ETV Bharat / sports

FIFA World Cup 2022: মাঠে নামবেন নেইমার ? জল্পনার মধ্যেই আজ প্রি-কোয়ার্টারে নামছে ব্রাজিল - Tite

রাউন্ড সিক্সটিনে আজ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামছে ব্রাজিল (Brazil vs South Korea Round 16) ৷ ম্যাচে নেইমার জুনিয়র (Neymar Jr)-কে শুরু থেকে খেলানোর ইচ্ছে প্রকাশ করেছেন তিতে (Tite) ৷ কিন্তু, পুরোটাই নির্ভর করছে ব্রাজিলিয়ান তারকার ফিটনেসের উপর ৷

FIFA World Cup 2022 Brazil vs South Korea Round 16 Preview
FIFA World Cup 2022 Brazil vs South Korea Round 16 Preview
author img

By

Published : Dec 5, 2022, 2:15 PM IST

দোহা, 5 ডিসেম্বর: আজ রাতে শেষ ষোলোর ম্যাচে নামছে ব্রাজিল ৷ সেলেকাওদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ৷ যাঁরা গ্রুপ-এইচ এর শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে ফিফা বিশ্বকাপের (Brazil vs South Korea Round 16) নকআউট পর্বে উঠেছে ৷ সেই সঙ্গে উরুগুয়েরর এবারে বিশ্বকাপ যাত্রা শেষ করে দিয়েছে গ্রুপ পর্যায়েই ৷ আজ সেই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামবেন থিয়াগো সিলভা, কাসেমিরো, ভিনি জুনিয়ররা ৷

কিন্তু, ব্রাজিল এই ম্যাচে নামার আগে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ফুটবল অনুরাগীদের মধ্যে ৷ নেইমার জুনিয়র (Neymar Jr) কি মাঠে নামবেন দক্ষিণ কোরিয়ানদের বিরুদ্ধে ? যে প্রশ্নের জবাবে ম্যাচের 24 ঘণ্টা আগে কোচ তিতে (Tite) জানিয়েছেন, তিনি চান যাতে নেইমারকে ম্যাচের শুরু থেকে খেলাতে ৷ কিন্তু, ডান পায়ের চোট সারিয়ে অনুশীলনে ফেরা নেইমার কী সেই ধকল নিতে পারবেন ? পারলেও কতক্ষণ ? এমন একাধিক প্রশ্ন উঠে আসছে ৷ যা নিয়ে তিতে জানিয়েছেন, পুরোটাই নির্ভর করছে মেডিক্যাল টিমের রিপোর্টের উপর ৷

প্রসঙ্গত, নেইমার ম্যাচ ফিট থাকলে, তাঁকে তিতে শুরু থেকে খেলানোর পক্ষপাতি ৷ মেডিক্যাল টিম সেই অনুমতি না দিলে, ম্যাচের দ্বিতীয়ার্ধে নেইমারকে খেলানো যায় কিনা, সেটাও ভেবে দেখা হচ্ছে ৷ তবে, এতসব অনিশ্চয়তার মধ্যে একটা ভালো খবর, নেইমার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ৷ এমনকি দলের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে গোলও করেছেন প্যারিস সেন্ট জার্মেইনের স্ট্রাইকার ৷

আরও পড়ুন: জোড়া গোল নায়ক সেই এমবাপে, পোল্যান্ডকে মাটি ধরিয়ে শেষ আটে বিশ্বচ্যাম্পিয়নরা

ক্যামেরুনে বিরুদ্ধে 0-1 গোলে ম্যাচ হারা তিতেকে চিন্তায় রাখছে ৷ যদিও ওই ম্যাচে প্রথম একাদশের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন তিতে ৷ তা সত্ত্বেও বিশ্বকাপের 26 জনের দলে সুযোগ পাওয়া ফুটবলারদের খেলা বিশ্বমানের হবে, সেটাই আশা করছেন কোচ ৷

আরও পড়ুন: তিন গোলে থ্রি লায়ন্সদের দাপট, সেনেগালকে হেলায় হারাল ইংল্যান্ড

এবার নকআউটের প্রথম ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ৷ যাঁদের আক্রমণ শক্তিশালী না হলেও, মাঝে মধ্যে প্রতি আক্রমণে উঠে প্রতিপক্ষ ডিফেন্সকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে ৷ অন্যদিকে, ডিফেন্সে ভিড় বাড়িয়ে প্রতিপক্ষের গোলের দরজাও বন্ধ করে দিতে সিদ্ধহস্ত কোরিয়ানরা ৷ যা দেখা গিয়েছিল পর্তুগালের বিরুদ্ধে ৷ ফলে সেলেকাওদের যেমন গোল করার দিকে নজর দিতে হবে, তেমনি রক্ষণকেও সতর্ক থাকতে হবে, দক্ষিণ কোরিয়ানদের প্রতি আক্রমণকে প্রতিহত করার জন্য ৷

