দোহা, 14 ডিসেম্বর: দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্তিনা ৷ আর এবার আরও বেশি দাপটের সঙ্গে ৷ ক্রোয়েশিয়াকে 3-0 গোলে পরাস্ত করে কাতার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল আর্জেন্তিনা (2nd Time Leonel Messi Argentina Reach World Cup Final) ৷ যেখান একটি বিশ্বকাপে সর্বাধিক ম্যাচে গোল করার রেকর্ড করেছেন এলএম 10 ৷ যার মধ্যে কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলা 4টি ম্যাচের সবক’টিতেই গোল করেছেন আর্জেন্তাইন মহাতারকা ৷ আর সেই সঙ্গে ঘোষণা করলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ ৷ আর শেষ বিশ্বকাপের ফাইনালটাও খেলবেন সেইভাবেই ৷
ভারতীয় সময় মঙ্গলবার মাঝরাতের এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করার সঙ্গেই আরও একটি রেকর্ডের মালিক হয়েছেন লিও মেসি ৷ বিশ্বকাপের মঞ্চে আর্জেন্তিনার হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড গড়লেন মেসি ৷ পেরিয়ে গেলে তাঁর পূর্বসূরী গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ৷ মেসির এই মুহূর্তে বিশ্বকাপে গোলের সংখ্যা 11 ৷ আর বিশ্বকাপে গোলের তালিকায় 6 নম্বরে রয়েছেন মেসি ৷ এদিন বাতিস্তুতার পাশাপাশি জার্মানির হেলমুট রাহন এবং ইংল্যান্ডের গ্যারি লিনেকারকেও টপকে গেলেন লিও ৷
এবার লিওনেল মেসির সামনে সুযোগ ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছোঁয়া এবং তাঁকে টপকে যাওয়ার ৷ পেলেকে ছুঁতে আর 1টি গোল করতে হবে মেসিকে ৷ আর তাঁকে টপকাতে হলে ফাইনালে 2টি গোল করতে হবে আর্জেন্তাইন মহাতারকাকে ৷ মেসির গোল করার অর্থ, আর্জেন্তিনার তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবে পরিণত করার পক্ষে এগিয়ে যাওয়া ৷ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে আরও একটি রেকর্ডের মালিক হয়েছেন লিও ৷ একটি বিশ্বকাপে সর্বাধিক অ্যাসিস্টের মুকুটও তাঁর মাথায় উঠেছে ৷ এই বিশ্বকাপে মেসি এখনও পর্যন্ত 7টি অ্যাসিস্ট করেছেন ৷
আরও পড়ুন: মেসি ম্যাজিক, স্বপ্নের আরও কাছে আর্জেন্তিনা
2014 ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিরুদ্ধে 1-0 গোল হারতে হয়েছিল মেসির দেশকে ৷ এবার সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ এসেছে লিওর সামনে ৷ পাশাপাশি, এদিন লিও মেসি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর শেষ বিশ্বকাপ এবার ৷ ম্যাচ শেষে মেসি সাংবাদিকদের বলেন, ‘‘এটাই আমার শেষ বিশ্বকাপ ৷ এর পরের বিশ্বকাপের মাঝে অনেক বছর রয়েছে ৷ আমার মনে হয় না পরের বিশ্বকাপে আমি খেলতে পারব ৷ তাই এই বিশ্বকাপ সেরা মুহূর্ত দিয়ে শেষ করতে চাই ৷’’ ফাইনালে ওঠার পর লিওনেল মেসির এই মন্তব্যের সঙ্গে স্পষ্ট করে দিলেন, ফাইনালে তিনি জীবনের সেরা ফুটবলটা খেলবেন ৷