ETV Bharat / sports

FIFA World Cup 2022: মুলার-হাভার্ৎজ-গোৎজেদের আক্রমণে কাতারে হট-ফেভারিট জার্মানি - ফিফা বিশ্বকাপ 2022

থমাস মুলার, কাই হাভার্ৎজ এবং মারিয়ো গোৎজেদের আক্রমণে ভর করে বিশ্বকাপ অভিযানে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ৷ সঙ্গে তেকাঠির নিচে ম্যানুয়েল ন্যুয়ের ৷ ফিফা বিশ্বকাপ 2022 এর অন্যতম ফেভারিট জার্মানি ৷

fifa-world-cup-2022-germany-squad-for-qatar-world-cup
fifa-world-cup-2022-germany-squad-for-qatar-world-cup
author img

By

Published : Nov 15, 2022, 7:41 PM IST

কলকাতা, 15 নভেম্বর: আর 5 দিন পর মরুদেশ কাতারে বসছে ফিফা বিশ্বকাপ 2022 (FIFA World Cup 2022) এর আসর ৷ যেখানে টুর্নামেন্টের হট ফেভারিট হিসাবে নামবে ম্যানুয়েল ন্যুয়েরের (Manuel Neuer) জার্মানি ৷ 23 নভেম্বর জার্মানি তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে (Germany Squad for Qatar World Cup) ৷ জার্মানদের গ্রুপে জাপান ছাড়াও রয়েছে স্পেন এবং কোস্টারিকা ৷ 2014’র বিশ্বজয়ী দলের বর্তমান চেহারা কেমন ? কতটা মজবুত জার্মানদের রক্ষণ ? মাঝমাঠের দখলই বা কতটা ? আক্রমণের ঝাঁঝই বা কেমন জার্মানির ? 2022 বিশ্বকাপে জার্মানির 26 জনের স্কোয়াডের শক্তি ও দুর্বলতাগুলি একবার দেখে নেওয়া যাক ৷

জার্মান তেকাঠির নিচে থাকবেন স্বয়ং ম্যানুয়েল ন্যুয়ের ৷ বিশ্বের অন্যতম সেরা গোলকিপারদের মধ্যে একজন জার্মানির অধিনায়ক ন্যুয়ের ৷ আর তাঁর বিকল্প হিসাবে রয়েছেন মার্ক আন্দ্রে টের স্টেগান এবং কেভিব ট্রাপ ৷ জার্মানির রক্ষণে আগাগোড়া ভরসা জুগিয়ে এসেছেন নিক্লোস সুলে ৷ তাঁর সঙ্গে থাকবেন আর্মেল বেলা-কোচাপ, মাতিয়াস জিন্টার, ক্রিশ্চিয়ান গান্টার, তিলো কেহরার, লুকাস ক্লস্টেরম্যান, ডেভিড রম, আন্তোনিও রুডিগার এবং নিকো শটের বেক ৷ লুকাস ক্লস্টেরম্যান জার্মান ডিফেন্সের সবচেয়ে বড় ভরসা ৷

মিডফিল্ডে জোসুয়া কিমিচ থাকলেও তিনি জার্মানি ডিফেন্সেও বড় ভূমিকা পালন করতে সক্ষম ৷ মূলত, মাঝমাঠে কিছুটা পিছন থেকে খেলে রক্ষণকে দারুণভাবে সামলাতে কিমিচের দক্ষতা অনন্য ৷ পাশাপাশি, ফরোয়ার্ড লাইনকে বল বাড়ানোর জন্য মাঝমাঠে থাকবেন জুলিয়ান ব্র্যান্ড, লিও গোরেৎজকা, ইকে গুন্দোয়ান, জোনাস হফম্যান, জামাল মুসিয়ালা ৷ যেখানে জার্মানিদের বড় ভরসা জোনাস হফম্যান, ইকে গুন্দোয়ানরা ৷ তবে, এবার টনি ক্রুজের দক্ষতার অভাব বোধ করবে জার্মানরা ৷

আরও পড়ুন: তারুণ্য ও অভিজ্ঞতার ভারসাম্যে কাতার বিশ্বকাপে অন্যতম দাবিদার ব্রাজিল

অন্যদিকে, 2014 বিশ্বকাপে জার্মানির জয়ের কান্ডারি মারিও গোৎজে ফের জাতীয় দলে সুযোগ পেলেন ৷ 2014 সালে মারিও গোৎজের একমাত্র গোলে আর্জেন্তিনাকে হারিয়েছিল জার্মানরা ৷ তারপর শেষবার 2017 সালে জার্মানির জার্সি পরে মাঠে নেমেছিলেন তিনি ৷ এবার 2022 সালে ফের একবার জাতীয় দলে ফিরে এসেছেন মারিও গোৎজে ৷ আর তাঁর সঙ্গে থমাস মুলার, কাই হাভার্ৎজ জার্মান আক্রমণের সবচেয়ে বড় ভরসা ৷ আর সেই সঙ্গে রয়েছেন করিম আদেমি, নিক্লোস ফুলক্রু সার্জ ন্যাব্রি এবং ইউসুফা মৌকোকো ৷

