সাও পাওলো, 19 ডিসেম্বর: লিওনেল মেসিকে অভিনন্দ জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি তথা ফুটবল সম্রাট পেলে ৷ সেই সঙ্গে দিয়েগো মারাদোনা (Diego Maradona)-র নাম নিয়ে আর্জেন্তিনাকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানালেন 3টি বিশ্বকাপ জয়ের রেকর্ডধারী পেলে ৷ জানান, দিয়েগো মারাদোনা তাঁর দেশের এই সাফল্যে নিশ্চয় গর্ব অনুভব করছেন ৷ রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে টানটান উত্তেজনার ফাইনাল জিতে 36 বছর পর ফের বিশ্বসেরা হয়েছে আর্জেন্তিনা (Brazilian Legend Pele Congratulates Lionel Messi After Winning World Cup) ৷ সেই সঙ্গে পূর্ণ হয়েছে মেসির বিশ্বজয়ের স্বপ্নও ৷
অতিরিক্ত সময়ে যাওয়া আর্জেন্তিনা বনাম ফ্রান্স বিশ্বকাপ ফাইনাল 3-3 শেষ হয় ৷ এরপর পেনাল্টি শুট-আউটে 4-2 গোলে বহু কাঙ্খিত জয় পান লিওনেল মেসি এবং তাঁর দল ৷ তিন দশকের এই ফুটবল কেরিয়ারে লিওনেল মেসি যে টুর্নামেন্টই খেলেছেন, অন্তত একবার তা নিজের নামে করেছেন ৷ এবার বাকি ছিল বিশ্বকাপ জেতা ৷ সেই স্বপ্নপূরণের পর মেসিকে অভিনন্দন জানিয়েছেন পেলে ৷ সোশাল মিডিয়ায় এনিয়ে একটি বিশেষ বার্তাও দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: ‘জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না’, জল্পনায় ইতি বিশ্বজয়ী এলএম 10-এর
পেলে সোশাল মিডিয়ায় লেখেন, ‘‘চিত্তাকর্ষক উপায় ফুটবল আজও তাঁর কাহিনী বলে চলেছে ৷ মেসি তাঁর প্রথম বিশ্বকাপ জিতলেন ৷ যা তাঁর দরের ফুটবলার পাওয়ার যোগ্য ৷ আমার প্রিয় এমবাপে ফাইনালে চারটি গোল করেছেন (পেনাল্টি শুট-আউট ধরে) ৷ এমন সুন্দর খেলা দেখা খুবই সৌভাগ্যের ব্যাপার ৷ সুন্দর এই খেলাটার ভবিষ্যতের জন্যও সুখকর ৷ মরক্কোকে তাঁদের অসাধারণ বিশ্বকাপ সফরের জন্য অভিনন্দন ৷ আফ্রিকাকে জ্বলে উঠতে দেখে ভালো লাগছে ৷’’
এর পরেই আর্জেন্তিনাকে অভিনন্দন জানান পেলে ৷ লেখেন, ‘‘অভিনন্দন আর্জেন্তিনা ! দিয়েগো এখন হয়তো হাসছে ৷’’