ রাতে বিশ্বকাপ ফাইনালে (FIFA World Cup 2022) মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স (France) এবং 36 বছর পর ফের বিশ্বজয়ের স্বপ্ন দেখা আর্জেন্তিনা ( Argentina) ৷ আরও বেশি করে লিওনেল মেসি (Lionel Messi) ৷

বিশ্ব ফুটবলের এই মেগা ইভেন্টের সাক্ষী থাকতে কাতার উড়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সঙ্গে রয়েছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ৷ ভারতীয় সময় রবিবার বিকেলে কাতার পৌঁছে যাবেন সৌরভ ৷ ভারতীয় সময় রাত সাড়ে আটটায় শুরু হবে বিশ্বকাপ ফাইনাল ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে সর্বকালের সেরা ফুটবলা দিয়েগো আর্মান্দো মারাদোনা ৷ তিনি অসংখ্যবার জনসমক্ষে স্বীকারও করেছেন ৷ তাই প্রয়াত ফুটবল রাজপুত্রর দেশকেই সমর্থন করবেন লুসেইল স্টেডিয়ামের গ্যালারি থেকে ৷ লিওনেল মেসির হাতেই এবার কাপ দেখতে চান বাংলার মহারাজ ৷

মারাদোনার ফুটবলের ভক্ত সৌরভ কোনও দিনই তাঁর খেলা দেখার সুযোগ পাননি ৷ তবে, মেসির খেলা মিস করতে নারাজ মহারাজ ৷ আর এটাই আর্জেন্তিনার জার্সিতে মেসির শেষ বিশ্বকাপ ৷ তাই এত বড় সুযোগ হারাতে নারাজ সৌরভ ৷ সেমিফাইনালেই কাতারে বিশ্বকাপ দেখতে যাওয়ার কথা থাকলেও, কাজের চাপে তা আর হয়ে ওঠেনি ৷ তবে, ফাইনালে মাঠে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এদিন সৌরভ বলেন, ‘‘মেসি বড় মাপের ফুটবলার ৷ এতদিন ধরে খেলছে ৷ ও নিজেই একটা অধ্যায় ৷ আমার মনে হয়, বিশ্বকাপের ট্রফিটা ওর পাওয়া উচিত ৷’’

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে দল, সমালোচকদের জবাব ‘অ্যাক্সিডেন্টাল কোচ’ স্কালোনির

সৌরভ বলেন, ‘‘বিশ্বকাপ ফাইনাল সবসময় এনিবডিজ গেম ৷ জেতার জন্য সকলেই ঝাপাবে ৷ স্কিল, স্ট্যামিনা ও শক্তি যারা ধরে রাখতে পারবে, কাপ তাদের হবে ৷ ফ্রান্সও জমি ছাড়বে না ৷ গতবারের চ্যাম্পিয়ন, দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে সকলে ৷ এমবাপে এখন অনেক পরিণত ৷ মেসির সঙ্গে একদলে খেলে ৷ ফলে দু’জনেই দু’জনকে চেনেন ৷ তাই ওদের হারাতে গেলে দারুণ পারফর্ম করতে হবে আর্জেন্তিনাকে ৷ আবার উলটোটাও সত্যি ৷’’

আরও পড়ুন: দলগত আক্রমণে খেতাব ধরে রাখার ছক সাজাচ্ছেন দিদিয়ের দেঁশ

গতবারের বিশ্বকাপ দেখতে রাশিয়া গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতেও বেশ কয়েকবার বিদেশে পাড়ি দিয়েছেন তিনি ৷ এবারও বিশ্বকাপ ফাইনাল দেখতে কাতারে মহারাজ ৷ ফুটবলের প্রতি তাঁর এই প্রেম নতুন নয় ৷ ক্রিকেট খেলার আগে তিনি ফুটবল খেলেছিলেন ৷ আইএসএল-এ এটিকে মোহনবাগান বোর্ডের একসময়ের সদস্য ছিলেন ৷ সুযোগ পেলে এখনও খেলা দেখতে মাঠে উপস্থিত থাকেন ৷ ফাইনালের পরের দিন সস্ত্রীক কাতার শহর ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাঁর ৷