কলকাতা, 15 নভেম্বর: আর 5 দিন পর মরুদেশ কাতারে বসছে ফিফা বিশ্বকাপ 2022 (FIFA World Cup 2022) এর আসর ৷ যেখানে টুর্নামেন্টের হট ফেভারিট হিসাবে নামবে ম্যানুয়েল ন্যুয়েরের (Manuel Neuer) জার্মানি ৷ 23 নভেম্বর জার্মানি তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে (Germany Squad for Qatar World Cup) ৷ জার্মানদের গ্রুপে জাপান ছাড়াও রয়েছে স্পেন এবং কোস্টারিকা ৷ 2014’র বিশ্বজয়ী দলের বর্তমান চেহারা কেমন ? কতটা মজবুত জার্মানদের রক্ষণ ? মাঝমাঠের দখলই বা কতটা ? আক্রমণের ঝাঁঝই বা কেমন জার্মানির ? 2022 বিশ্বকাপে জার্মানির 26 জনের স্কোয়াডের শক্তি ও দুর্বলতাগুলি একবার দেখে নেওয়া যাক ৷

জার্মান তেকাঠির নিচে থাকবেন স্বয়ং ম্যানুয়েল ন্যুয়ের ৷ বিশ্বের অন্যতম সেরা গোলকিপারদের মধ্যে একজন জার্মানির অধিনায়ক ন্যুয়ের ৷ আর তাঁর বিকল্প হিসাবে রয়েছেন মার্ক আন্দ্রে টের স্টেগান এবং কেভিব ট্রাপ ৷ জার্মানির রক্ষণে আগাগোড়া ভরসা জুগিয়ে এসেছেন নিক্লোস সুলে ৷ তাঁর সঙ্গে থাকবেন আর্মেল বেলা-কোচাপ, মাতিয়াস জিন্টার, ক্রিশ্চিয়ান গান্টার, তিলো কেহরার, লুকাস ক্লস্টেরম্যান, ডেভিড রম, আন্তোনিও রুডিগার এবং নিকো শটের বেক ৷ লুকাস ক্লস্টেরম্যান জার্মান ডিফেন্সের সবচেয়ে বড় ভরসা ৷

মিডফিল্ডে জোসুয়া কিমিচ থাকলেও তিনি জার্মানি ডিফেন্সেও বড় ভূমিকা পালন করতে সক্ষম ৷ মূলত, মাঝমাঠে কিছুটা পিছন থেকে খেলে রক্ষণকে দারুণভাবে সামলাতে কিমিচের দক্ষতা অনন্য ৷ পাশাপাশি, ফরোয়ার্ড লাইনকে বল বাড়ানোর জন্য মাঝমাঠে থাকবেন জুলিয়ান ব্র্যান্ড, লিও গোরেৎজকা, ইকে গুন্দোয়ান, জোনাস হফম্যান, জামাল মুসিয়ালা ৷ যেখানে জার্মানিদের বড় ভরসা জোনাস হফম্যান, ইকে গুন্দোয়ানরা ৷ তবে, এবার টনি ক্রুজের দক্ষতার অভাব বোধ করবে জার্মানরা ৷

আরও পড়ুন: তারুণ্য ও অভিজ্ঞতার ভারসাম্যে কাতার বিশ্বকাপে অন্যতম দাবিদার ব্রাজিল

অন্যদিকে, 2014 বিশ্বকাপে জার্মানির জয়ের কান্ডারি মারিও গোৎজে ফের জাতীয় দলে সুযোগ পেলেন ৷ 2014 সালে মারিও গোৎজের একমাত্র গোলে আর্জেন্তিনাকে হারিয়েছিল জার্মানরা ৷ তারপর শেষবার 2017 সালে জার্মানির জার্সি পরে মাঠে নেমেছিলেন তিনি ৷ এবার 2022 সালে ফের একবার জাতীয় দলে ফিরে এসেছেন মারিও গোৎজে ৷ আর তাঁর সঙ্গে থমাস মুলার, কাই হাভার্ৎজ জার্মান আক্রমণের সবচেয়ে বড় ভরসা ৷ আর সেই সঙ্গে রয়েছেন করিম আদেমি, নিক্লোস ফুলক্রু সার্জ ন্যাব্রি এবং ইউসুফা মৌকোকো ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.