দোহা, 5 ডিসেম্বর: আজ রাতে শেষ ষোলোর ম্যাচে নামছে ব্রাজিল ৷ সেলেকাওদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ৷ যাঁরা গ্রুপ-এইচ এর শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে ফিফা বিশ্বকাপের (Brazil vs South Korea Round 16) নকআউট পর্বে উঠেছে ৷ সেই সঙ্গে উরুগুয়েরর এবারে বিশ্বকাপ যাত্রা শেষ করে দিয়েছে গ্রুপ পর্যায়েই ৷ আজ সেই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামবেন থিয়াগো সিলভা, কাসেমিরো, ভিনি জুনিয়ররা ৷

কিন্তু, ব্রাজিল এই ম্যাচে নামার আগে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ফুটবল অনুরাগীদের মধ্যে ৷ নেইমার জুনিয়র (Neymar Jr) কি মাঠে নামবেন দক্ষিণ কোরিয়ানদের বিরুদ্ধে ? যে প্রশ্নের জবাবে ম্যাচের 24 ঘণ্টা আগে কোচ তিতে (Tite) জানিয়েছেন, তিনি চান যাতে নেইমারকে ম্যাচের শুরু থেকে খেলাতে ৷ কিন্তু, ডান পায়ের চোট সারিয়ে অনুশীলনে ফেরা নেইমার কী সেই ধকল নিতে পারবেন ? পারলেও কতক্ষণ ? এমন একাধিক প্রশ্ন উঠে আসছে ৷ যা নিয়ে তিতে জানিয়েছেন, পুরোটাই নির্ভর করছে মেডিক্যাল টিমের রিপোর্টের উপর ৷

প্রসঙ্গত, নেইমার ম্যাচ ফিট থাকলে, তাঁকে তিতে শুরু থেকে খেলানোর পক্ষপাতি ৷ মেডিক্যাল টিম সেই অনুমতি না দিলে, ম্যাচের দ্বিতীয়ার্ধে নেইমারকে খেলানো যায় কিনা, সেটাও ভেবে দেখা হচ্ছে ৷ তবে, এতসব অনিশ্চয়তার মধ্যে একটা ভালো খবর, নেইমার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ৷ এমনকি দলের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে গোলও করেছেন প্যারিস সেন্ট জার্মেইনের স্ট্রাইকার ৷

আরও পড়ুন: জোড়া গোল নায়ক সেই এমবাপে, পোল্যান্ডকে মাটি ধরিয়ে শেষ আটে বিশ্বচ্যাম্পিয়নরা

ক্যামেরুনে বিরুদ্ধে 0-1 গোলে ম্যাচ হারা তিতেকে চিন্তায় রাখছে ৷ যদিও ওই ম্যাচে প্রথম একাদশের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন তিতে ৷ তা সত্ত্বেও বিশ্বকাপের 26 জনের দলে সুযোগ পাওয়া ফুটবলারদের খেলা বিশ্বমানের হবে, সেটাই আশা করছেন কোচ ৷

আরও পড়ুন: তিন গোলে থ্রি লায়ন্সদের দাপট, সেনেগালকে হেলায় হারাল ইংল্যান্ড

এবার নকআউটের প্রথম ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ৷ যাঁদের আক্রমণ শক্তিশালী না হলেও, মাঝে মধ্যে প্রতি আক্রমণে উঠে প্রতিপক্ষ ডিফেন্সকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে ৷ অন্যদিকে, ডিফেন্সে ভিড় বাড়িয়ে প্রতিপক্ষের গোলের দরজাও বন্ধ করে দিতে সিদ্ধহস্ত কোরিয়ানরা ৷ যা দেখা গিয়েছিল পর্তুগালের বিরুদ্ধে ৷ ফলে সেলেকাওদের যেমন গোল করার দিকে নজর দিতে হবে, তেমনি রক্ষণকেও সতর্ক থাকতে হবে, দক্ষিণ কোরিয়ানদের প্রতি আক্রমণকে প্রতিহত করার জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.