দোহা, 19 ডিসেম্বর: ‘‘আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না ৷’’ বিশ্বকাপ (FIFA World Cup 2022) জয়ের স্বপ্নপূরণ করে তাঁর অবসর জল্পনায় জল ঢাললেন লিওনেল মেসি (Lionel Messi Not Gonna Retire from National Team) ৷ তবে, 2026 বিশ্বকাপে তিনি খেলবেন কিনা, তা নিয়ে কোনও স্পষ্ট জবাব বিশ্বজয়ের রাতে দিলেন না, মারাদোনার বরপুত্র ৷ তবে, সেমিফাইনাল ম্যাচ জিতে মেসি জানিয়ে দিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ ৷ পরের বিশ্বকাপ খেলার মতো ফিটনেস ধরে রাখা সম্ভব নয় বলে জানিয়েছিলেন মেসি ৷ তবে, আর্জেন্তিনা (Argentina)-র জার্সি যে তিনি এখনই খুলে রাখবেন না, তা রবিবার রাতে স্পষ্ট করে দিলেন এলএম 10 ৷
বিশ্বকাপ ট্রফি নিয়ে সাংবাদিক বৈঠকে গিয়ে মেসি বলেন, ‘‘এটা সত্যিই অবিশ্বাস্য ৷ আমি জানতাম, ঈশ্বর আমাকে এই কাপটা দিতে চলেছেন ৷ আমি নিশ্চিত ছিলাম ৷ এটা আমাদের জন্য খুবই আনন্দের ৷ আমি দীর্ঘদিন ধরে এত বড় স্বপ্ন দেখে আসছিলাম ৷ আমি চেয়েছিলাম আমার কেরিয়ারের শেষটা বিশ্বকাপ জিতে হোক ৷ আমি এর থেকে বেশি কিছু চাইতে পারি না ৷’’ এর পরেই সাংবাদিকদের তরফে প্রশ্ন আসে, তবে কি লিও মেসির এটাই আর্জেন্তিনার জার্সিতে শেষ ম্যাচ ছিল ?
যার জবাবে মেসি বলেন, ‘‘না, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না ৷ আমি আর্জেন্তিনার জার্সিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে খেলে জেতে চাই ৷’’ উল্লেখ্য, রবিবার রাতে লুসেইল স্টেডিয়ামে প্রথম হাফে 2-0 গোল আর্জেন্তিনা এগিয়ে যায় ৷ এক সময় মনে হয়েছিল 90 মিনিটের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাবে ৷ কিন্তু, এমবাপের 80 ও 81 মিনিটের গোলে ম্যাচের চিত্রনাট্য বদলে যায় ৷ অতিরিক্তি সময় খেলা গড়ায় ৷ সেখানে 108 মিনিটে মেসি ফের আর্জেন্তিনাকে এগিয়ে দেন ৷ তবে, 118 মিনিটে আবারও পট পরিবর্তন ৷ বক্সের মধ্য হ্যান্ডবল করেন আর্জেন্তিনার ফুটবলার ৷ আবারও পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান এমবাপে ৷ কিন্তু, পেনাল্টি শুটআউটে 4-2 গোলে বিশ্বকাপ জয় সুনিশ্চিত করে আর্জেন্তিনা ৷
আরও পড়ুন: 'এক মিনিটের নীরবতা...' এমবাপেকে উপহাস এমিলিয়ানো মার্তিনেজের
তবে, মেসি 2026 বিশ্বকাপ খেলুক এমনটাই চান ‘অ্যাক্সিডেন্টাল কোচ’ থেকে আর্জেন্তিনার সর্বকালের সেরা কোচে পরিণত হওয়া লিওনেল স্কালোনি (Lionel Scaloni) ৷ তিনি বলেন, ‘‘আমরা ওকে পরের বিশ্বকাপ 2026-এর জন্য বাঁচিয়ে রাখতে চাই ৷ যদিও লিও খেলা চালিয়ে যেতে চায়, তাহলে ও আমাদের সঙ্গেই থাকবে ৷ ও কেরিয়ার নিয়ে কী করবে, সেটা ঠিক করার অধিকার একমাত্র ওরই আছে ৷’’ স্কালোনি জানিয়েছেন, লিওনেল মেসিকে কোচিং করানো তাঁর কাছে সবচেয়ে সুখের বিষয় ৷ সেই সঙ্গে বাকি আর্জেন্তিনা দলকেও ৷ কারণ লিও তাঁর সতীর্থদের মধ্যে নিজের সবটা উজার করে দিচ্ছেন বলে জানিয়েছেন আর্জেন্তাইন কোচ ৷