দোহা, 5 ডিসেম্বর: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)-র নির্ভুল ফুটবল ৷ লিওনেল মেসি (Lionel Messi)-র দৃষ্টিভঙ্গি ৷ গতি ও শক্তিতে প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডো ৷ ফুটবলের এই তিন মহাতারকার গুণগুলির সংমিশ্রণে তরুণ কিলিয়ান এমবাপে নিজের খেলাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে এই ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) ৷ যেখানে মেসি এবং রোনাল্ডো তাঁদের শেষ বিশ্বকাপ খেলছেন, সেখানে তাঁদের উত্তরসূরি কে হবেন? সেই প্রশ্নের জবাব হয়তো নিজের খেলা দিয়ে অনেকটা হলেও বুঝিয়ে দিচ্ছেন ফ্রান্সের তরুণ স্ট্রাইকার (Kylian Mbappe is Bringing Soccer to New Dimension) ৷
রবিবার রাতে আরও একটি পারফরম্যান্স দিলেন ৷ যেখানে তাঁকে মেসি বা রোনাল্ডোর মতো মহাতারকার থেকে কম কিছু মনে হয়নি ৷ শেষ ষোলোর ম্যাচে প্রতিপক্ষ পোল্যান্ডের বিরুদ্ধে 3-1 গোলে জয়ে দু'টি গোল করে গেলেন 23 বছরের এমবাপে ৷ সেই সঙ্গে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের জায়গা নিশ্চিত করলেন তিনি ৷ 23 বছরের এই তরুণকে নিয়ে ফরাসি কোচ দিদিয়ের দেশঁ বললেন, ‘‘আমরা কিলিয়ান সম্পর্কে জানি ৷ ফুটবল মাঠে ওর খেলা কথা বলে ৷ একটা মুহূর্তের মধ্যে ও খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে ৷’’
![FIFA World Cup 2022 Kylian Mbappe is Bringing Soccer to New Dimension at World Cup](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/mbapp--is-bringing-soccer-to-a-new-dimension-at-world-cup_04e161c4e9594e0d8dcb42f63689786f_0512a_1670238208_999.jpg)
প্রসঙ্গত, 2018 রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের চ্যাম্পিয়ান হওয়ার যাত্রায় 4 গোল করেছিলেন কিলিয়ান ৷ আর 4 বছর পর 2022 কাতার বিশ্বকাপে ইতিমধ্যে 5 গোল করে ফেলেছেন এমবাপে ৷ আর তাঁর এই পারফরম্যান্স জারি থাকলে, ফ্রান্স যে এবারেও ফাইনাল খেলবে না, তা কেউ হলফ করে বলতে পারবে না ৷ ফলে ফ্রান্সের সামনের ম্যাচগুলিতে কিলিয়ান এমবাপের গোল সংখ্যা আরও বাড়তে পারে ৷ দু’টি বিশ্বকাপ মিলিয়ে এখনও পর্যন্ত এমবাপে 9 গোল করে ফেলেছেন ৷ মাত্র 4 বছরের মধ্যে দিয়েগো মারাদোনাকে ছাপিয়ে গিয়েছেন গোল সংখ্যার নিরিখে ৷ এমনকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও পেরিয়েছেন ৷ আর লিওনেল মেসিকে গতকালের দ্বিতীয় গোলের পর ছুঁয়ে ফেলেছেন কিলিয়ান ৷
![FIFA World Cup 2022 Kylian Mbappe is Bringing Soccer to New Dimension at World Cup](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/mbapp--is-bringing-soccer-to-a-new-dimension-at-world-cup_b0e4df655ea7484db097f700f01bce21_0512a_1670238208_757.jpg)
আরও পড়ুন: বিশ্বকাপের নক আউটে কি জ্বলে উঠবেন সিআর7, অপেক্ষায় ভক্তরা
কিলিয়ান এমবাপে বিশ্বকাপে গোল করার ক্ষেত্রে একটি রেকর্ড গড়েছেন ৷ প্রথম কোনও ফুটবলার যিনি মাত্র 23 বছর বয়সে বিশ্বকাপের মঞ্চে 9টি গোল করেছেন ৷ এর আগে এই রেকর্ড ছিল পেলের ৷ তিনি 23 বছর বয়সে 7টি গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদবন্তী ৷ আর উল্লেখ্য ব্রাজিলিয়ান কিংবদবন্তীর কেরিয়ার গ্রাফের সঙ্গে মিলিয়ে কিলিয়ান এমবাপের রেকর্ডের ভিত্তিতে তুলনা শুরু করে দিয়েছেন ফুটবল বিশেষজ্ঞরা ৷ উল্লেখ্য পেলে মাত্র 21 বছর বয়সেই 2টি বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়ে ফেলেছিলেন ৷ সেখানে এমবাপে তাঁর প্রথম বিশ্বকাপের কাপ জয়ের সাফল্য পেয়েছেন ৷ আর দ্বিতীয় বিশ্বকাপেও তাঁর এবং ফ্রান্স দলের ফর্ম সেই পেলের রেকর্ড স্পর্শ করার দিকে এগোচ্ছে ৷
![FIFA World Cup 2022 Kylian Mbappe is Bringing Soccer to New Dimension at World Cup](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/mbapp--is-bringing-soccer-to-a-new-dimension-at-world-cup_e95637596ce7429798cf9260fe2284ef_0512a_1670238208_296.jpg)
আরও পড়ুন: মাঠে নামবেন নেইমার ? জল্পনার মধ্যেই আজ প্রি-কোয়ার্টারে নামছে ব্রাজিল