ETV Bharat / sports

FIFA World Cup 2022: দিয়েগো অবশ্যই হাসছে ! মেসি ও আর্জেন্তিনাকে অভিনন্দন জানিয়ে বললেন পেলে - Lionel Messi

মেসিকে তাঁর প্রথম বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানালেন ফুটবল সম্রাট (Pele Congratulates Lionel Messi After Winning World Cup) ৷ সেই সঙ্গে এও উল্লেখ করলেন, তাঁর বন্ধ দিয়েগো (Diego Maradona) এখন হাসছে ৷

FIFA World Cup 2022 Brazilian Legend Pele Congratulates Lionel Messi After Winning World Cup ETV BHARAT
FIFA World Cup 2022 Brazilian Legend Pele Congratulates Lionel Messi After Winning World Cup
author img

By

Published : Dec 19, 2022, 6:12 PM IST

সাও পাওলো, 19 ডিসেম্বর: লিওনেল মেসিকে অভিনন্দ জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি তথা ফুটবল সম্রাট পেলে ৷ সেই সঙ্গে দিয়েগো মারাদোনা (Diego Maradona)-র নাম নিয়ে আর্জেন্তিনাকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানালেন 3টি বিশ্বকাপ জয়ের রেকর্ডধারী পেলে ৷ জানান, দিয়েগো মারাদোনা তাঁর দেশের এই সাফল্যে নিশ্চয় গর্ব অনুভব করছেন ৷ রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে টানটান উত্তেজনার ফাইনাল জিতে 36 বছর পর ফের বিশ্বসেরা হয়েছে আর্জেন্তিনা (Brazilian Legend Pele Congratulates Lionel Messi After Winning World Cup) ৷ সেই সঙ্গে পূর্ণ হয়েছে মেসির বিশ্বজয়ের স্বপ্নও ৷

অতিরিক্ত সময়ে যাওয়া আর্জেন্তিনা বনাম ফ্রান্স বিশ্বকাপ ফাইনাল 3-3 শেষ হয় ৷ এরপর পেনাল্টি শুট-আউটে 4-2 গোলে বহু কাঙ্খিত জয় পান লিওনেল মেসি এবং তাঁর দল ৷ তিন দশকের এই ফুটবল কেরিয়ারে লিওনেল মেসি যে টুর্নামেন্টই খেলেছেন, অন্তত একবার তা নিজের নামে করেছেন ৷ এবার বাকি ছিল বিশ্বকাপ জেতা ৷ সেই স্বপ্নপূরণের পর মেসিকে অভিনন্দন জানিয়েছেন পেলে ৷ সোশাল মিডিয়ায় এনিয়ে একটি বিশেষ বার্তাও দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ৷

আরও পড়ুন: ‘জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না’, জল্পনায় ইতি বিশ্বজয়ী এলএম 10-এর

পেলে সোশাল মিডিয়ায় লেখেন, ‘‘চিত্তাকর্ষক উপায় ফুটবল আজও তাঁর কাহিনী বলে চলেছে ৷ মেসি তাঁর প্রথম বিশ্বকাপ জিতলেন ৷ যা তাঁর দরের ফুটবলার পাওয়ার যোগ্য ৷ আমার প্রিয় এমবাপে ফাইনালে চারটি গোল করেছেন (পেনাল্টি শুট-আউট ধরে) ৷ এমন সুন্দর খেলা দেখা খুবই সৌভাগ্যের ব্যাপার ৷ সুন্দর এই খেলাটার ভবিষ্যতের জন্যও সুখকর ৷ মরক্কোকে তাঁদের অসাধারণ বিশ্বকাপ সফরের জন্য অভিনন্দন ৷ আফ্রিকাকে জ্বলে উঠতে দেখে ভালো লাগছে ৷’’

এর পরেই আর্জেন্তিনাকে অভিনন্দন জানান পেলে ৷ লেখেন, ‘‘অভিনন্দন আর্জেন্তিনা ! দিয়েগো এখন হয়তো হাসছে ৷’’

সাও পাওলো, 19 ডিসেম্বর: লিওনেল মেসিকে অভিনন্দ জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি তথা ফুটবল সম্রাট পেলে ৷ সেই সঙ্গে দিয়েগো মারাদোনা (Diego Maradona)-র নাম নিয়ে আর্জেন্তিনাকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানালেন 3টি বিশ্বকাপ জয়ের রেকর্ডধারী পেলে ৷ জানান, দিয়েগো মারাদোনা তাঁর দেশের এই সাফল্যে নিশ্চয় গর্ব অনুভব করছেন ৷ রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে টানটান উত্তেজনার ফাইনাল জিতে 36 বছর পর ফের বিশ্বসেরা হয়েছে আর্জেন্তিনা (Brazilian Legend Pele Congratulates Lionel Messi After Winning World Cup) ৷ সেই সঙ্গে পূর্ণ হয়েছে মেসির বিশ্বজয়ের স্বপ্নও ৷

অতিরিক্ত সময়ে যাওয়া আর্জেন্তিনা বনাম ফ্রান্স বিশ্বকাপ ফাইনাল 3-3 শেষ হয় ৷ এরপর পেনাল্টি শুট-আউটে 4-2 গোলে বহু কাঙ্খিত জয় পান লিওনেল মেসি এবং তাঁর দল ৷ তিন দশকের এই ফুটবল কেরিয়ারে লিওনেল মেসি যে টুর্নামেন্টই খেলেছেন, অন্তত একবার তা নিজের নামে করেছেন ৷ এবার বাকি ছিল বিশ্বকাপ জেতা ৷ সেই স্বপ্নপূরণের পর মেসিকে অভিনন্দন জানিয়েছেন পেলে ৷ সোশাল মিডিয়ায় এনিয়ে একটি বিশেষ বার্তাও দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ৷

আরও পড়ুন: ‘জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না’, জল্পনায় ইতি বিশ্বজয়ী এলএম 10-এর

পেলে সোশাল মিডিয়ায় লেখেন, ‘‘চিত্তাকর্ষক উপায় ফুটবল আজও তাঁর কাহিনী বলে চলেছে ৷ মেসি তাঁর প্রথম বিশ্বকাপ জিতলেন ৷ যা তাঁর দরের ফুটবলার পাওয়ার যোগ্য ৷ আমার প্রিয় এমবাপে ফাইনালে চারটি গোল করেছেন (পেনাল্টি শুট-আউট ধরে) ৷ এমন সুন্দর খেলা দেখা খুবই সৌভাগ্যের ব্যাপার ৷ সুন্দর এই খেলাটার ভবিষ্যতের জন্যও সুখকর ৷ মরক্কোকে তাঁদের অসাধারণ বিশ্বকাপ সফরের জন্য অভিনন্দন ৷ আফ্রিকাকে জ্বলে উঠতে দেখে ভালো লাগছে ৷’’

এর পরেই আর্জেন্তিনাকে অভিনন্দন জানান পেলে ৷ লেখেন, ‘‘অভিনন্দন আর্জেন্তিনা ! দিয়েগো এখন হয়তো হাসছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.