কলকাতা, 18 ডিসেম্বর: লন্ডন-কলকাতা-কাতার ৷ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক ভ্রমণ সূচি এটা ৷ লন্ডন থেকে দু-তিন দিনের জন্য কলকাতায় এসেছিলেন মহারাজ ৷ বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৷ রবিবার সকালে ফের বিমান ধরলেন সৌরভ ৷ এবার গন্তব্য কাতার (Sourav Ganguly Fly Qatar to Watch Final) ৷ আগেই সৌরভ জানিয়ে দিয়েছিলেন, এবারের বিশ্বকাপ দেখতে কাতারে হাজির থাকবেন তিনি ৷ যেখানে আজ রাতে বিশ্বকাপ ফাইনালে (FIFA World Cup 2022) মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স (France) এবং 36 বছর পর ফের বিশ্বজয়ের স্বপ্ন দেখা আর্জেন্তিনা ( Argentina) ৷ আরও বেশি করে লিওনেল মেসি (Lionel Messi) ৷

বিশ্ব ফুটবলের এই মেগা ইভেন্টের সাক্ষী থাকতে কাতার উড়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সঙ্গে রয়েছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ৷ ভারতীয় সময় রবিবার বিকেলে কাতার পৌঁছে যাবেন সৌরভ ৷ ভারতীয় সময় রাত সাড়ে আটটায় শুরু হবে বিশ্বকাপ ফাইনাল ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে সর্বকালের সেরা ফুটবলা দিয়েগো আর্মান্দো মারাদোনা ৷ তিনি অসংখ্যবার জনসমক্ষে স্বীকারও করেছেন ৷ তাই প্রয়াত ফুটবল রাজপুত্রর দেশকেই সমর্থন করবেন লুসেইল স্টেডিয়ামের গ্যালারি থেকে ৷ লিওনেল মেসির হাতেই এবার কাপ দেখতে চান বাংলার মহারাজ ৷

মারাদোনার ফুটবলের ভক্ত সৌরভ কোনও দিনই তাঁর খেলা দেখার সুযোগ পাননি ৷ তবে, মেসির খেলা মিস করতে নারাজ মহারাজ ৷ আর এটাই আর্জেন্তিনার জার্সিতে মেসির শেষ বিশ্বকাপ ৷ তাই এত বড় সুযোগ হারাতে নারাজ সৌরভ ৷ সেমিফাইনালেই কাতারে বিশ্বকাপ দেখতে যাওয়ার কথা থাকলেও, কাজের চাপে তা আর হয়ে ওঠেনি ৷ তবে, ফাইনালে মাঠে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এদিন সৌরভ বলেন, ‘‘মেসি বড় মাপের ফুটবলার ৷ এতদিন ধরে খেলছে ৷ ও নিজেই একটা অধ্যায় ৷ আমার মনে হয়, বিশ্বকাপের ট্রফিটা ওর পাওয়া উচিত ৷’’

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে দল, সমালোচকদের জবাব ‘অ্যাক্সিডেন্টাল কোচ’ স্কালোনির

সৌরভ বলেন, ‘‘বিশ্বকাপ ফাইনাল সবসময় এনিবডিজ গেম ৷ জেতার জন্য সকলেই ঝাপাবে ৷ স্কিল, স্ট্যামিনা ও শক্তি যারা ধরে রাখতে পারবে, কাপ তাদের হবে ৷ ফ্রান্সও জমি ছাড়বে না ৷ গতবারের চ্যাম্পিয়ন, দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে সকলে ৷ এমবাপে এখন অনেক পরিণত ৷ মেসির সঙ্গে একদলে খেলে ৷ ফলে দু’জনেই দু’জনকে চেনেন ৷ তাই ওদের হারাতে গেলে দারুণ পারফর্ম করতে হবে আর্জেন্তিনাকে ৷ আবার উলটোটাও সত্যি ৷’’

আরও পড়ুন: দলগত আক্রমণে খেতাব ধরে রাখার ছক সাজাচ্ছেন দিদিয়ের দেঁশ

গতবারের বিশ্বকাপ দেখতে রাশিয়া গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতেও বেশ কয়েকবার বিদেশে পাড়ি দিয়েছেন তিনি ৷ এবারও বিশ্বকাপ ফাইনাল দেখতে কাতারে মহারাজ ৷ ফুটবলের প্রতি তাঁর এই প্রেম নতুন নয় ৷ ক্রিকেট খেলার আগে তিনি ফুটবল খেলেছিলেন ৷ আইএসএল-এ এটিকে মোহনবাগান বোর্ডের একসময়ের সদস্য ছিলেন ৷ সুযোগ পেলে এখনও খেলা দেখতে মাঠে উপস্থিত থাকেন ৷ ফাইনালের পরের দিন সস্ত্রীক কাতার শহর ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাঁর ৷

Last Updated : Dec 18, 2022, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.