ETV Bharat / sports

FIFA World Cup 2022: বিশ্বকাপে ফুটবলের রাজপুত্রকে স্পর্শ মেসির - Gabriel Batistuta

বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে শনিবার মাঝরাতে নয়া কীর্তি স্থাপন করলেন লিওনেল মেসি ৷ মেক্সিকোর বিরুদ্ধে গোল করে ছুঁয়ে ফেললেন দিয়েগো মারাদোনাকে (Leonel Messi Touches Prince of Football Diego Maradona) ৷

FIFA World Cup 2022 Leonel Messi Touches Prince of Football Diego Maradona
FIFA World Cup 2022 Leonel Messi Touches Prince of Football Diego Maradona
author img

By

Published : Nov 27, 2022, 10:36 AM IST

দোহা, 27 নভেম্বর: শনিবার মধ্যরাতে মেক্সিকোর বিরুদ্ধে 2-0 গোলে দলের জয়ে বড় অবদান রেখেছেন লিও মেসি ৷ সেই সঙ্গে আরও একটি কীর্তির মালিক হলেন তিনি ৷ বিশ্বকাপের (FIFA World Cup 2022) গোল সংখ্যায় দিয়েগো আর্মান্দো মারাদোনাকে ছুঁয়ে ফেললেন ফুটবলের জাদুকর (Leonel Messi Touches Prince of Football Diego Maradona) ৷ এবার সুযোগ তাঁকে ছাপিয়ে যাওয়ার ৷ বর্তমানে বিশ্বকাপে মারাদোনা এবং মেসির গোল সংখ্যা 8 ৷ সেই তালিকায় রয়েছেন আরও এক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ৷ ঘানার বিরুদ্ধে স্কোর করার সুবাদে তিনিও মারাদোনার সমসংখ্যক 8টি গোলের মালিক ৷

শনিবার রাতে 64 মিনিটের মাথায় দুই মেক্সিকান ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল জালে ঠেলে দেন মেসি ৷ গোলকিপার ওচোয়া তাঁর ডানদিকে ঝাঁপিয়েও সেই বল আটকাতে পারেননি ৷ মেক্সিকোর বিরুদ্ধে গোল করার পর মেসি, আরও একটি রেকর্ড করেছেন ৷ টানা 6 ম্যাচে আর্জেন্তিনার হয়ে গোল করার রেকর্ড করেছেন তিনি ৷ লিওনেল মেসির সামনে এই মুহূর্তে আরও একটি রেকর্ডের মালিক হওয়ার সুযোগ রয়েছে ৷ স্বদেশীয় প্রাক্তন আর্জেন্তাইন ফুটবলার গ্যাব্রিয়েল বাতিসতুতাকে ছোঁয়ার খুব কাছে এসে গেছেন এলএম 10 ৷

আরও পড়ুন: ভরসা দিল মেসির পা, স্বপ্ন দেখা শুরু আর্জেন্তিনার

গ্যাব্রিয়েল বাতিসতুতা (Gabriel Batistuta) বিশ্বকাপে 10 গোল করেছিলেন ৷ আর্জেন্তিনা পরের ম্যাচ জিতলে এবং সেখানে মেসি গোল করতে পারলে, পরের রাউন্ডে কোয়ালিফাই করবে আর্জেন্তিনা ৷ ফলে মেসির সামনে বিশ্বকাপের মঞ্চে 10 বা তার বেশি গোল করার সুযোগ রয়েছে ৷ প্রসঙ্গত, বিশ্বকাপে বর্তমানে সর্বাধিক গোলের মালিক প্রাক্তন জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজে ৷ বিশ্বকাপে তিনি 24 ম্যাচ খেলে 16 গোল করেছেন ৷ 2014 ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আয়োজক ব্রাজিলকে 1-7 গোলে হারিয়েছিল জার্মানি ৷ সেই ম্যাচে ক্লোজে গোল করেন এবং প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডো (15)-কে ছাপিয়ে সর্বাধিক গোলের মালিক হন ৷

দোহা, 27 নভেম্বর: শনিবার মধ্যরাতে মেক্সিকোর বিরুদ্ধে 2-0 গোলে দলের জয়ে বড় অবদান রেখেছেন লিও মেসি ৷ সেই সঙ্গে আরও একটি কীর্তির মালিক হলেন তিনি ৷ বিশ্বকাপের (FIFA World Cup 2022) গোল সংখ্যায় দিয়েগো আর্মান্দো মারাদোনাকে ছুঁয়ে ফেললেন ফুটবলের জাদুকর (Leonel Messi Touches Prince of Football Diego Maradona) ৷ এবার সুযোগ তাঁকে ছাপিয়ে যাওয়ার ৷ বর্তমানে বিশ্বকাপে মারাদোনা এবং মেসির গোল সংখ্যা 8 ৷ সেই তালিকায় রয়েছেন আরও এক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ৷ ঘানার বিরুদ্ধে স্কোর করার সুবাদে তিনিও মারাদোনার সমসংখ্যক 8টি গোলের মালিক ৷

শনিবার রাতে 64 মিনিটের মাথায় দুই মেক্সিকান ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল জালে ঠেলে দেন মেসি ৷ গোলকিপার ওচোয়া তাঁর ডানদিকে ঝাঁপিয়েও সেই বল আটকাতে পারেননি ৷ মেক্সিকোর বিরুদ্ধে গোল করার পর মেসি, আরও একটি রেকর্ড করেছেন ৷ টানা 6 ম্যাচে আর্জেন্তিনার হয়ে গোল করার রেকর্ড করেছেন তিনি ৷ লিওনেল মেসির সামনে এই মুহূর্তে আরও একটি রেকর্ডের মালিক হওয়ার সুযোগ রয়েছে ৷ স্বদেশীয় প্রাক্তন আর্জেন্তাইন ফুটবলার গ্যাব্রিয়েল বাতিসতুতাকে ছোঁয়ার খুব কাছে এসে গেছেন এলএম 10 ৷

আরও পড়ুন: ভরসা দিল মেসির পা, স্বপ্ন দেখা শুরু আর্জেন্তিনার

গ্যাব্রিয়েল বাতিসতুতা (Gabriel Batistuta) বিশ্বকাপে 10 গোল করেছিলেন ৷ আর্জেন্তিনা পরের ম্যাচ জিতলে এবং সেখানে মেসি গোল করতে পারলে, পরের রাউন্ডে কোয়ালিফাই করবে আর্জেন্তিনা ৷ ফলে মেসির সামনে বিশ্বকাপের মঞ্চে 10 বা তার বেশি গোল করার সুযোগ রয়েছে ৷ প্রসঙ্গত, বিশ্বকাপে বর্তমানে সর্বাধিক গোলের মালিক প্রাক্তন জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজে ৷ বিশ্বকাপে তিনি 24 ম্যাচ খেলে 16 গোল করেছেন ৷ 2014 ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আয়োজক ব্রাজিলকে 1-7 গোলে হারিয়েছিল জার্মানি ৷ সেই ম্যাচে ক্লোজে গোল করেন এবং প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডো (15)-কে ছাপিয়ে সর্বাধিক গোলের মালিক হন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.